যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। মস্কো সফরে গিয়ে গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এমন মন্তব্য করলেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আলোচনা করার জন্য আজ বেশ ‘ভালো একটি দিন’। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিলেন না।

ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, চুক্তির প্রধান পয়েন্টগুলোর বেশির ভাগ নিয়ে একমত হওয়া গেছে। তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুবই উচ্চপর্যায়ের’ বৈঠক করার এবং ‘চুক্তি সই করার’ তাগিদ দিয়েছেন।

গতকাল এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা দরকার।

এর আগে দিনের শুরুতে জেলেনস্কি বিবিসিকে বলেছিলেন, ‘পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ হলে কিয়েভ আর মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে রাশিয়ার অধিগ্রহণ করা ভূমির বড় অংশ ইউক্রেন ছেড়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনরাশিয়ায় ট্রাম্পের দূত, দেখা করেছেন পুতিনের সঙ্গে১১ ঘণ্টা আগে

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছে ট্রাম্প সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে তাঁর সমর্থন রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় মস্কো। ক্রিমিয়া নিয়ে ট্রাম্পের এমন ধারণা খারিজ করে দিয়েছেন জেলেনস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণোদ্যমে যুদ্ধ শুরু করে রুশবাহিনী। বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের ২০ শতাংশ মস্কোর দখলে রয়েছে।

আরও পড়ুনপুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প২৪ এপ্রিল ২০২৫

এদিকে তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে উচ্চপর্যায়ের আলোচনার জন্য গতকাল রাশিয়ায় যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ বছর এবার নিয়ে চতুর্থ দফায় রাশিয়ায় গেলেন তিনি।

ঘণ্টা তিনেকের আলোচনাকে ‘বেশ কার্যকর’ বলে মন্তব্য করেছেন পুতিনের সহযোগী উষাকভ। তিনি বলেন, ‘বিশেষ করে ইউক্রেন সংকটের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সরাসরি আলোচনা আবারও শুরু করার সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।’

আরও পড়ুনজেলেনস্কিকে ট্রাম্পের দোষারোপের পরপরই কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ৯২৪ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

রাশিয়ায় ট্রাম্পের দূত, দেখা করেছেন পুতিনের সঙ্গে

তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার জন্য আজ শুক্রবার রাশিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে  তাঁর সাক্ষাৎ হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধের তৎপরতা এরই মধ্যে বেশ অগ্রগতি পেয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। ইতিমধ্যে পুতিনের সঙ্গে দীর্ঘ তিনটি বৈঠক করেছেন স্টিভ উইটকফ। তাঁর চলতি সফরের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হন। ওই হামলার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ‘ভ্লাদিমির, থামুন!’

যদিও যুদ্ধ বন্ধের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন বিভিন্ন বৈঠক চলছে। আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আমি মনে করি, আমরা খুবই কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছাতে আমরা প্রস্তুত রয়েছি। তবে এখনো সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, যেগুলো আরও পরিমার্জন করা প্রয়োজন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

উইটকফের রাশিয়া সফর প্রসঙ্গে লাভরভ বলেন, আলোচনা সঠিক পথে এগোচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলমান থাকবে। আর ট্রাম্পকে নিয়ে তাঁর ভাষ্য—‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্ভবত পৃথিবীর একমাত্র নেতা, যিনি এই পরিস্থিতির মূল কারণটি সমাধানের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়েছেন।’

‘শান্তির জন্য ছাড় দেওয়া লাগতে পারে’

একটি শান্তিচুক্তির জন্য রাশিয়া ছাড়াও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে এমন একটি চুক্তিতে পৌঁছাতে ইউক্রেনকে কিছু ছাড় দেওয়া লাগতে পারে বলে মনে করেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎচকো। আজ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শান্তির জন্য নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

ভিতালি ক্লিৎচকো বলেন, একটি পরিস্থিতি হলো (নিজেদের) ভূখণ্ড (রাশিয়ার কাছে) ছেড়ে দেওয়া। এটি ন্যায্য নয়। তবে শান্তির জন্য, সাময়িক শান্তির জন্য এটি একটি সমাধান হতে পারে। তিনি বলেন, শান্তি অর্জনের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘বেদনাদায়ক সমাধান’ মেনে নিতে হতে পারে। যদিও ইউক্রেনের জনগণ কখনো রাশিয়ার দখলদারি মেনে নেবে না।

এদিকে কিয়েভে রাশিয়ার হামলার পর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে ইউক্রেনে ফিরে এসেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একটি পূর্ণ ও শর্তহীন চুক্তি করতে কিয়েভের পশ্চিমা মিত্র পুতিনের ওপর যথেষ্ট চাপ দিচ্ছেন কি না—সে প্রশ্ন তুলেছেন তিনি। যুদ্ধ বন্ধে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন, সেদিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ওপর শক্তিশালী চাপ বা দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে—এমন কিছু দেখছি না আমি।’

মস্কোয় রুশ সামরিক কর্মকর্তা নিহত

মার্কিন দূত স্টিভ উইটকফের সফরের দিনই আজ মস্কোয় গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। রাজধানীর বালাশিখা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম মাশ অ্যান্ড শট। ওই কর্মকর্তার নাম ইয়ারোস্লাভ মোসকালিক। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ‘মেইন অপারেশনস ডাইরেক্টটরেটের’ উপপ্রধান ছিলেন।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি। ওই কর্মকর্তার পরিচয় বা কী ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে তা জানায়নি রুশ সশস্ত্র বাহিনীও। তবে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে দেশটির সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, একটি গাড়িতে বোমা স্থাপন করা ছিল। ওই সেনা কর্মকর্তা যখন গাড়িটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দূর থেকে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে ইউক্রেন লক্ষ্য করে অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল কিয়েভ। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় কিয়েভের এসভিয়াতোশিনস্কি এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধু ইউক্রেনের প্রতিরক্ষা–সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল ‘রকেটের জ্বালানি ও বারুদ’ তৈরির কারখানাও। আর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘আমরা শুধু সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক বাহিনীর ব্যবহার করা বেসামরিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক: ‘রাশিয়া-যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কাছাকাছি এসেছে’
  • রাশিয়ায় ট্রাম্পের দূত, দেখা করেছেন পুতিনের সঙ্গে