ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীনা নাগরিকরা রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন। মস্কো চীন থেকে চুরি করা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।

কয়েকদিন আগে জেলেনস্কি জানিয়েছিলেন, চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে। তবে চীন দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনা রাষ্ট্রদূত মা শেংকুনকে তলব করেছে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে চীনের জড়িত থাকার বিষয়ে ইউক্রেনের ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, তারা যেন সরকারি চ্যানেলের মাধ্যমে চীন সরকারের কাছে তাদের অনুসন্ধানের বিষয়ে তথ্য পাঠায়।

তিনি বলেন, “আলাদাভাবে আমি ইউক্রেনের নিরাপত্তা সংস্থাকে ড্রোন কারখানায় কাজ করা চীনা নাগরিকদের সম্পর্কে বিস্তৃত প্রকৃতির তথ্য চীনা পক্ষের কাছে হস্তান্তর করতে বলেছি। আমরা বিশ্বাস করি যে রাশিয়া হয়তো চুরি করেছে - চীনা নেতৃত্বের সাথে চুক্তির বাইরে এই নাগরিকদের সাথে একটি চুক্তি করেছে - এই প্রযুক্তিগুলি চুরি করেছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জ সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ 

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বেশি দামের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে বিজিবি। বুধবার দিনব্যাপী লাউরেগড় সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। 

রাত ১০টার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বললেন, ৪০ লাখ টাকার বেশি দামের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করা হয়েছে।  গত এক সপ্তাহে কোটি টাকার বেশি ভারতীয় ফুসকাসহ কসমেটিকস জব্দ করা হয়েছে। 

একেএম জাকারিয়া কাদির আরও বলেন, ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা ভারতীয় ফুসকাসহ অন্যান্য মালামাল আনার চেষ্টা করছে। এ জন্য আমরা টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছি। এ রকম অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. আবুল হাশেমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ