ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইস্টার সানডেতে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী দুই হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। তবে এ সময়ে ইউক্রেনে বিমান হামলার কোনো সতর্কতা দেওয়া হয়নি। এমন অবস্থায় ৩০ দিনের জন্য বেসামরিক স্থাপনায় দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব করেন। তবে ক্রেমলিন আপাতত তাঁর এ প্রস্তাবে সাড়া দেয়নি।

গত শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মানবিক কারণে এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনইস্টারে হামলা বন্ধে নিজের ঘোষণা মানছেন না পুতিন, অভিযোগ জেলেনস্কির২০ এপ্রিল ২০২৫

তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের নিপ্রোপেত্রভস্কের গভর্নর সের্গেই লিসাক বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

সের্গেই লিসাক বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও খাবারের একটি স্থাপনায় আগুন ধরে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনশিগগির অগ্রগতি না হলে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা বাদ দেবে যুক্তরাষ্ট্র১৮ এপ্রিল ২০২৫

অপর দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মিকোলাইভ অঞ্চলের গভর্নর ভিতালি কিম টেলিগ্রামে লিখেছেন, ভোররাতে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে তাঁরা খবর পেয়েছে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনচুক্তির জন্য ‘প্রস্তুত’ পুতিন, ‘যুদ্ধ শুরুর’ জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প১৫ এপ্রিল ২০২৫

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিন মাসেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলে যুক্তরাষ্ট্র কয়েক দিনের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত শুক্রবার তাঁর ওই ঘোষণার পরই পুতিন ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। এর পর থেকে তিন বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র প রস ত

এছাড়াও পড়ুন:

যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত

বরিশালের উজিরপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান চলাকালে সিয়াম মোল্লা (২২) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পেটে গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামে এক কিশোর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত দু’জন সম্পর্কে মামাতো ভাই। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সীমান্ত গ্রাম বাহেরঘাটে এ ঘটনা ঘটে। সিয়াম উজিরপুরের গড়িয়া গ্রামের রিপন মোল্লার ছেলে। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানান, হাসপাতালে আনার পথে সিয়াম মারা যান। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহত আরেক যুবককে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের গোয়েন্দা শাখার লোকজন মাদকবিরোধী অভিযানে গেলে হাতাহাতি হয়। সন্ধ্যার পর যৌথ বাহিনী ফের অভিযানে গেলে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে। তখন আত্মরক্ষায় গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হন।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তাঁর মোটরসাইকেলে তুলে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। 

এ বিষয়ে উজিরপুর থানার ওসিকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আগৈলঝাড়া থানার ওসি জানান, ঘটনাস্থলে র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন। আগৈলঝাড়া থানা পুলিশও ঘটনাস্থলে গেছে। দু’জন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।

সম্পর্কিত নিবন্ধ