যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সমঝোতা স্মারককে একটি চূড়ান্ত খনিজ চুক্তি স্বাক্ষর হওয়ার প্রাথমিক ধাপ বলে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির প্রস্তাবটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। গত ফেব্রুয়ারিতে প্রাকৃতিক সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য দুই দেশের প্রস্তুতি থাকলেও ট্রাম্প এবং ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে হট্টগোল হওয়ার পর তা বিলম্বিত হয়।

বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের মুখ্য উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো লিখেছেন, ‘আমরা আমাদের মার্কিন সহযোগীর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিতে পেরে আনন্দিত।’

সভিরিদেঙ্কো আরও বলেন, বৃহস্পতিবারের সমঝোতা স্মারকটি একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর ও ইউক্রেনকে পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গঠনের পথ প্রশস্ত করেছে।

ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্য হট্টগোল হওয়ার পর কিয়েভের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। অবশেষে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, খনিজ চুক্তিটি সেই প্রচেষ্টার অংশ।

ট্রাম্প বলেছেন, মূল চুক্তিটি আগামী সপ্তাহে স্বাক্ষর হতে পারে। তবে চুক্তিটি কবে নাগাদ স্বাক্ষর হতে পারে, এ ব্যাপারে ইউক্রেনীয় পক্ষ কোনো ইঙ্গিত দেয়নি।

যুক্তরাষ্ট্র নতুন ও আরও বিস্তৃত একটি চুক্তির প্রস্তাব দেওয়ার পর গত সপ্তাহের শেষের দিকে আলোচনার জন্য ইউক্রেনের একটি প্রতিনিধিদল ওয়াশিংটন সফর করে। প্রাথমিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়।

ট্রাম্প এমন একটি চুক্তির জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছেন, যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর বিশেষাধিকার দেবে। একে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনের মেয়াদে ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার প্রতিদান হিসেবে বিবেচনা করছেন ট্রাম্প।

ওভাল অফিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আমরা এখনো বিস্তারিত নিয়ে কাজ করছি।’ আগামী শুক্রবার নাগাদ চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের পর কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আমাদের উদ্দেশ্যগুলো ইতিবাচক ও গঠনমূলক।’

জেলেনস্কি আরও বলেন, মার্কিন পক্ষ থেকে পূর্ণ চুক্তির আগে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র র প রস ত হওয় র প র জন য সমঝ ত

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল রোকেয়ার

কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার সমকালকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। শনিবার দুপুরে মরদেহ পরিবারের করা হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ