টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে এবারের ঈদে নাটক প্রচারিত হয়েছে অনেক কম। প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, গেল কয়েক বছরের তুলনায় এবার অর্ধেকে নেমে এসেছে নাটকের এ সংখ্যা। বরাবরের মতো এবারও বিষয়বস্তুতে প্রেমের গল্পের নাটক প্রাধান্য পেয়েছে বেশি। পারিবারিক গল্পের নাটক অল্পসংখ্যক তৈরি হলেও দর্শকপ্রিয়তায় এগিয়ে ছিল।

প্রচারের পর থেকেই আলোচনায় পারিবারিক গল্পের নাটক ‘তোমাদের গল্প’। সিনেমাওয়ালা নামে ইউটিউবে মুক্তি দেওয়ার পর ১৬ দিনে ১ কোটি ২৫ লাখের বেশি ভিউ হয়েছে। গল্প, অভিনয়শিল্পী ও নির্মাতার প্রশংসা করেছেন মন্তব্যকারীরা। আবু সায়েম নামের একজন লিখেছেন, ‘এই যুগে এত গভীর কাহিনিনির্ভর নাটক আশা করিনি। প্রত্যেক অভিনয়শিল্পী নিখুঁত অভিনয় করেছেন।’ নুর হোসেন নামের একজন লিখেছেন, ‘রক্তের বন্ধন, পারিবারিক বন্ধন নিয়ে টোটাল ৯২ মিনিটের অসাধারণ একটা নাটক! এই ঈদের তো অবশ‍্যই সেরা; আমার দেখা জীবনেরও অন্যতম সেরা একটা নাটক! অনেক নাটক কিংবা সিনেমাতে হয়তোবা মাঝেমধ্যে চোখে পানি এসেছে, কিন্তু এই নাটকে মাঝেমধ্যে তো আসবেই, শেষের দিকে টানা ১০ মিনিটে চোখের পানি ধরে রাখা অনেক কষ্ট হবে যে কারও!’ ৩৪ হাজারের বেশি মন্তব্য এসেছে মন্তব্যের ঘরে।

আরও পড়ুনঈদের আলোচিত ৫ নাটক০১ মে ২০২৩একান্নবর্তী নাটকের একটি দৃশ্য।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন টক

এছাড়াও পড়ুন:

ওয়াক্‌ফ আইনের প্রতিবাদ কেন সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিল মুর্শিদাবাদে

ভারতের সংশোধিত ওয়াক্‌ফ আইনের প্রতিবাদ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে সহিংসতা শুরু হয়েছিল, সোমবার তা অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে বলে পুলিশ দাবি করেছে। তবে পুলিশের দাবির পরে সোমবারই জাফরাবাদ এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরেও ওয়াক্ফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। সেখানেও পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, পুলিশও পাল্টা লাঠি চালিয়েছে।

তবে মুর্শিদাবাদের ঘটনা কীভাবে সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নিল, সেই প্রশ্নই বড় হয়ে সামনে উঠে আসছে।

প্রথম দফায় গত মঙ্গল ও বুধবার এবং দ্বিতীয় দফায় শুক্র ও শনিবার বাংলাদেশে সীমান্তবর্তী সুতি ও সামশেরগঞ্জ এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়েছিল।

এর মধ্যে শনিবার স্পষ্টতই ওই সহিংসতা সাম্প্রদায়িক সংঘর্ষের চেহারা নেয়। সেদিন তিনজনের মৃত্যু হয়েছিল—যাঁদের দুজন হিন্দু ও একজন মুসলমান। রাজ্য পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

ওই দিন রাত থেকেই সুতি ও সামশেরগঞ্জ থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে।

রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুটি থানা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে।

অন্যদিকে উপদ্রুত এলাকায় গিয়েছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পূর্বাঞ্চলীয় প্রধান রভি গান্ধীও। তিনি বলেছেন, রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে সীমান্তরক্ষীরাও টহল দিচ্ছেন।

হিংসা ছড়ানোর অভিযোগে দুই শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে গেছেন চার শর মতো মানুষ। এঁদের বেশির ভাগই হিন্দু বলেও পুলিশ জানিয়েছে।

মালদায় পালিয়েছেন সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামও। ঘরছাড়া ১৭টি পরিবারকে ফিরিয়ে আনা হয়েছে।

সহিংসতার বর্ণনা দিচ্ছেন একজন নারী

সম্পর্কিত নিবন্ধ

  • এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে উর্বশী
  • থিয়েটার আমার প্রথম ভালোবাসা: মারিও ভার্গাস য়োসা
  • ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস
  • রাজশাহীতে বিয়ের দাবিতে এক নারীর অবস্থান নিয়ে সংঘর্ষ, আহত একজনের মৃত্যু
  • সম্পর্কে আধিপত্য
  • আমাকে স্নেহ করা মানুষটি এতো দ্রুত চলে যাবে ভাবিনি: বুবলী
  • মানুষটি এতো দ্রুত চলে যাবেন ভাবিনি: বুবলী
  • আমাকে স্নেহ করা মানুষটি এতো দ্রুত চলে যাবেন ভাবিনি: বুবলী
  • ওয়াক্‌ফ আইনের প্রতিবাদ কেন সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিল মুর্শিদাবাদে