কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামে যে কয়টি হস্তচালিত নলকূপ ছিল, সবগুলোই বিকল হয়ে গেছে। একটি দিয়েও এখন আর পানি উঠে না বলে জানিয়েছেন স্থানীয়রা। গত কয়েক বছর চৈত্রমাস পর্যন্ত পানি পাওয়া গেলেও এ বছর ফাল্গুন মাসের শুরু থেকেই নলকূপে পানি উঠছে না। এমন অবস্থায় গ্রামের লোকজন যাদের সাবমারসিবল পাম্প রয়েছে সেখানে ঘটিবাটি-কলস নিয়ে ভিড় করছেন। পুরো রমজান মাসে একটু খাবার পানির জন্য চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।

কোনামাটি গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়া বলেন, ‘‘চার থেকে পাঁচ মাস আগে বাড়িতে নলকূপ বসিয়েছি। মাত্র এক-দেড় মাস পানি পেয়েছি। কিন্তু, ফাল্গুন মাস থেকে নলকূপ দিয়ে আর পানি উঠছে না।’’

একই অবস্থা গ্রামের আব্দুল আউয়াল, রেখা আক্তার ও ফাতেমা আক্তারের। বৃদ্ধা ফাতেমা আক্তার জানান, ধারদেনা করে নলকূপ বসিয়েছেন। পানি না উঠায় নলকূপের মাথা খুলে রেখেছেন তিনি। এখন একটু খাবার পানির জন্য দূর-দূরান্তে যেতে হয়।

আরো পড়ুন:

ময়মনসিংহে বন্যা
ভারত সীমান্তবর্তী ৫০ গ্রাম প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ৭ শতাধিক মানুষ

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডে স্থানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, কিশোরগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো দিয়ে আর পানি উঠছে না। ফলে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। শুধু দুই উপজেলা নয়, জেলার সব উপজেলাতেই কমবেশি পানির সঙ্কট দেখা দিয়েছে।

সরেজমিনে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে পানির হাহাকার দেখা গেছে। সামর্থ্যবানরা সাবমারসিবল পাম্প বসিয়ে দুর্ভোগ কিছুটা লাঘব করলেও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শুধু উজানে নয়, হাওরাঞ্চলের লোকজনও ভুগছেন খাবার পানির সঙ্কটে।

করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, ‘‘ইউনিয়নের সব অগভীর নলকূপ বিকল অবস্থায় রয়েছে। এতে খাবার পানির সংকটের পাশাপাশি সেচ কার্যক্রমও ব্যহত হচ্ছে।’’

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় জানিয়েছে, পানির স্তর ২৬ ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি উঠে না। আর ৩০ ফুটের নিচে নেমে গেলে মোটর দিয়েও পানি তোলা যায় না। কিশোরগঞ্জের বিভিন্ন  উপজেলায় পানির স্তর ৩০ থেকে ৩৫ ফুটের মধ্যে। বর্তমানে এই স্তর অনেক স্থানে ৩৭ থেকে ৪০ ফুটে নেমে গেছে। বৃষ্টি না হলে পানির স্তর আরো নিচে নামবে। তাতে নলকূপে পানি না উঠার আশঙ্কাই বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষিকাজে মাটির নিচের পানি অতিরিক্ত ব্যবহার, বৃষ্টি না হওয়া ও অপরিকল্পিত সাবমারসিবল পাম্প স্থাপনের কারণে পানির স্তরকে আরো নিচে নামিয়ে দিচ্ছে।

এ বিষয়ে গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো.

শাহাদাত হোসেন বলেন, ‘‘ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে আমাদের দেশের শহর ও গ্রামে পানির তীব্র সঙ্কট দেখা দেয়। তখন ৩০০ থেকে ৩৫০ ফুট নিচ থেকেও পানি উঠে না। ফলে অনেকে ৫০০-৬০০ ফুটের সাবমারসিবল পাম্প বসান। পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় এ সঙ্কট দেখা দিয়েছে। আমাদের ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। নদ-নদী খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। নইলে ভবিষ্যতে এ সঙ্কট আরো তীব্র হবে।’’

কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, ‘‘জেলায় গভীর-অগভীর মিলিয়ে অন্তত ৬০ থেকে ৭০ হাজার নলকূপ রয়েছে। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক নলকূপে পানি উঠছে না বলে আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু, এর নির্দিষ্ট সংখ্যা আমাদের কাছে নেই।’’

তিনি আরো বলেন, ‘‘কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় সুপেয় পানির সঙ্কট বেশি। পানির স্তর নিচে নেমে যাওয়া, কৃষিকাজে মাটির নিচের পানি বেশি ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এই সঙ্কট দেখা দিয়েছে। এর সাময়িক সমাধান হচ্ছে সাবমারসিবল পাম্প। আমরা সাময়িক সমাধান নিয়ে কাজ করছি। স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

ঢাকা/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ ব প ন দ বস ক শ রগঞ জ সদর আম দ র নলক প

এছাড়াও পড়ুন:

স্ত্রী-ছেলেসহ তিন খুনের দায় স্বীকার, ১০ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার মো. ইয়াসিন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। শনিবার বিকেলে তাকে তোলা হয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেলায়েত হোসেনের আদালতে। সেখানে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ময়লার স্তূপ খুঁড়ে ইয়াসিনের স্ত্রী লামিয়া আক্তার (২২), চার বছরের ছেলে আব্দুল্লাহ ওরফে রাফসান লাবিব ও লামিয়ার বড় বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই এলাকাবাসী ইয়াসিনকে (২৪) ধরে পুলিশে দেন। সে মিজমিজি দক্ষিণপাড়ার মো. দুলালের ছেলে। আগে ইয়াসিন ব্যাটারিচালিত রিকশা চালাত। পুলিশ জানিয়েছে, ছিঁচকে চোর ও মাদকাসক্ত হিসেবেও পরিচিত সে।
শুক্রবার রাতেই লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে ইয়াসিন ছাড়াও তার বাবা মো. দুলাল (৫০) ও বোন মোসা. শিমুকে (২৭) আসামি করা হয়েছে। মুনমুন জানিয়েছেন, লামিয়া সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ৫ বছর আগে ইয়াসিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বড় বোন স্বপ্নাও লামিয়ার সঙ্গে পশ্চিমপাড়ার ভাড়া বাসায় থাকতেন। ৭ এপ্রিল দুপুরে ওই বাসায় বোনদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাদের মুঠোফোনটি বন্ধ ছিল।

মামলায় মুনমুন উল্লেখ করেছেন, মাদকাসক্ত ইয়াসিন কোনো কাজ করত না। প্রায় সময় টাকার জন্য লামিয়াকে মারধর করত ও হত্যার হুমকি দিত।

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার ইয়াসিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সম্পর্কিত নিবন্ধ