সাত বছর পর পুনরায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোমবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ফটোকার্ড পোস্ট করে এই দুঃসংবাদ জানান এই লেখক-পরিচালক। 

তাহিরা কাশ্যপ লেখেছেন, “সাত বছর ধরে নিয়মিত চিকিৎসা ও স্ক্রিনিং চলেছে। আমি পরবর্তী জার্নির সঙ্গেও যেতে চাই। নিয়মিত ম্যামোগ্রাম করানো প্রয়োজন এবং সকলের জন্য একই পরামর্শ দিতে চাই। আমার এটি দ্বিতীয় রাউন্ড।”

ফটোকার্ডের ক্যাপশনে তাহিরা কাশ্যপ লেখেন, “জীবন তোমাকে যখন লেবু দেবে, তখন তা দিয়ে শরবত বানাও। জীবন যখন খুব উদার হয়ে ওঠে এবং আপনি আবারো একটি লেবু পান; তখন ঠান্ডামাথায় তা আপনার পানীয়তে যুক্ত করে নিয়ে ভালো উদ্দেশ্যে তাতে চুমুক দিন। কারণ এটি একটি ভালো পানীয় এবং আপনি জানেন যে আপনি আবারো সেরাটা দেবেন। বিদ্রূপাত্মক হোক বা না হোক, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার যথাসাধ্য চেষ্টা করি।”

আরো পড়ুন:

সালমান মুক্তাদির আর নাসিরের নাম উল্লেখ করে প্রভার পোস্ট!

মাকে হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ

আয়ুষ্মান খুরানা সবসময় স্ত্রীর পাশে আছেন। মানসিক শক্তি যুগিয়ে এ অভিনেতা তাহিরার পোস্টে লেখেন, “আমার নায়ক।” এর সঙ্গে লাল রঙের একটি হৃদয়ের ইমোজি দেন। তা ছাড়াও অভিনেত্রী টুইঙ্কেল খান্না, সোনালি বেন্দ্রে, সিরাত কাপুরসহ অনেকে মন্তব্য সাহস তাহিরাকে সাহস যুগিয়েছেন।  

আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও বাটার শোরুমে ভাঙচুর

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার কয়েকটি শোরুমে ভাঙচুর করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট এবং দরগাগেইট, জিন্দাবাজার, বন্দরবাজার এলাকার বাটার শোরুমে ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় উত্তেজিত জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আরেকদল বিক্ষুব্ধ জনতা নগরীর দরগাগেইট এলাকায় জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর চালায়। একই সময়ে বন্দরবাজার, জিন্দাবাজার এলাকায়ও বাটার দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যলা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে বিক্ষুব্ধ জনতা মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 
 

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ