৭ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত তাহিরা
Published: 7th, April 2025 GMT
সাত বছর পর পুনরায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোমবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ফটোকার্ড পোস্ট করে এই দুঃসংবাদ জানান এই লেখক-পরিচালক।
তাহিরা কাশ্যপ লেখেছেন, “সাত বছর ধরে নিয়মিত চিকিৎসা ও স্ক্রিনিং চলেছে। আমি পরবর্তী জার্নির সঙ্গেও যেতে চাই। নিয়মিত ম্যামোগ্রাম করানো প্রয়োজন এবং সকলের জন্য একই পরামর্শ দিতে চাই। আমার এটি দ্বিতীয় রাউন্ড।”
ফটোকার্ডের ক্যাপশনে তাহিরা কাশ্যপ লেখেন, “জীবন তোমাকে যখন লেবু দেবে, তখন তা দিয়ে শরবত বানাও। জীবন যখন খুব উদার হয়ে ওঠে এবং আপনি আবারো একটি লেবু পান; তখন ঠান্ডামাথায় তা আপনার পানীয়তে যুক্ত করে নিয়ে ভালো উদ্দেশ্যে তাতে চুমুক দিন। কারণ এটি একটি ভালো পানীয় এবং আপনি জানেন যে আপনি আবারো সেরাটা দেবেন। বিদ্রূপাত্মক হোক বা না হোক, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার যথাসাধ্য চেষ্টা করি।”
আরো পড়ুন:
সালমান মুক্তাদির আর নাসিরের নাম উল্লেখ করে প্রভার পোস্ট!
মাকে হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ
আয়ুষ্মান খুরানা সবসময় স্ত্রীর পাশে আছেন। মানসিক শক্তি যুগিয়ে এ অভিনেতা তাহিরার পোস্টে লেখেন, “আমার নায়ক।” এর সঙ্গে লাল রঙের একটি হৃদয়ের ইমোজি দেন। তা ছাড়াও অভিনেত্রী টুইঙ্কেল খান্না, সোনালি বেন্দ্রে, সিরাত কাপুরসহ অনেকে মন্তব্য সাহস তাহিরাকে সাহস যুগিয়েছেন।
আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।
নিহত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।
খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শিক্ষক দিদারুল হক বাইরে থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। তখন বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে গিয়ে দিদারুল হকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন ,বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।