ঢাকা     শনিবার   ১২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৯ ১৪৩১

৭ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত তাহিরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৭ এপ্রিল ২০২৫  
৭ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত তাহিরা

স্বামী আয়ুষ্মান খুরানার সঙ্গে তাহিরা কাশ্যপ

সাত বছর পর পুনরায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোমবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ফটোকার্ড পোস্ট করে এই দুঃসংবাদ জানান এই লেখক-পরিচালক। 

তাহিরা কাশ্যপ লেখেছেন, “সাত বছর ধরে নিয়মিত চিকিৎসা ও স্ক্রিনিং চলেছে। আমি পরবর্তী জার্নির সঙ্গেও যেতে চাই। নিয়মিত ম্যামোগ্রাম করানো প্রয়োজন এবং সকলের জন্য একই পরামর্শ দিতে চাই। আমার এটি দ্বিতীয় রাউন্ড।”

ফটোকার্ডের ক্যাপশনে তাহিরা কাশ্যপ লেখেন, “জীবন তোমাকে যখন লেবু দেবে, তখন তা দিয়ে শরবত বানাও। জীবন যখন খুব উদার হয়ে ওঠে এবং আপনি আবারো একটি লেবু পান; তখন ঠান্ডামাথায় তা আপনার পানীয়তে যুক্ত করে নিয়ে ভালো উদ্দেশ্যে তাতে চুমুক দিন। কারণ এটি একটি ভালো পানীয় এবং আপনি জানেন যে আপনি আবারো সেরাটা দেবেন। বিদ্রূপাত্মক হোক বা না হোক, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার যথাসাধ্য চেষ্টা করি।”

আরো পড়ুন:

আয়ুষ্মান খুরানা সবসময় স্ত্রীর পাশে আছেন। মানসিক শক্তি যুগিয়ে এ অভিনেতা তাহিরার পোস্টে লেখেন, “আমার নায়ক।” এর সঙ্গে লাল রঙের একটি হৃদয়ের ইমোজি দেন। তা ছাড়াও অভিনেত্রী টুইঙ্কেল খান্না, সোনালি বেন্দ্রে, সিরাত কাপুরসহ অনেকে মন্তব্য সাহস তাহিরাকে সাহস যুগিয়েছেন।  

আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়