গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
Published: 5th, April 2025 GMT
গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো.
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একই দড়িতে ঝুলছিল মা-ছেলের লাশ
ঝালকাঠির নলছিটির রায়াপুর এলাকায় একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত নারীর নাম রুবি বেগম। তিনি ওই এলাকার আবু হানিফের দ্বিতীয় স্ত্রী। ছেলেটির নাম মো. আসাদ। ঘটনাটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হতে পারে।
নলছিটি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানায়, নিহতের কারণ জানতে তদন্ত চলছে।