গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/এস