রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার দাবি করেছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের ১৪টি নিশানায় হামলা চালানো হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা না চালাতে সম্মত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব দাবি করেছে। এতে বলা হয়েছে, ‘ড্রোন ও কামানের গোলা ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর একতরফাভাবে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন।’

বিবৃতি অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ার ব্রায়ানস্ক, বেলগোরোদ, স্মোলেনস্ক, লিপেটস্ক এবং ভোরোনেজ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের ভূখণ্ড লুহানস্ক ও খেরসনেও হামলা হয়েছে।

এসব হামলার কথাবার্তা সংস্থা রয়টার্স আলাদা করে যাচাই করে দেখতে পারেনি।

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, ১৮ মার্চ থেকে তারা রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রেখেছে।

আরও পড়ুনরাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ ১৪ জন নিহত১৬ ঘণ্টা আগে

পরস্পরের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিন হামলা না চালাতে গত মাসে সম্মত হয়েছিল রাশিয়া-ইউক্রেন। কিন্তু এর পর থেকে উভয় দেশ ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায়। এটা তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই ক্ষমতা গ্রহণ করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। যুদ্ধ বন্ধের অংশ হিসেবে গত মাসে মস্কো ও কিয়েভের মধ্যে ৩০ দিন মেয়াদি ওই চুক্তিতে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

আরও পড়ুনরাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ০৪ এপ্রিল ২০২৫

আজ আলাদাভাবে রাশিয়ার দুটি অঞ্চলের কর্তৃপক্ষ স্থানীয় শিল্প অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ করেছে।

গতকাল শুক্রবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কিন্তু এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়া অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে।

আরও পড়ুনইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া০২ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র অবক ঠ ম ত ত হয় ছ

এছাড়াও পড়ুন:

‘১৩০ কিলোমিটার এসেছেন ৫০০ টাকায়, ঢাকায় ৬ কিলোমিটার রাস্তার ভাড়াও চায় ৫০০’

ঈদের লম্বা ছুটি শেষে আজ রোববার থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। রাস্তায় যানজট তেমন না থাকলেও গণপরিবহন–সংকট ও বাড়তি ভাড়া গুনে কর্মস্থলে যেতে হয়েছে ঢাকাবাসীকে।

টেকনিক্যাল মোড়ে দাঁড়ানো ইমতিয়াজ আহমেদ নামের এক যাত্রী বলেন, তিনি ধানমন্ডি যাবেন। কিন্তু পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এক ঘণ্টা ধরে। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বাসে ১৩০ কিলোমিটার পথ পার করে এসেছি ৫০০ টাকায়। অথচ এখান থেকে ধানমন্ডি ৬ কিলোমিটার রাস্তার ভাড়া চাচ্ছে ৫০০ টাকা। তাই দাঁড়িয়ে আছি।’

সকাল ১০টার দিকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায় এমন চিত্র। একই রকম ভোগান্তিতে পড়েছেন টঙ্গী, আবদুল্লাহপুর, মহাখালী হয়ে রাজধানীতে প্রবেশ করা যাত্রীরাও।

সিএনজিচালিত অটোরিকশা, লোকাল বাসচালক ও যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রীর চাপে গণপরিবহন–সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ঢাকার বিমানবন্দর এলাকায় যানজট থাকায় উত্তরের জেলাগুলো থেকে আসা যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।

যাত্রীরা অভিযোগ করেন, পরিবহন–সংকটকে পুঁজি করে বাড়তি ভাড়া আদায় করছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলগুলো।

মিরাজ উদ্দিন নামের একজন যাত্রী বলেন, তিনি জয়পুরহাট থেকে এসেছেন। রাজধানীর রামপুরা যাবেন। গাবতলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন এক ঘণ্টা থেকে। হাতে ব্যাগ থাকায় লোকাল বাসে উঠতে পারছেন না বলে জানান মিরাজ। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলগুলোও অনেক বেশি ভাড়া দাবি করছে, বলেন তিনি। কেউ কোনো নিয়ম মানছে না বলে অভিযোগ করেন মিরাজ।

সিএনজিচালিত অটোরিকশার এক চালক জানান, যাত্রীর অনেক চাপ। আবার রাস্তায় কোথাও কোথাও যানজট আছে। যানজটের কারণে গাড়ি আসছে না। তাই চালকেরা বেশি ভাড়া দাবি করছেন। তবে সব চালক বাড়তি ভাড়া আদায় করছেন না।

কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনের অপেক্ষায় যাত্রীরা। আজ সকাল ৯টার দিকে তোলা

সম্পর্কিত নিবন্ধ