আবেগি বার্তায় ম্যানসিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনির
Published: 4th, April 2025 GMT
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম মিডফিল্ডার। মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় সিটিজেন শিবিরে তার এক দশকের পথচলার ইতি হচ্ছে।
ডি ব্রুইনি তার পোস্টে লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার। এই পোস্ট দেখে ভক্তরা ভাবতে পারেন, এর শিরোনাম কোথায়। আমি তাই সোজাসাপ্টা কথা বলছি। সকলকে জানিয়ে দিচ্ছি যে, সামনের মাসগুলো ম্যানসিটির হয়ে আমার শেষ।
এই বার্তা লেখা সহজ নয়। কিন্তু ফুটবলার হিসেবে আমরা জানি যে, এই দিনটা আসবেই। আজ সেই দিনের সামনে দাঁড়িয়ে আমি। এই ঘোষণা আমার থেকে প্রথম শোনা ভক্তদের অধিকারও। এই শহর, ক্লাব, এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে এবং আমরাও সবকিছু জিতেছি।
আমার ভালো লাগুক না লাগুক, এটাই বিদায় বলার সেরা সময়। এই শহর আমার পরিবারকে যা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ থাকব। ম্যানচেস্টার সবসময় আমার বাচ্চাদের পার্সপোর্টে থাকবে এবং তার চেয়ে বড় কথা এই শহর থাকবে আমাদের হৃদয়ে। ১০ বছরের যাত্রায় এই শহর, ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ, বন্ধুরা যা দিয়েছ একটা ধন্যবাদে তা বোঝানো যাবে না। সবকিছুর একটা শেষ থাকে। কেভিন ক্লাবে বাকি সময়টা উপভোগ করো।’
ডি ব্রুইনির সঙ্গে ম্যানসিটি চুক্তি নবায়ন করছে না। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। কিন্তু গত কয়েক মৌসুম ধরে ইনজুরি পিছু ছাড়েনি তার। সেটাই তার চুক্তি নবায়ন না হওয়ার কারণ। সংবাদ মাধ্যম দাবি করেছে, ফ্রি এজেন্টে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার নয়তো সৌদি প্রো লিগে যাবেন ডি ব্রুইনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ফ টবল দলবদল এই শহর ব র ইন
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব