ইউক্রেনের আরেকটি গ্রাম দখলে নিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। দখলে নেওয়া গ্রামটির নাম রোজলিভ। এটি ইউক্রেনের পূর্ব দিকের দোনেৎস্ক প্রশাসনিক অঞ্চলের একটি গ্রাম। গ্রামটি দখল নেওয়ায় অঞ্চলটিতে রুশ সেনাদের পশ্চিমমুখী অগ্রযাত্রা আরেকটু অগ্রসর হলো।

রোজলিভ দখলে নেওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে দেশটির সেনাবাহিনী বলেছে, রোজলিভ ও প্রতিবেশী কোস্টিয়ানটিনোপিল গ্রামে পাঁচবার হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে গতকাল সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ওই অঞ্চলে তিনটি লড়াই চলছে।

উল্লিখিত তথ্যের কোনোটিই স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

ডিপ স্টেট নামে ইউক্রেনের একটি ব্লগ রয়েছে, যারা উন্মুক্ত উৎস ব্যবহার করে প্রায় এক হাজার কিলোমিটারের সম্মুখসারির (ফ্রন্ট লাইন) তথ্য হালনাগাদ করার কাজ করে। তারা জানায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রোজলিভ গ্রামের কাছাকাছি চলে এসেছে রুশ সেনারা। অন্যদিকে টরেটস্ক নামক গ্রামেও ব্যাপক লড়াইয়ের খবর দিয়েছে ব্লগটি।

রোজলিভ হলো পোকরোভস্ক শহরের দক্ষিণের একটি গ্রাম। ইউক্রেনের রান্নার কয়লা তৈরির একমাত্র খনি পোকরোভস্ক শহরে অবস্থিত। শহরটি দখলে নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছিলেন রুশ সেনারা। সম্প্রতি তাঁরা কাছাকাছি চলে আসায় খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলার শুরুতে রাজধানী কিয়েভ দখলে নেওয়াই ছিল রাশিয়ার লক্ষ্য। কিন্তু কয়েক সপ্তাহের মাথায় সেই পরিকল্পনা বাতিল করে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলের প্রশাসনিক অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক দখলে নেওয়ার দিকে মনোনিবেশ করেন রুশ সেনারা।

ওই দুই অঞ্চলের বড় অংশ বর্তমানে রাশিয়ার দখলে। রুশভাষী অঞ্চল দুটিতে গণভোট দিয়ে নিজেদের পার্লামেন্টে আইন পাস করে তা নিজেদের ভূখণ্ডের অংশ করে নিয়েছে রাশিয়া।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে একমাত্র আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেই হতে পারে আসরটি।  বৃহস্পতিবার বেলজিয়ামের বেলগ্রেডে উয়েফার এক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

তিনি আরও জানান, ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ও কনকাকাফ অঞ্চলের কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। সেই আসরে ৪৮ দল অংশ নিতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, ২০৩১ বিশ্বকাপ যদি আমেরিকা মহাদেশে হয়, তাহলে ২০৩৫ সালের আসর ইউরোপ বা আফ্রিকায় আয়োজন করতে হবে। আয়োজক হওয়ার দৌড়ে স্পেন, মরক্কো ও পর্তুগালের নাম শোনা গেলেও তারা শেষ পর্যন্ত বিড জমা দেয়নি। ৩১ মার্চ ছিল বিড জমা দেওয়ার শেষ সময়, যেখানে একমাত্র যুক্তরাজ্যই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।  

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করছি যে ২০৩১ (যুক্তরাষ্ট্র) ও ২০৩৫ (যুক্তরাজ্য) বিশ্বকাপের জন্য আমরা একটি করে বৈধ বিড পেয়েছি।’  

বিবিসি জানিয়েছে, ২০৩৫ বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক বিড এ বছরই জমা দিতে হবে। এরপর ২০২৬ সালে ফিফার সভায় ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ