যার কবরে নেমে রাসুল (সা.) লাশ দাফন করেন
Published: 29th, March 2025 GMT
আরব উপদ্বীপের আস-সারাত অঞ্চলে জন্মগ্রহণ করেন উম্মু রুমান বিনতে আমির। তাঁর বিয়ে হয় আবদুল্লাহ ইবনুল হারিস ইবনে সাখবারার সঙ্গে। এই বিয়েতে তুফাইল ইবনে আবদিল্লাহ নামের এক পুত্রসন্তান জন্মগ্রহণ করেন উন্মু রুমানের ঘরে। (তাবাকাতে ইবনে সাদ, ৮/১৯৩)
আবদুল্লাহ ইবনুল হারিসের স্বপ্ন ছিল কাবার প্রতিবেশী হওয়া। স্ত্রী সন্তান নিয়ে তিনি বসতি স্থাপন করেন কাবায়। সেই যুগের নিয়ম ছিল, বাইরের কেউ যদি মক্কায় এসে থাকতে চায়, তাহলে স্থানীয় কারও সঙ্গে মৈত্রী চুক্তি করতে হবে। নিয়ম অনুযায়ী আবদুল্লাহ ইবনুল হারিস মৈত্রী চুক্তি করেন আবু বকরের (রা.
কিছুদিন যেতে না যেতে আবদুল্লাহ ইবনুল হারিস ইন্তেকাল করেন। উম্মু রূমানের কাছে মক্কা ছিল ‘বিদেশ’। এখানে তাঁর আত্মীয় নেই, পরিচিত কেউ নেই। স্বামী হারিয়ে ছোট সন্তান নিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন তিনি। ঠিক সেই সময় তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আবু বকর (রা.)। বিধবা উম্মু রুমানকে বিয়ে করে তিনি তাঁর সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। (তাবাকাতে ইবনে সাদ, ৮/১৯৩)
রাসুল (সা.) ইসলাম প্রচার করলে পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর (রা.)। স্বামীর ইসলাম গ্রহণের পর স্ত্রী উম্মু রুমানও ইসলাম গ্রহণ করেন। আবু বকর-উম্মু রুমানের ঘরে দুজন সন্তান জন্মগ্রহণ করে। একজন আবদুর রহমান, আরেকজন আয়িশা (রা.)। নবীজি আয়িশাকে (রা.) বিয়ে করলে উম্মু রুমান রাসুলের শাশুড়ি হওয়ার মর্যাদালাভ করেন।
আরও পড়ুনসাহসী সাহাবি হজরত যুবাইর (রা.)০৭ ফেব্রুয়ারি ২০২৫রাসুল (সা.) মদিনায় হিজরত করার পর তাঁর ও আবু বকরের (রা.) পরিবার মক্কায় থেকে যায়। তাঁদের মদিনায় নিয়ে যেতে তিনি যায়িদ ইবনে হারিসা ও আবু রাফির (রা.) মাকে প্রেরণ করেন। তাঁরা দুজন উভয় পরিবার নিয়ে মদিনায় হিজরত করেন। (বালাজুরি, আনসাব আল-আশরাফ: ১/২৬৯-২৭০)
উম্মু রুমান (রা.) ছেলে-মেয়েকে নিয়ে মদিনায় বনু হারিস গোত্রে অবস্থান করেন। (সহিহ বুখারি: ৩৮৯৪) সেখানে প্রায় ৭-৮ মাস অবস্থান করেন। তিনি নিজেই সংসারের দায়-দায়িত্ব কাঁধে নেন। পরিবারের জন্য, মেহমানের জন্য রান্না করতেন। আবু বকর (রা.) আহসুল সুফফার কয়েকজন সদস্যকে তাঁর বাড়িতে খেতে পাঠাতেন। বাড়িতে তখন উম্মু রূমান ও তাঁর ছেলে আবদুর রহমান (রা.)। মেহমানদের নিয়ে খাবার খেতে গিয়ে দেখা যায় আল্লাহ অভাবনীয় বরকত দান করেছেন। খাবার পূর্বের চেয়ে বেশি হয়ে গেছে। প্রায় তিনগুণ বেশি। আবু বকর (রা.) অবশিষ্ট খাবার রাসুলের কাছে নিয়ে যান। (সহিহ বুখারি, হাদিস: ৬০২)
৬ হিজরিতে উম্মু রুমান (রা.) ইন্তেকাল করেন। রাসুল (সা.) মাত্র পাঁচজন ব্যক্তির কবরে নেমে তাঁদের লাশ শায়িত করেন। উম্মু রুমান(রা.), যিনি রাসুলের শাশুড়ি, তিনি ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন। তাঁকে কবরে নামানোর সময় নবীজি এই বলে দোয়া করেন, ‘আল্লাহ, উম্মু রুমান আপনার এবং আপনার রাসুলের সন্তুষ্টির জন্য যা কিছু সহ্য করেছেন তা তো আপনার কাছে গোপন নেই।’ তিনি আরো বলেন, ‘তোমাদের কেউ যদি জান্নাতের হুর দেখে খুশি হতে চায়, সে যেন উম্মু রুমানকে দেখে।’
আরও পড়ুনইসলামের শত্রু আবু জাহেলের মা আসমা (রা.) সাহাবি ছিলেন ১০ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল ল হ ইবন ল হ র স ন কর ন মদ ন য় ইসল ম
এছাড়াও পড়ুন:
বাজারে এল সুগার ফ্রি নতুন পানীয় ‘ক্লেমন জিরো’
বর্তমানে সব বয়সী মানুষের মধ্যেই স্বাস্থ্যসচেতনতার প্রবণতা বাড়ছে। বিশেষ করে খাবার ও কোমল পানীয়র (সফট ড্রিংকস) বিষয়ে অনেকেই এখন আরও বেশি সচেতন। অতিরিক্ত চিনি এড়িয়ে চলার কারণে অনেকেই সফট ড্রিংকস থেকে দূরে থাকেন। এই পরিবর্তিত অভ্যাস ও চাহিদার কথা মাথায় রেখেই দেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ক্লেমন বাজারে এনেছে নতুন ভেরিয়েন্ট ‘ক্লেমন জিরো’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লেমন জিরো একটি সুগার ফ্রি, জিরো ক্যালরির ক্লিয়ার ড্রিংক, যা বিশেষভাবে স্বাস্থ্যসচেতন, ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের পাশাপাশি ডায়াবেটিক রোগীদের সফট ড্রিংকসের চাহিদার উপযোগী সমাধান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা নিয়মিত জিম, ইয়োগা বা অন্যান্য ফিটনেস রুটিন অনুসরণ করেন, তাদের জন্যও ক্লেমন জিরো হতে পারে মানানসই ড্রিংকস।
নতুন এই ভেরিয়েন্ট বাজারজাতকরণের অংশ হিসেবে ক্লেমন জিরো যাত্রা শুরু করেছে একটি পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে।