খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অকৃপণ হলেও কোচের বেলায় চিত্রটা ভিন্ন। এ কারণেই শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে বেশি বেতনের কোচের তালিকা করলে কার্লো আনচেলত্তি অনেক নিচের দিকেই থাকেন। ফরাসি পত্রিকা লেকিপের তালিকায় এখানে সবার চেয়ে এগিয়ে আতলেতিকো মাদ্রিদ। দলটির কোচ দিয়েগো সিমিওনের বেতন যে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি। তাঁর পরই আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

প্রিমিয়ার লিগ

স্বাভাবিকভাবেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার বেতন কোচদের মধ্যে সবার চেয়ে বেশি। তালিকার তিন নম্বরে আছেন এভারটনের কোচ ডেভিড ময়েস।

লা লিগা

রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও বার্সেলোনার হান্সি ফ্লিককে পেছনে ফেলে সবার ওপরে আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে।

সিরি আ

ইতালির ক্লাবগুলোর মধ্যে কোচকে সবচেয়ে বেশি বেতন দেয় নাপোলি। আতালান্তাও অনেক নামিদামি ক্লাবের চেয়ে তাদের কোচকে বেশি বেতন দিচ্ছে।

ফ্রেঞ্চ লিগ আঁ

স্বাভাবিকভাবেই পিএসজি তাদের কোচকে অন্য ক্লাবগুলোর চেয়ে বেশি বেতন দেয়।

বুন্দেসলিগা

কোচ হিসেবে নামটা খুব বড় না হলেও তিনি যে বুন্দেসলিগার সবচেয়ে বড় আর সফল ক্লাবে আছেন। এ কারণেই বুন্দেসলিগার কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন ভিনসেন্ট কোম্পানির।

শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

পায়ে তেল মালিশে দূর হবে ঘুমের সমস্যা

ব্যস্ত জীবন এবং নানামুখী চাপের কারণে অনেকেরই রাতে ভালোভাবে ঘুম হয় না। এর ফলে সারাদিন ঝিমঝিম লাগে, কাজে মনোযোগের ঘাটতি হয়। কেউ কেউ ঘুম না আসায় গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। 

সুস্থ জীবনযাপনের জন্য মানসিক চাপ কমানো এবং শান্তিপূর্ণ ঘুম খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও পর্যাপ্ত ঘুমানোর পরামর্শ দেন। যারা ক্লান্তি, পায়ে ব্যথা, অনিদ্রা এবং মানসিক চাপের সমস্যায় ভুগছেন রাতে ঘুমানোর আগে তারা পায়ের তলায় ভালোভাবে ম্যাসাজ করতে পারেন। এই পদ্ধতি ভালো ঘুমের সহায়ক হবে।  

বিশেষজ্ঞদের মতে, রাতে পর্যাপ্ত ঘুম না হলেও, পায়ের তলায় তেল মালিশ করলে ভালো ঘুম হয়। পা মালিশ করলে শরীরে রক্ত ​​সঞ্চালন উন্নত হয়, যার ফলে শরীর আরাম বোধ করে। তবে কোন তেল পা মালিশের জন্য সবচেয়ে ভালো তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।

তিলের তেল

মানসিক চাপ এবং অনিদ্রা দূর করতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন এই তেল দিয়ে পায়ের তলায় ম্যাসাজ করুন। এতে থাকা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন হরমোন বাড়ায়, যা এক ধরনের সুখ হরমোন। এই তেল দিয়ে পা মালিশ করলে মুড ভালো হয়। এর ফলে ঘুমও ভালো হয়। 

সরিষার তেল
আয়ুর্বেদে সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলেও বলা হয়েছে। এই তেল দিয়ে পায়ে মালিশ করলে পেশি শিথিল হয় এবং রক্ত ​​সঞ্চালনের গতি উন্নত হয়। যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন পায়ে হালকা গরম সরিষার তেল দিয়ে ম্যাসাজ করলে আরাম বোধ করবেন। এই পদ্ধতি উদ্বেগ এবং মানসিক চাপ দূর করতেও সহায়ক বলে বিবেচিত হয়।

ল্যাভেন্ডার তেল
এই তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি পায়ের ম্যাসাজের জন্য ব্যবহার করলে বেশ আরাম পাওয়া যাবে। এই পদ্ধতি উদ্বেগ, মানসিক চাপ এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। অনিদ্রা দূর করার জন্য এটি অন্যতম সেরা প্রাকৃতিক চিকিৎসা। এর পাশাপাশি, যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি প্রতিকার হিসেবেও বিবেচিত। এই পদ্ধতি রক্ত ​​সঞ্চালন উন্নত করে।

নারকেল তেল
নারকেল তেল দিয়ে পায়ের ম্যাসাজ করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং উদ্বেগ, বিষণ্ণতা এবং মাসনিক চাপের মতো সমস্যা থেকে মুক্তি পায়। এর পাশাপাশি, পেশি বা পায়ে ব্যথা থাকলে এই তেল লাগালে অনেক আরাম পাওয়া যাবে।

বাদাম তেল
বাদাম তেল দিয়ে পায়ের ম্যাসাজ করলে মানসিক চাপ দূর হয় এবং বিষণ্ণতা কাটিয়ে ওঠা যায়। মানসিক শান্তির জন্য, প্রতিদিন এই তেল দিয়ে আপনার পায়ের তলায় ম্যাসাজ করুন। এতে উপকার পাবেন।
সূত্র: ইন্ডিয়া টিভি

সম্পর্কিত নিবন্ধ