গার্দিওলা, সিমিওনে, আনচেলত্তিদের কার বেতন কত
খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অকৃপণ হলেও কোচের বেলায় চিত্রটা ভিন্ন। এ কারণেই শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে বেশি বেতনের কোচের তালিকা করলে কার্লো আনচেলত্তি অনেক নিচের দিকেই থাকেন। ফরাসি পত্রিকা লেকিপের তালিকায় এখানে সবার চেয়ে এগিয়ে আতলেতিকো মাদ্রিদ। দলটির কোচ দিয়েগো সিমিওনের বেতন যে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি। তাঁর পরই আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
প্রিমিয়ার লিগ
স্বাভাবিকভাবেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার বেতন কোচদের মধ্যে সবার চেয়ে বেশি। তালিকার তিন নম্বরে আছেন এভারটনের কোচ ডেভিড ময়েস।
লা লিগা
রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও বার্সেলোনার হান্সি ফ্লিককে পেছনে ফেলে সবার ওপরে আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে।
সিরি আ
ইতালির ক্লাবগুলোর মধ্যে কোচকে সবচেয়ে বেশি বেতন দেয় নাপোলি। আতালান্তাও অনেক নামিদামি ক্লাবের চেয়ে তাদের কোচকে বেশি বেতন দিচ্ছে।
ফ্রেঞ্চ লিগ আঁ
স্বাভাবিকভাবেই পিএসজি তাদের কোচকে অন্য ক্লাবগুলোর চেয়ে বেশি বেতন দেয়।
বুন্দেসলিগা
কোচ হিসেবে নামটা খুব বড় না হলেও তিনি যে বুন্দেসলিগার সবচেয়ে বড় আর সফল ক্লাবে আছেন। এ কারণেই বুন্দেসলিগার কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন ভিনসেন্ট কোম্পানির।