ইউক্রেনে অস্থায়ী প্রশাসনের প্রস্তাব পুতিনের
Published: 29th, March 2025 GMT
ইউক্রেনের নির্বাচিত ও বৈধ কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য দেশটিকে একটি অস্থায়ী প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। শুক্রবার রুশ বার্তা সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
পুতিন বলেছেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আমাদের মিত্রদের সহযোগিতায় ইউক্রেনে একটি অস্থায়ী প্রশাসন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাদের কাজ হবে একটি গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করা। জনগণের রায়ে নির্বাচিত সরকারের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে। রাশিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর মুরমানস্কে নাবিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পুতিন। এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে ট্রাম্প এটাই প্রমাণ করেছেন, তিনি শান্তি চান। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেন কোনো মন্তব্য করেনি।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে নতুন এবং বিস্তৃত একটি খনিজ সম্পদ চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে কিয়েভকে তার প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে পাওয়া সব আয় একটি যৌথ তহবিলে জমা দিতে হবে। আলোচিত এই চুক্তিতে ইউক্রেনের জন্য কোনো ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা নেই। নতুন প্রস্তাবটি গত মাসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে আলোচিত চুক্তির চেয়েও অনেক বেশি বিস্তৃত ও কঠোর শর্তযুক্ত বলে জানা গেছে।
এএফপির খবরে বলা হয়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেন রকেট ও এক ডজনের বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছে মস্কো। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সম্ভাব্য কৃষ্ণসাগর চুক্তি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এ আলোচনায় কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্য রুট নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউক র ন ইউক র ন র প রস ত ব
এছাড়াও পড়ুন:
ঈদের নামাজ পড়ে শহীদ পরিবারের বাড়িতে গেলেন বিএনপির নেতা জহির
ছবি: প্রথম আলো