Samakal:
2025-03-31@11:24:40 GMT

হোজ্জার সঙ্গে হাসাহাসি

Published: 28th, March 2025 GMT

হোজ্জার সঙ্গে হাসাহাসি

হোজ্জা নাসিরুদ্দিন বা নাসিরুদ্দিন হোজ্জার নাম তো তোমরা শুনেছো। তাঁর হাসির অনেক গল্প বা কৌতুকও তোমরা জানো। চলো সেই হাসির রাজা হোজ্জার সঙ্গে আমরাও একটু হাসাহাসি করি... 

আপনার ওষুধ আপনিই খান

হোজ্জার স্মৃতিশক্তি কমে যেতে চলেছে; বিষয়টি বুঝতে পেরে তিনি গেলেন হেকিমের কাছে। হেকিম স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ দিলেন হোজ্জাকে। কয়েক মাস ঠিকঠাক থাকার পর ফের ওষুধ আনতে গেলেন হেকিমের কাছে। হেকিম তাঁকে দেখে বললেন, ‘গতবার তোমাকে কী ওষুধ দিয়েছিলাম, সেটি একেবারেই মনে করতে পারছি না।’ 
‘মনে করতে না পারলে আপনার ওষুধ আপনি নিজেই খান।’ এই বলে হোজ্জা বাড়ির দিকে হাঁটা ধরলেন।
 
দুই যমজ ভাই

দুই যমজ ভাই থাকে হোজ্জাদের গ্রামে। একদিন কোত্থেকে এসে হোজ্জা শুনলেন, যমজ ভাইদের একজন মারা গেছে। প্রতিবেশী সেই পরিবারটিকে সমবেদনা জানাতে বের হলেন তিনি। একটু এগিয়ে যেতে না যেতেই সেই যমজ ভাইদের এক ভাইকে দেখে হোজ্জা দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কোনজন মারা গেছে– তুমি না তোমার ভাই?’
ঘুমের খোঁজে গ্রামের পথে 

এমনিতেই ভয়কাতুরে হোজ্জা। এক মধ্যরাতে ভয়টয় ভুলে রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন তিনি। গার্ড তাঁকে দেখে কাছে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, ‘এতো রাতে রাস্তায় একাকী কী করছেন হোজ্জা?’ 
হোজ্জা মাথা চুলকাতে চুলকাতে বললেন, ‘আমার ঘুম হারিয়ে গেছে। তাকে খুঁজতে বের হয়েছি ভাই!’

লবণ আর তুলো

হোজ্জা নতুন করে লবণের ব্যবসা শুরু করলেন। একদিন তিনি গাধার পিঠে লবণের বস্তা তুলে বাজারের পথ ধরলেন। গাধাসহ পথে নদী পার হলেন। ওমা, পাড়ে ওঠে দেখেন নদীর পানিতে ধুয়ে লবণের বস্তা পুরো ফাঁকা! মহা বিরক্ত হলেন হোজ্জা। অন্যদিকে পিঠের ভার কমে যওয়ায় খুব খুশি তাঁর গাধা। 
ক’দিন পরে গাধার পিঠে বস্তাসহ হোজ্জা ফের সেই নদী পার হলেন। এবার বস্তায় লবণ নেননি তিনি, নিলেন তুলা। নদী পার হয়ে গাধার পা টলমল শুরু করে দিল। হোজ্জা গাধার কানে কানে বললেন, ‘কী, ভেবেছিলে এবারও পানি দিয়ে গেলে বস্তার সব ধুয়ে ওজন কমে যাবে, না?’ n
গ্রন্থনা : ফাহমিদা রিমা 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ উৎসব যমজ ভ ই

এছাড়াও পড়ুন:

বিকাশ নেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকায়

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার, ডিজিটাল পারফরম্যান্স পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র অফিসার, ডিজিটাল পারফরম্যান্স

পদসংখ্যা: ১

যোগ্যতা: মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। ব্যাংক, টেলিকমিউনিকেশন, অ্যাডভারটাইজিং এজেন্সি, মার্কেট রিসার্চ ফার্ম বা ফিনটেক স্টার্টআপে দু–তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল মার্কেট অ্যানালাইসিসে অভিজ্ঞ হতে হবে। ডাটা অ্যানালাইসিস টুলসের (গুগল অ্যানালিটিকস, এক্সেল) কাজ ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনইডকলে একাধিক পদে চাকরি, বেতন আকর্ষণীয়৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ