যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ‘কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল’ নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেনের সাথে সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা বন্ধ করার জন্য ‘ব্যবস্থা’ নেবে। মঙ্গলবার হোয়াইট হাউস রাশিয়া ও ইউক্রেনের সাথে তাদের আলোচনার দুটি বিবরণ প্রকাশ করেছে। 

২৩ থেকে ২৫ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্কিন কর্মকর্তারা। ওই আলোচনায় রাশিয়া ও ইউক্রেন সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, “নিরাপদে নৌচলাচল নিশ্চিত করতে, বলপ্রয়োগ বন্ধ করতে এবং কৃষ্ণ সাগরে সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার বন্ধে” সমুদ্রে যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি কার্যকরভাবে ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার জন্য পূর্ববর্তী চুক্তি ‘বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে’ দুই দেশ সম্মত হয়েছে। ইউক্রেন এবং রাশিয়া ‘একটি টেকসই ও স্থায়ী শান্তি অর্জনের জন্য কাজ চালিয়ে যাবে।’

ইউক্রেনের সঙ্গে আলোচনার ইস্যুতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা ‘যুদ্ধবন্দিদের বিনিময়, বেসামরিক বন্দিদের মুক্তি এবং জোরপূর্বক স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

রাশিয়ার সঙ্গে আলোচনার ইস্যুতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বীমা খরচ কমানো এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর ও অর্থপ্রদান ব্যবস্থায় প্রবেশাধিকার বৃদ্ধিতে’ সহায়তা করবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র ও ইউক র ন ন র জন য

এছাড়াও পড়ুন:

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত এনসিপির 

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ এপ্রিল) মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের বিষয়ে এমন ইঙ্গিত দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয়; বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে, তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটাও বিবেচনাধীন থাকবে।’’

আরো পড়ুন:

বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

দেশে সংস্কারের দরকার আছে : নুসরাত তাবাসসুম

তিনি বলেন, ‘‘আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি। বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।’’

তিনি আরো বলেন, ‍‘‍‘মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে আমাদের প্রধান ফোকাস ছিল। এ ছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশে রাজনীতি কোনদিকে যাবে এবং আমাদের রাজনীতিতে দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি।’’

এনসিপি আহ্বায়ক বলেন, ‍‍‘‘আমাদের যে তিনটি দাবি- বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন; সে বিষয়ে সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি, ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্যই আমরা কাজ করছি। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না- সেটাও বিবেচনাধীন থাকবে।’’

এ সময় তিনি অভিযোগ করেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়।

তিনি বলেন, ‘‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে।’’

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ