বাজেটের চার গুণ আয়, আসছে সেই দক্ষিণি ছবি
Published: 21st, March 2025 GMT
গত কয়েক বছরে মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে বেশ কয়েকটি আলোচিত থ্রিলার সিনেমা নির্মিত হয়েছে। গল্পের অভিনবত্ব আর বুদ্ধিদীপ্ত নির্মাণের কারণে অনেকগুলোই দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সবশেষ গত সপ্তাহেই মুক্তি পেয়েছে চলতি বছরের একটি আলোচিত মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’। এবার আসছে আরেক ছবি ‘অফিসার অন ডিউটি’। খবর পিঙ্কভিলার
নাম শুনেই আন্দাজ করা যায়, এটি পুলিশি তদন্ত নিয়ে সিনেমা। গত ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি।
‘অফিসার অন ডিউটি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলের রাফিনহা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনাকে কড়া বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এই ম্যাচে তারা জয়ী হবেন এবং তিনিই গোল করবেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে বার্সেলোনা তারকা রাফিনহা বলেন, ‘আমরা তাদের পরাজিত করব... অবশ্যই হারাব! মাঠে এবং প্রয়োজনে মাঠের বাইরেও।’ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে ‘রোমারিও টিভি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।
রাফিনহা আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আমি গোল করব। আমি আমার সর্বশক্তি দিয়ে খেলব।’ তার এই মন্তব্য ইতোমধ্যে আর্জেন্টিনায় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো তার বক্তব্যকে ‘হুমকি’ হিসেবে অভিহিত করছে।
সম্প্রতি আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচগুলো উত্তাপ ছড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচটি মারামারি ও সংঘর্ষে রূপ নেয়, যেখানে খেলোয়াড়রাও জড়িয়ে পড়েন। সে ঘটনার জেরে ফিফা উভয় ফেডারেশনকে শাস্তিও দিয়েছিল।
তবে রাফিনহার আগ্রাসী বক্তব্যের বিপরীতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিকে শুধুমাত্র একটি ‘গুরুত্বপূর্ণ ফিক্সচার’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘মাঠে আমরা যোদ্ধা, তবে মাঠের বাইরে বন্ধু। খেলোয়াড়দের বক্তব্য নিয়ে আমি গভীরে যেতে চাই না, তবে আমি বিষয়টি সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ, তবে এটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’