বাজেটের চার গুণ আয়, আসছে সেই দক্ষিণি ছবি
গত কয়েক বছরে মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে বেশ কয়েকটি আলোচিত থ্রিলার সিনেমা নির্মিত হয়েছে। গল্পের অভিনবত্ব আর বুদ্ধিদীপ্ত নির্মাণের কারণে অনেকগুলোই দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সবশেষ গত সপ্তাহেই মুক্তি পেয়েছে চলতি বছরের একটি আলোচিত মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’। এবার আসছে আরেক ছবি ‘অফিসার অন ডিউটি’। খবর পিঙ্কভিলার
নাম শুনেই আন্দাজ করা যায়, এটি পুলিশি তদন্ত নিয়ে সিনেমা। গত ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি।
জিতু আশরাফের প্রথম সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কানচাকো বোবান। হালের এই আলোচিত মালয়ালম অভিনেতাকে দেখা গেছে পুলিশ কর্মকর্তা হরিশঙ্করের চরিত্রে। এ ছাড়াও ১৩৭ মিনিটের সিনেমায় আছেন প্রিয়ামনি, জগদীশ।
মাত্র ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে সাড়া ফেলে। এ পর্যন্ত ৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
‘অফিসার অন ডিউটি’র গল্প পুলিশ কর্মকর্তা হরিশঙ্করকে ঘিরেই। বড্ড বদমেজাজি এই কর্মকর্তাকে সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে নিম্ন পদায়ন করা হয়েছে। হরি কীভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সফলভাবে তদন্ত শেষ করে নিজের হারানো সুনাম ফিরে পান, তা নিয়েই সিনেমাটির গল্প।
মুক্তির পর সমালোচকেরাও ভূয়সী প্রশংসা করেছেন সিনেমাটির। তাঁদের ভাষ্যে, এটি কেবল টান টান অ্যাকশন থ্রিলার সিনেমা নয়, এখানে মানবচরিত্র ও সম্পর্কের বিভিন্ন দিকও দারুণভাবে তুলে ধরা হয়েছে।
আলোচিত সিনেমাটি আজ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।