শ্রীপুরে বকেয়া বেতন দেওয়াসহ বিভিন্ন দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ শ্রমিকদের
Published: 17th, March 2025 GMT
বকেয়া বেতন প্রদান, কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গাজীপুরের শ্রীপুরের একটি কারখানার শ্রমিকেরা।
আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেন তাঁরা।
কারখানাটির নাম সোলার সিরামিকস। কারখানাটির শ্রমিক ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, অর্থনৈতিক সমস্যা ও পর্যাপ্ত কার্যাদেশ না পাওয়ায় ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর কর্তৃপক্ষ আবারও ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক মো.
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, শ্রমিকেরা আজ সকালে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে দাবি আদায়ের বিষয়ে আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নিয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও লুবানা জেনারেল হাসপাতালের মধ্যে চুক্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় লুবানা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাহারুল ইসলাম চৌধুরী, গাজী মোস্তাফিজুর রহমান ও লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের ম্যানেজার আপেল মাহমুদ, চিফ অ্যাকাউন্ট অফিসার শরিফুল ইসলাম রাসেল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/এসবি