শ্রীপুরে বকেয়া বেতন দেওয়াসহ বিভিন্ন দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ শ্রমিকদের
বকেয়া বেতন প্রদান, কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গাজীপুরের শ্রীপুরের একটি কারখানার শ্রমিকেরা।
আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেন তাঁরা।
কারখানাটির নাম সোলার সিরামিকস। কারখানাটির শ্রমিক ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, অর্থনৈতিক সমস্যা ও পর্যাপ্ত কার্যাদেশ না পাওয়ায় ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর কর্তৃপক্ষ আবারও ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক মো. রাসেল মিয়া জানান, শ্রমিকদের দুই মাসের বেতন পাওনা আছে। পরিবারের কথা বিবেচনা করে ঈদের আগে এগুলো পরিশোধ করা উচিত। অথচ টাকা না দিয়ে তারা কারখানা বন্ধ করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, শ্রমিকেরা আজ সকালে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে দাবি আদায়ের বিষয়ে আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নিয়েছে।