সিরাজগঞ্জ শহরে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার সকালে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য গর্ত করা হলে পাশের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।  
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ড্রেন নির্মাণের শ্রমিকরা পাঁচ ফুট মাটির নিচে খননের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা বাড়ির ৬ থেকে ৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। পাঁচ শ্রমিক নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।   

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ য় ল ধস ম ত য স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

রিসোর্টে গোসলে নেমে নিখোঁজ, ২৬ ঘণ্টা পর মিললো মরদেহ

গাজীপুরের শ্রীপুরে রিসোর্টের লেকে গোসল করতে নেমে আরিয়ান স্বপ্নীল (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজের ২৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন রিসোর্টের লেক থেকে স্বপ্নীলের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্বপ্নীল।

নিহত আরিয়ান স্বপ্নীল গাজীপুর সদর উপজেলার হারিনাল গ্ৰামের মো. রাসেলের ছেলে। সে তার বাড়ির স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। শ্রীপুরের প্রহলাদপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে। পাশের ফ্যামিলি মার্ট রিসোর্টের লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়।

আরিয়ান স্বপ্নীলের বাবা মো. রাসেল বলেন, “তিনি দুই সন্তানকে নিয়ে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন লেকের পানিতে সাঁতার কাটতে নেমেছিল। ছোট ছেলেকে নিয়ে সাঁতার কাটার সময় বড় ছেলে আরিয়ান স্বপ্নীল ফুটবল নিয়ে লেকে নেমে পড়ে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।”

স্বপ্নীলের চাচি ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ এখানে অবহেলা করেছেন। তাদের উচিত ছিল তদারকি করা। এর দায় তারা এড়াতে পারেন না।”

অবহেলার অভিযোগ অস্বীকার করে ফ্যামিলি মার্টের প্রতিষ্ঠাতা মো. খোকন বলেন, “পার্কটি এখনো নির্মাণাধীন থাকায় সেখান কোনো তদারকির ব্যবস্থা করা হয়নি। আমাদের কোনো অবহেলা ছিল না। লোকজন ইচ্ছেমতো নেমে সাঁতার কাটে।”

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. ইদ্রিস বলেন, “খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে অনুসন্ধান চালিয়ে বিকেল ৪টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ