নগদ পেমেন্টে শীর্ষ ব্র্যান্ডগুলোতে কেনাকাটা করলেই ক্যাশব্যাক
Published: 14th, March 2025 GMT
ঈদুল ফিতর উপলক্ষে এবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ।
দেশের শীর্ষস্থানীয় নির্দিষ্ট লাইফস্টাইল ব্র্যান্ডগুলোতে নগদের মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকরা দুই দফায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঈদের আনন্দ বাড়াতে প্রতিবছরের মতো সাড়া জাগানো কিছু উপহারের ঘোষণা চমক হিসেবে নিয়ে আসছে।
নগদ যাত্রা শুরু করার অল্প দিনের মধ্যেই দেশের অন্যতম গ্রাহকপ্রিয় প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে বড় কারণ— তারা সব সময়ই গ্রাহকের আনন্দ-উৎসবে পাশে থাকতে চেয়েছে। এ বছর গ্রাহকদের ঈদ আনন্দ আরো বেশি রঙিন করে তুলতে চায় নগদ। সেজন্যই দেশের শীর্ষ ৪৯টি জামা-জুতোসহ নির্দিষ্ট লাইফস্টাইল প্রতিষ্ঠানে কেনাকাটা করে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।
নগদের এই ঈদ উপহারের ক্যাম্পেইন বিষয়ে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেছেন, “নগদ সব সময় তার গ্রাহকদের একটি পরিবারের অংশ বলে মনে করে। তাই, সবচেয়ে বড় উৎসবে গ্রাহকদের সময়টা রঙিন করতে এই ক্যাশব্যাক অফার নিয়ে এসেছি আমরা। আশা করি, মার্চেন্ট পেমেন্ট করে গ্রাহকরা এই ক্যাশব্যাক পাওয়ায় তাদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা আরো বাড়বে।”
নগদে পেমেন্ট করে ক্যাশব্যাক পাওয়ার এই সুযোগ থাকছে ৪১টি অ্যাপারেল ব্র্যান্ডের নির্দিষ্ট আউটলেটে। এসবের মধ্যে আছে—প্রখ্যাত প্রতিষ্ঠান অঞ্জন‘স, আর্টিজান আউটফিটার্স লিমিটেড, জেন্টল পার্ক, ইনফিনিটি, লুবনান, রিচম্যান, কে ক্রাফট, ক্যাটস আই, গ্রামীণ চেক, টুয়েলভ ক্লথিংয়ের মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠান। এছাড়াও আটটি ফুটওয়্যার প্রতিষ্ঠানের সব আউটলেটে এই ক্যাশব্যাক পাওয়া যাবে নগদ পেমেন্ট করে। এসবের মধ্যে আছে—অ্যাপেক্স, বে, ওরিয়ন, ক্রিসেন্ট, ভাইব্রেন্টের মতো শীর্ষ ব্র্যান্ড।
এসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ২ হাজার টাকার কেনাকাটা করলে এই ক্যাশব্যাক তাৎক্ষণিক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। নগদ অ্যাপ বা ইউএসএসডি থেকে এ পেমেন্ট করা যাবে। তবে, এপেক্স ও এসএসবি লেদারে অ্যাপ বা ইউএসএসডির পাশাপাশি নগদ ই-কম গেটওয়ে ব্যবহার করেও ক্যাশব্যাক পাওয়া যাবে।
একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। পুরো ক্যাম্পেইন চলা অবস্থায় দুই বারে মোট ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী।
গত ৭ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাশব্যাক অফার ৩১ মার্চ পর্যন্ত চলবে। কোনো গ্রাহকের নগদ অ্যাকাউন্ট স্থগিত থাকলে তিনি এই অফারের যোগ্য হবেন না।
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ম ন ট কর গ র হকদ র
এছাড়াও পড়ুন:
হারল্যান ‘বৈশাখী ঝড়’ অফারে ডিসকাউন্ট ও উপহারের বিশাল সমাহার
দারুণ দারুণ চমকের সঙ্গে হারল্যান স্টোর নিয়ে এলো নববর্ষের সেরা ক্যাম্পেইন ‘বৈশাখী ঝড়’ অফার। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্পেইনে দেশব্যাপী সব হারল্যান স্টোরে মাত্র ১ হাজার টাকার কেনাকাটায় ভোক্তারা পাচ্ছেন ফ্ল্যাট ১০% ছাড় এবং দেড় হাজার টাকার শপিংয়ে ফ্ল্যাট ১৫% ছাড়।
নির্দিষ্ট হারল্যান জোনে মাত্র ২ হাজার টাকার শপিংয়ে মিলছে স্পিন হুইলে অংশগ্রহণ করে অসংখ্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। মাত্র ৩ হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি এক্সক্লুসিভ গিফট বক্স। অথেনটিক লাক্সারি স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য কিনে নববর্ষের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেটে, নির্দিষ্ট হারল্যান জোনে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ডিস্কাউন্টসহ হাজার হাজার উপহার সমাহার।
হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে হারল্যান নিয়ে এসেছে হারল্যান ‘বৈশাখী ঝড়’ অফার। নিজের ও প্রিয়জনের জন্য বৈশাখী কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টসহ হাজার হাজার উপহার।”
“অথেনটিক, লাক্সারি কসমেটিকস আরো সহজলভ্য করার পাশাপাশি ভোক্তাদের একটি আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর বদ্ধপরিকর। কাঠোর মান নিয়ন্ত্রণ করে শুধু শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই আমরা আমাদের ভোক্তাদের হাতে দিচ্ছি; সেই সঙ্গে নিশ্চিত করছি দেশে থেকেই গ্রাহক পাচ্ছেন বিশ্বমানের পণ্য,” যোগ করেন গিয়াস উদ্দীন।
রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠা করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’, যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
রিমার্ক-হারল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন মেগা স্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িক পরীমণি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাফিজা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয়, দর্শকনন্দিত তারকা।
দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর সব পণ্যই পাওয়া যাচ্ছে দেশব্যাপী ছড়িয়ে থাকা দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট এবং হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেটে।
অনলাইনে অথেনটিক হারল্যান পণ্য কিনতে এখনই ভিজিট করুন herlan.com এই ঠিকানায়।
ঢাকা/হাসান/রাসেল