ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘বল এখন রাশিয়ার মাঠে।’ এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন, যা বেশ তাৎপর্যপূর্ণ।

সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা দীর্ঘ আলোচনা শেষে গত মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এতে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখবে। শান্তি অর্জনের জন্য রাশিয়ার সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সম্ভবত এটাই।

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন থেকে কী আশা করেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহে আমরা অনেক কিছু শুনেছি। একই সময়ে কিয়েভকে নিজেদের ইচ্ছার কাছে মাথা নত করতে হোয়াইট হাউস কী ধরনের স্থূল কৌশল গ্রহণ করেছে, আমরা তা–ও দেখেছি।

তবে এখন মনে হচ্ছে রাশিয়ার পালা এসেছে। এখন ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দেশটির মনোভাব কী, তা প্রকাশ্যে জানার সময় হয়েছে।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে মীমাংসা করতে চাইছিলেন, যত দূর জানা যায় তা ঘিরে অনিশ্চয়তা আছে। কারণ, নিজেদের শান্তিচুক্তি মানতে ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিলেও পুতিনকে কোনো চাপ দিচ্ছিলেন না ট্রাম্প। ফলে ট্রাম্পের তৎপরতায় একধরনের ভারসাম্যহীনতা ছিল।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা। সৌদি আরবের জেদ্দায়, ১১ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে ৮৭ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঝালকাঠির চার উপজেলায় প্রায় ৮৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। 

আগামী ১৫ জুন থেকে জেলায় মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৪১৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। ৬-১১ মাসের শিশুকে ১ লাখ ইউনিটের নীল রঙের ও ১২-৫৯ মাসের শিশুকে ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ

রাজশাহীর পৌনে ৪ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত নিবন্ধ