রমজান ও ঈদ উপলক্ষে ইউসিবি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট সুবিধা। নির্দিষ্ট ক্যাটেগরিতে কেনাকাটায় গ্রাহকরা বিশেষ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। বিভিন্ন ব্র্যান্ড ও মার্চেন্ট বিশেষত ফ্যাশন, ইলেকট্রনিক্স, রেস্টুরেন্ট, ট্র্যাভেল এবং হসপিটাল সেক্টরে বিশেষ ছাড়।
নির্বাচিত মার্চেন্ট ও ব্র্যান্ড থেকে কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেমেন্টের সুবিধা। ই-কমার্স প্ল্যাটফর্মে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে রয়েছে অতিরিক্ত ছাড় ও ক্যাশব্যাক। রমজানে সর্বোচ্চ ইউসিবি কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ঢাকা-দুবাই-ঢাকা, ঢাকা-থাইল্যান্ড-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা কাপল বিমান টিকেট, চার গুণ রিওয়ার্ড পয়েন্টসহ আকর্ষণীয় সব পুরস্কার।
কোন কার্ডে কী সুবিধা
ইউসিবি বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড অফার করে, যা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এসব কার্ডে সব সময়ের জন্যই কিছু সুবিধা রয়েছে।
মাস্টারকার্ড ও ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা গ্র্যান্ড সিলেট হোটেলে একজন সঙ্গীসহ এক রাত বিনামূল্যে থাকার সুযোগ পান। পাশাপাশি ৫ হাজার টাকা লেনদেনের বিপরীতে ২ হাজার টাকার গিফট ভাউচার, আন্তর্জাতিক হোটেল ও ডাইনিং লেনদেনে ১ শতাংশ ক্যাশব্যাক এবং ৫ হাজার টাকার বিশেষ বার্ষিক গিফট ভাউচার উপভোগ করতে পারেন। এ ছাড়া প্রথমবারের ব্যবহারকারীদের জন্য স্বনামধন্য ডাইনিং পার্টনারদের কাছে ১০ শতাংশ ক্যাশব্যাক, ইউসিবি এয়ারপোর্ট লাউঞ্জে তিনজন অতিথিসহ সীমাহীন প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১৪ শতাধিক এয়ারপোর্ট লাউঞ্জে বছরে ১০টি বিনামূল্যে প্রবেশ সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা রয়েছে। এ ছাড়া, এইচএসআইএতে রয়েছে বিনামূল্যে মিট অ্যান্ড গ্রিট পরিষেবা।
ভিসা সিগনেচার কার্ড ব্যবহারকারীরা সুপারস্টোর ও ডাইনিংয়ে ১০ শতাংশ ক্যাশব্যাক, ৫ হাজার সাইনিং রিওয়ার্ড পয়েন্ট, ইউসিবি এয়ারপোর্ট লাউঞ্জে তিনজন অতিথিসহ সীমাহীন প্রবেশাধিকার এবং ১৪ শতাধিক গ্লোবাল এয়ারপোর্ট লাউঞ্জে বছরে ১২টি বিনামূল্যে প্রবেশ সুবিধা পান। এ ছাড়া এইচএসআইএতে বিনামূল্যে মিট অ্যান্ড গ্রিট পরিষেবা, শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেলে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা এবং প্রতি ৫০ টাকা বা ১ ডলার লেনদেনে ২ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে।
প্লাটিনাম ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমভি প্রযুক্তিসম্পন্ন কন্ট্যাক্টলেস ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধা পান, ইউসিবি এয়ারপোর্ট লাউঞ্জে সীমাহীন প্রবেশাধিকার, শীর্ষ পাঁচ তারকা হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা, ফ্রি প্রায়োরিটি পাস সদস্যপদ এবং ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারেন। এ ছাড়া নির্দিষ্ট সংখ্যক লেনদেনের মাধ্যমে বার্ষিক ফি মওকুফ করা যায় এবং উপায় মোবাইল ওয়ালেটে বিনামূল্যে অর্থ সংযোজনের সুবিধা রয়েছে।
ব্যবসায়িক লেনদেনের জন্য ভিসা বিজনেস ক্রেডিট কার্ড অফার করা হয়, যা কার্ড ইস্যুর ৩০ দিনের মধ্যে প্রথম দুটি কেনাকাটার লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ২০ শতাংশ ক্যাশব্যাক প্রদান করে। এ ছাড়া নির্বাচিত ফুয়েল স্টেশনে প্রতি বছর সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ ক্যাশব্যাক, প্রথম বছরের জন্য বার্ষিক ফি ছাড়, ফ্রি প্রায়োরিটি পাস সদস্যপদ এবং পাঁচ তারকা হোটেলে বিশেষ অফারের সুবিধা রয়েছে। ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আন্তর্জাতিক লেনদেনের সুযোগ দেয়, যেখানে টাকা লোড করে বিদেশি মুদ্রার মতো ব্যবহার করা যায় এবং বিশ্বব্যাপী মার্চেন্ট আউটলেট, অনলাইন স্টোর ও এটিএম থেকে নগদ উত্তোলনের সুবিধা রয়েছে। ডিজিটাল সুবিধার জন্য ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড রয়েছে, যা উপায় অ্যাপ বা এজেন্টের মাধ্যমে টাকা সংযোজন করা যায় এবং আন্তর্জাতিক লেনদেনের জন্য নির্দিষ্ট সীমার আওতায় ব্যবহার করা সম্ভব। ইমপেরিয়াল ডেবিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে শীর্ষস্থানীয় ব্যাংকিং অভিজ্ঞতা, ইউসিবি এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার, লাইনবিহীন ব্যাংকিং সুবিধা, উচ্চতর উত্তোলন ও পেমেন্ট সীমা এবং বিভিন্ন চার্জ ও ফিতে ছাড় সুবিধা।
নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা আয়মা ডেবিট কার্ড ইস্যু ও নবায়নের ক্ষেত্রে কম ফি প্রদান করে এবং সারা বছর বিশেষ ছাড় ও ক্যাশব্যাক অফার নিশ্চিত করে। ব্যবসায়িক গ্রাহকদের জন্য ভিসা বিজনেস ডেবিট কার্ড প্রতিদিন ২ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের সুবিধা দেয় এবং ইস্যুর ৩০ দিনের মধ্যে প্রথম দুটি কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ২০ শতাংশ ক্যাশব্যাক প্রদান করে। ইউসিবির এসব কার্ড গ্রাহকদের দৈনন্দিন লেনদেন, ভ্রমণ, কেনাকাটা ও ব্যবসায়িক প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউসিবির কার্ড ডিভিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাদের ক্রেডিট কার্ড লেনদেন গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ হারে বাড়ছে, যা গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের প্রতি আগ্রহ নির্দেশ করে। ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে আরও কী কী করণীয় জানতে চাইলে তিনি বলেন, লেনদেন চার্জ কমিয়ে আরও বেশি গ্রাহককে ক্যাশলেস পেমেন্টে আকৃষ্ট করা যেতে পারে। গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের সুবিধা ও নিরাপত্তা নিয়ে প্রচারণা চালানো উচিত। পজ মেশিন, কিউআর (ছজ) কোড পেমেন্ট ও এনএফসি প্রযুক্তি আরও ব্যাপকভাবে চালু করা যেতে পারে। ডিজিটাল লেনদেনকে আকর্ষণীয় করতে আরও বেশি ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা দেওয়া দরকার। ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ও ফ্রড মনিটরিং ব্যবস্থা জোরদার করা উচিত। তিনি জানান, ইউসিবি সবসময় গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান নিয়ে আসছে, যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আকর্ষণীয় করবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউস ব ড জ ট ল ল নদ ন প রব শ ধ ক র ক ল নদ ন র র দ র জন য গ র হকদ র ইউস ব ব যবস
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসের চাপায় দুই ভাই-বোনসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দনাইশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, চট্টগ্রামমুখী পূববী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহত দুই শিক্ষার্থীরা হলেন, দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৯ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা দোহাজারীর জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান। নিহত রিকশাচালক হলেন রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়কে গতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।