বিশ্বরাজনীতি আরেকটি টালমাটাল সপ্তাহ পার করছে। এর আগে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগ্‌বিতণ্ডা দেখেছে বিশ্ববাসী। এরপর জেলেনস্কি ইউরোপ সফরে গিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বসেছেন। সম্মেলেনে যোগ দিয়েছেন।

ইউরোপের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা জোরদার করার ভাবনা বাস্তবায়নে তৎপর। অন্যদিকে ইউক্রেনে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আরেকটি উদ্যোগের দিকে এখন সবার নজর। সেটি হলো, আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচকেরা।

এই বৈঠকের আগে সংশ্লিষ্ট বড় পক্ষগুলো কী ভাবছে? আসুন, জেনে নিই। বিবিসির চারজন সাংবাদিক গত কয়েক সপ্তাহের ঘটনাবলি বিশ্লেষণ করেছেন।

যুক্তরাষ্ট্র: ট্রাম্প মস্কোর সঙ্গে জোট বেঁধেছেন বলে বিরোধীদের মত

টম বেটম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদদাতা, ওয়াশিংটন ডিসি

ভলোদিমির জেলেনস্কির ওপর ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের অবমাননাকর আক্রমণের পর গত সোমবার ওয়াশিংটন ইউক্রেনের সঙ্গে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতায় এটা বেশ প্রভাব ফেলবে। ট্রাম্পের ডেমোক্রেটিক বিরোধীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট যে রাশিয়ার সঙ্গে জোট বেঁধেছেন, সেটা নিয়ে এখন আর প্রশ্ন রইল না।

মার্কিন প্রশাসন স্পষ্টভাবে বলেছে, এসব কর্মকাণ্ডকে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে সই করা এবং দ্রুত যুদ্ধবিরতি নিয়ে সম্মত হতে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনরাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে: ট্রাম্প০৮ মার্চ ২০২৫

ট্রাম্পের দূত জেনারেল কিথ কেলগ মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়টিকে লাঠি দিয়ে ‘খচ্চরের মুখের ওপর আঘাত করার’ মতো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আপনি তাদের মনোযোগ কেড়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ.

.. এটা (প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যেটা চান) এখন পুরোটাই তাঁদের ওপর নির্ভর করছে।’

এত কিছুর পরও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি–বিষয়ক শীর্ষ দলের কয়েকজন সদস্যের সমঝোতামূলক কথাবার্তার মধ্য দিয়ে সপ্তাহটি শেষ হচ্ছে। তাঁরাই সৌদি আরবে আগামী সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবেন।

এরই মধ্যে গত শুক্রবার মস্কোর সমালোচনা করেন ট্রাম্প। এটা বেশ বিরল একটি ঘটনা। ট্রাম্পকে সচরাচর রাশিয়ার সমালোচনা করতে দেখা যায় না। ট্রাম্প রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞা এবং রুশ পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইউক্রেনে রুশ বাহিনীর নির্বিচার বোমা হামলা বন্ধ করতে এমন হুমকি দেন ট্রাম্প।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (বাঁয়ে) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র ইউর প র ওপর

এছাড়াও পড়ুন:

বিষ দিয়ে তিনটি গরুকে মেরে ফেলার অভিযোগ

মাটির দেয়ালে জং ধরা টিনের চাল। সেই চালের এক পাশে পোষা তিনটি গাভি, আরেক পাশে স্ত্রী–সন্তানদের নিয়ে বসবাস। গাভির দুধ বিক্রি করে চলত সংসার। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভি তিনটি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন দিনমজুর আজিজুল ইসলাম।

আজিজুল ইসলামের অভিযোগ, তাঁর গরু তিনটিকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় তিনি প্রতিবেশী মজনু মিয়ার নামে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মজনু মিয়া বলেন, ‘আমি কেন গরু মারতে যাব! আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা তথ্য রটানো হচ্ছে।’

আজিজুল ইসলামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে। গতকাল শনিবার রাতে তাঁর ঘরে থাকা গাভি তিনটি মারা যায়। প্রাণিসম্পদ বিভাগ মারা যাওয়া গরু তিনটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করছে।

আজিজুলের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর বসতভিটা ছাড়া কোনো জমি নেই। দরিদ্র হওয়ায় আজিজুল ইসলামের শ্বশুর মহির উদ্দিন ১০ বছর আগে একটি ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর দেন। সেই বাছুর লালন–পালন করার পর পূর্ণবয়স্ক হয়ে অনেকগুলো বাছুর জন্ম দেয়। এর মধ্যে তিনটি বকনা বাছুর পালন করে গাভিতে পরিণত করেন আজিজুল। সেই গাভির দুধ বিক্রি করে পাঁচ সদস্যের সংসার চলত। কিন্তু গত বৃহস্পতিবার বাড়ির অদূরেই বাঁশঝাড়ে গাভি তিনটি বেঁধে রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে যায়। এরপর গতকাল শনিবার রাতে তিনটি গাভি মারা যায়। তিনটি গাভির মূল্য প্রায় তিন লাখ টাকা।

রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, একসঙ্গে তিনটি গরু মারা যাওয়া আজিজুল ইসলামের বাড়িতে স্থানীয় লোকজনের ভিড়। উঠানের সামনে ময়নাতদন্ত করছে প্রাণিসম্পদের দল।

বাড়ির বারান্দায় বসে কাঁদছিলেন আজিজুলের স্ত্রী স্বপনা বেগম। এ সময় আজিজুল ইসলাম বলেন, ‘হামার গ্রামের মজনুর সাথে মোর ঝগড়া চলছে। মজনু ২০ দিন আগোত হুমকি দিছিল, মোক নিঃস্ব করি দিবে, মোর সংসার ফকির করতে যা করা লাগে করবে। মজনু ওর কথা পালন করছে, মোক ফকির বানাইল। এ্যালা মুই নিঃস্ব। ওয় মোর গরু বিষ দিয়ে মারি ফেলাইছে। গরুগুলার কী দোষ? ওয় মোক মারত। মুই ওর বিচারের জন্যে থানায় অভিযোগ দিছি। মুই সঠিক বিচার চাই।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম ইফতেখায়ের বলেন, ‘অভিযোগ পাওয়ার পর টিম নিয়ে আজিজুল ইসলামের বাড়িতে যাই। গাভিগুলোর প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, তিনটি গরু মারা যাওয়ার ঘটনায় মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ