Samakal:
2025-03-06@21:20:59 GMT

কঠোর হস্তে দমন করুন

Published: 6th, March 2025 GMT

কঠোর হস্তে দমন করুন

সাম্প্রতিক সময়ে ‘মব’ তথা সংঘবদ্ধ উচ্ছৃঙ্খলতা এমন উদ্বেগজনক পর্যায়ে উপনীত, অতীতের সকল মাত্রা অতিক্রম করিয়াছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এতটা অসহায় হইয়া পড়িয়াছে, অনেক সময় দেখিয়াও না দেখিবার ভান করিতেছে। আবার পুলিশের ঔদাসীন্য ও নিষ্ক্রিয়তার সুযোগে অনেকে দলবদ্ধ হইয়া আইন স্বহস্তে তুলিয়া লইতেছে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থে যদ্রূপ এহেন অরাজকতা চলিতেছে, তদ্রূপ এই অবকাশে ব্যক্তিগত বিরোধেও মব উন্মাদনার মাধ্যমে অনেকেরই প্রতিশোধ গ্রহণের ঘটনা উড়াইয়া দেওয়া যায় না। বৃহস্পতিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, নিরপরাধ ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনী– এমনকি বিদেশি নাগরিকরাও ইহা হইতে রক্ষা পাইতেছে না। আমরা মনে করি, এই প্রকার পরিস্থিতি আইনশৃঙ্খলার জন্য অশনিসংকেত। মব সহিংসতা থামাইতে না পারিলে সাধারণ নাগরিক নিরাপত্তার হুমকির মুখে পড়িবে।

সমকালের প্রতিবেদনে প্রকাশ, অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশে গণপিটুনির শতাধিক অঘটনে প্রায় সোয়াশত মানুষ প্রাণ হারাইয়াছে, যেইখানে এক দশকে মারা গিয়াছেন প্রায় আটশত মানুষ। মব সহিংসতা অনেকটা সংক্রামক ব্যাধির ন্যায়; এক স্থানে হইলে অন্যত্র উহার প্রভাব পড়িয়া থাকে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করিতে না পারিলে দ্রুত বিস্তার ঘটে। সংবাদমাধ্যমের কল্যাণে সাম্প্রতিক এইরূপ কতিপয় মবের সাক্ষী আমরা হইয়াছি, যেইগুলি হতাশাব্যঞ্জক। মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়া মব তৈয়ার করিয়া দুই ইরানি নাগরিকসহ তিনজনকে বেদম প্রহার করা হইয়াছে। একই দিবসের মধ্যরাত্রিতে গুলশানে সাবেক এক সংসদ সদস্যের সাবেক স্ত্রীর বাসায় প্রবেশ করিয়া তল্লাশির নামে মালপত্র তছনছ, ভাঙচুর ও লুটপাট চালানো হইয়াছে। গত সোমবার চট্টগ্রামের সাতকানিয়ায় লুটপাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া গণপিটুনিতে দুইজনকে হত্যা করা হয়। একই দিবসে গাজীপুরে যাত্রীবাহী বাসকে জায়গা ছাড়িয়া দেওয়া লইয়া বাগ্‌বিতণ্ডার জেরে এক অটোরিকশাচালকের হাত ও পায়ের রগ কাটিয়া হত্যা করা হইয়াছে। চুরির অভিযোগে বর্বরোচিত হামলা কিংবা সন্দেহের বশে গণপিটুনির অঘটন উল্লেখযোগ্য হারে বাড়িয়াছে, যাহা যে কাহাকেও নিরাপত্তা লইয়া শঙ্কিত করিবে। 

আমরা জানি, গণপিটুনি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। কোনো অপরাধের তথ্য বা কাহারও বিরুদ্ধে মামলা অথবা অভিযোগ থাকিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করাই নাগরিক দায়িত্ব। ইহার বিপরীতমুখী আচরণ রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। যে কোনো অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করিলে তাহারাই ন্যায়ানুগ ব্যবস্থা লইতে তৎপর থাকে। তাহা না করিয়া, আইন স্বহস্তে লইবার এই প্রবণতা কেন? ইহাতে নাগরিকগণ আইনের প্রতি ভরসা হারাইবে। আবার অত্যুৎসাহী বা ক্রুদ্ধ হইয়া কাহারও বিরুদ্ধে দলবদ্ধভাবে সহিংসতা করিবার পরও তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা না লইলে আইন ভঙ্গকারীরা আরও প্রশ্রয় পাইবে।

আমরা মনে করি, জননিরাপত্তা রক্ষার স্বার্থে মব সহিংসতা কঠোর হস্তে দমন করিতে হইবে। এই ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার বিকল্প নাই। সরকারের দিক হইতেও তাহাদের প্রতি কঠোর হইবার বার্তা দিতে হইবে। কোনো সভ্য সমাজে এই প্রকার বেআইনি কর্মকাণ্ড চলিতে পারে না।
গত বৎসর ৫ আগস্ট হইতে মব নামক উচ্ছৃঙ্খল আচরণ চলিতেছে। মধ্যখানে এই প্রবণতা হ্রাস পাইলেও সাম্প্রতিক সময়ে উহা পুনরায় বৃদ্ধির দায় অন্তর্বর্তী সরকার পরিহার করিতে পারে না। ইতোমধ্যে মবসৃষ্ট যেই সকল হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে, সেইগুলির বিচার হইলেও সকলের নিকট কঠোর বার্তা যাইবে। বস্তুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনয়নে ইহার বিকল্প নাই। কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা থাকিলে উহাও খতাইয়া দেখা দরকার। নাগরিকদিগকেও উৎকর্ণ থাকিতে হইবে। কোথাও মব সহিংসতা দেখিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিতকরণ কিংবা সুসংগঠিত হইয়া উহাকে রুখিয়া দিতে হইবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণপ ট ন হইয় ছ

এছাড়াও পড়ুন:

বাহিনীর যেসব সদস্য গুমে জড়িত তা তাঁদের ব্যক্তিগত ফৌজদারি দায়: কমিশনপ্রধান

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত, তা তাঁদের ব্যক্তিগত ফৌজদারি দায়।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশানের গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনপ্রধান। তিনি বলেন, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে, তাঁদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে।

কমিশনপ্রধান বলেন, অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ, ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে। এই প্রবণতাকে বলা হয় আইডেনটিটি বেজড ডিফেন্স বা কমিউনিটি শিল্ডিং। কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না, তা হয় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে। কারণ, ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায়, এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের অধীন। এটাই আইনের শাসনের মর্মবাণী। তাই গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না। এই কমিশন ‘কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’–এর অনুবলে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাতমুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে। এ জন্য এই কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কোনো কারণ নেই।

কমিশন জানায়, বগুড়া পুলিশ লাইনসেও গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। গত ১৫ বছরের মধ‍্যে এটি তৈরি করা হয়েছে।

কমিশনপ্রধান বলেন, ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র‍্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করে কমিশন। যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মাঝেই ডিজিএফআইয়ের জেআইসি (আয়নাঘর) এবং র‍্যাব হেডকোয়ার্টারের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরে গত ১২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এই দুটিসহ মোট তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে।

কমিশন জানায়, এখন পর্যন্ত কমিশনে ১ হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য থেকে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই-বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। এ ছাড়া প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আবার গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে।

কমিশনপ্রধান বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১৪০ জনের তথ্য পাওয়া গেছে। এ তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে কোনো গুমের শিকার ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি। পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে।

গত ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহ্ নামে গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশইন করার ব্যাপারে কমিশন জানে। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলছে বলে জানান কমিশনপ্রধান।

কমিশনপ্রধান আরও বলেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক ১ হাজার ৬৭ জন বাংলাদেশির নাম–ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা হবে বলে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ততালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কি না তার অনুসন্ধান চলমান।

কমিশনপ্রধান বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ধারা ১০ এ(১) ও (২) অনুযায়ী কমিশনে দাখিল করা গুমসংক্রান্ত অভিযোগগুলোর মধ্য থেকে মোট ৭৪টি অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবর প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআইয়ের মহাপরিচালক ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া কমিশনের সদস্যরা বিভিন্ন গণসচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিকটিম পরিবারসহ অংশীজনদের গুমসংক্রান্ত অপরাধ ও এর দায়সংক্রান্ত বিষয়ে অবহিত করেছেন।

কমিশন জানায়, আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যেকোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে, সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি কর্তৃক যেকোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাঁদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল, তা নির্ধারণ করার জন্য কমিশন গঠিত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ
  • অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হবে
  • আবু সাঈদ হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে: আইজিপি
  • নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিটও বাতিল হবে: নৌপরিবহন উপদেষ্টা
  • অপারেশন ডেভিল হান্ট: সরকার নিজের কথা শুনুক
  • ছয় ট্রলারসহ ৫৬ বাংলাদেশিকে নিয়ে গেল মিয়ানমার
  • চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে টাকা ছিনতাই
  • বাহিনীর যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়: মইনুল ইসলাম
  • বাহিনীর যেসব সদস্য গুমে জড়িত তা তাঁদের ব্যক্তিগত ফৌজদারি দায়: কমিশনপ্রধান