দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে
Published: 6th, March 2025 GMT
গাজীপুর নগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটগুদামের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার রাত পৌনে ১০টায় দিকে সেখানে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বুধবার রাত পৌনে ১০টায় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি ঝুটগুদাম ও ৩টি দোকানঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুটগুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
মোহাম্মদ মামুন জানান, আগুনে কেউ হতাহত হননি। কোনো নিখোঁজের খবরও নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাবি শিক্ষার্থীর শ্লিলতাহানির মামলা: সেই যুবকের জামিন
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর শ্লীলতাহানি মামলায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্নবকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় এই জামিনের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অর্নবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, “আসামি ঘটনার সাথে জড়িত না। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূন্নভাবে নির্দোষ, নিরাপরাধ। তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।”
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।
শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জামিনের বিষয়ে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন। তিনি বলেন, “বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছে। আসামি পক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।”
শ্লীলতাহানির ঘটনায় ওই শিক্ষার্থী শাহবাগ থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, ওই শিক্ষার্থী ৫ মার্চ দুপুর দেড়টার দিকে শাহবাগ থানা-সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হাঁটতে হাঁটতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্নব ওই শিক্ষার্থীর সামনে আসেন। পর্দা করে নাই কেন, বলে প্রশ্ন করেন। ওড়না ঠিক নাই কেন বলাসহ আরো কুরুচিপূণ কথা বলে তাকে যৌনপীড়ন করেন। ওই শিক্ষার্থী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্নব দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি তিনি তার সহপাঠীদের অবহিত করেন এবং ফেসবুকে পোস্ট করেন।
পোস্টে একজনের ছবি যোগ করে তিনি লেখেন, “এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি... এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।”
ঢাকা/মামুন/রাসেল