দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় গতকাল বুধবার রাতে ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছবি: প্রথম আলো

গাজীপুর নগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটগুদামের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার রাত পৌনে ১০টায় দিকে সেখানে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বুধবার রাত পৌনে ১০টায় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি ঝুটগুদাম ও ৩টি দোকানঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুটগুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

মোহাম্মদ মামুন জানান, আগুনে কেউ হতাহত হননি। কোনো নিখোঁজের খবরও নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলে।