Prothomalo:
2025-03-06@04:29:48 GMT

আমেরিকা ফিরে এসেছে: ট্রাম্প

Published: 5th, March 2025 GMT

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার কংগ্রেসে প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে’। ক্ষমতায় বসার ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু এবং সরকারি হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পর দেওয়া এ ভাষণের সময় উজ্জীবিত দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।

আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এদিন কংগ্রেসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্টের বক্তব্য দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের পরদিন কংগ্রেসে দেওয়া তাঁর এ ভাষণ গুরুত্ব দিয়ে দেখেছেন বিশ্বনেতারা। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাগ্‌বিতণ্ডার পর দেশটিতে সামরিক সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনের প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। তিন বছর আগে ইউক্রেনে এ হামলা শুরু করে রাশিয়া। এত দিন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে এসেছে। এখন যুক্তরাষ্ট্রের নীতির এ পরিবর্তন ট্রাম্পের রাশিয়ার দিকে ঝুঁকে পড়ারই বার্তা দিচ্ছে।

ট্রাম্প তাঁর দীর্ঘ বক্তব্যে মাত্র কয়েক মিনিট পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন। ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি সই এগিয়ে নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বাগ্‌বিতণ্ডার পর এ চুক্তি সই পিছিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘একই সঙ্গে রাশিয়ার সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তারা শান্তির জন্য প্রস্তুত এমন জোরালো ইঙ্গিত পেয়েছি। এটি কি চমৎকার হবে না?’

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়ানোর বিষয়ে আবারও নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আব্রাহাম চুক্তি সই হয়েছিল।

যুদ্ধ শুরুর জন্য ট্রাম্প দৃশ্যত ইউক্রেনকে দায়ী করেছেন। তবে রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, দুই–তৃতীয়াংশ রিপাবলিকানসহ ৭০ শতাংশ মার্কিনি এ জন্য রাশিয়াকে বেশি দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটে ভারসাম্য আনার অঙ্গীকার করেছেন ট্রাম্প। যদিও ব্যাপকহারে কর কমানোর জন্য বিল পাসে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, এতে কেন্দ্রীয় সরকারের ৩৬ লাখ কোটি ডলারের ঋণের বোঝার সঙ্গে আরও পাঁচ লাখ কোটি ডলার যোগ হবে। এ বছরের শেষের দিকে কংগ্রেসকে দেশটির ঋণের সীমা বাড়াতে হবে, অন্যথায় ভয়াবহ খেলাপি হওয়ার ঝুঁকি তৈরি হবে।

ট্রাম্পের বক্তব্যে তাঁর নির্বাচনী প্রচারের কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে আসে। তিনি বারবার তাঁর পূর্বসূরি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করে বক্তব্য দেন। অপরাধে জড়িত অভিবাসীদের ‘বর্বর’ আখ্যায়িত করেন। এ ছাড়া ‘লিঙ্গ রূপান্তরের মতাদর্শ’ নিষিদ্ধের প্রতিশ্রুতি দেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র কর ছ ন

এছাড়াও পড়ুন:

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান-মামুন

অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৬ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। এর আগে, গত মঙ্গলবার (৪ মার্চ) আপিল শুনানি শেষে রায়ের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়।

আদালতে আপিলকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন।

অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও তারেক রহমানকে খালাস দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকেও সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট।

২০২৪ সালের ১০ ডিসেম্বর তাদের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে জরিমানাও স্থগিত করা হয়।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ