উৎসবের কেনাকাটায় নগদ টাকার ঝামেলা এড়িয়ে কার্ড ব্যবহার এখন অনেকের কাছেই পছন্দের শীর্ষে। কারণ, কার্ডে লেনদেন বেশ সহজ। বিশেষ করে ব্যাংকগুলোর নানা অফার, ক্যাশব্যাক ও কিস্তির সুবিধার কারণে গ্রাহকেরা ক্যাশলেস লেনদেনের দিকেই বেশি ঝুঁকছেন। ব্যাংকগুলোও তাদের গ্রাহকদের কেনাকাটাকে আরও সহজ করতে নানা রকম সুযোগ-সুবিধা ও ছাড় দেয়। এসব অফারের মধ্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট, ক্যাশব্যাক, কিস্তির সুবিধা, রিওয়ার্ড পয়েন্ট ইত্যাদি।

ঈদকে সামনে রেখে ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের কার্ড ব্যবহারকারীদের দিচ্ছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও ইএমআইয়ের সুবিধা। ইবিএল গ্রাহকদের জন্য রয়েছে সিলেক্টেড লাইফস্টাইল ও জুতার ব্র্যান্ডে বিশেষ ছাড়, সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টে ক্যাশব্যাক অফার, উইকেন্ড গ্রোসারি শপিংয়ে রিওয়ার্ড পয়েন্ট এবং রমজানে নির্দিষ্ট হোটেল চেইনের ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। এ ছাড়া নির্দিষ্ট ইএমআই মার্চেন্টদের মাধ্যমে কেনাকাটায় থাকছে ক্যাশব্যাকের সুবিধা, অনলাইন স্টোর, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়। বিস্তারিত ওয়েবসাইটে।

রমজান উপলক্ষে সাউথইস্ট ব্যাংক তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য দিয়েছে বুফে ইফতার ও ডিনারে ‘একটি কিনলে তিনটি ফ্রি’, ‘একটি কিনলে দুটি ফ্রি’ ও ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার। এ ছাড়া তাদের কার্ড ব্যবহার করে সাতটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডের দোকানে ও আটটি চেইন সুপারশপে পাওয়া যাবে বিশেষ ক্যাশব্যাকের সুবিধা, ১৪ থেকে ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের কেনাকাটার ওপর ১০ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট এবং বিভিন্ন লাইফস্টাইল শপ ও রেস্টুরেন্টে বিশেষ ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব সুবিধা। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর কার্ড ব্যবহার করে নির্দিষ্ট রেস্টুরেন্ট, ই-কমার্স ও রিটেইল স্টোরে কেনাকাটায় মিলবে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা ও ছাড়। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

প্রাইম ব্যাংকের কার্ড ব্যবহার করে এই ঈদে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে মিলবে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। ডাইনিংয়ে রয়েছে ১৫ শতাংশ ছাড়সহ ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার। হেলথ ও বিউটিতে পাবেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া ঈদের টিকিট বুকিংয়ে থাকছে ১০ শতাংশ ছাড় ও ক্যাশব্যাকের সুবিধা। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

ঈদ উপলক্ষে ঢাকা ব্যাংকের কার্ড ব্যবহার করে মিলবে বিভিন্ন লাইফস্টাইল, ডাইনিং, ইএমআই ও গ্রোসারি মার্চেন্টে ১০ থেকে ১৫ শতাংশ ছাড়। এ ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে এক হাজার টাকা ক্যাশব্যাকের সুবিধা। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

এমটিবি ক্রেডিট কার্ড একটি সম্পূর্ণ পেমেন্ট সমাধান হিসেবে বিবেচিত। এই কার্ডে অন্যান্য ব্যাংকের মতো বাই ওয়ান গেট ওয়ান অফার, ডিসকাউন্ট অফার ছাড়া এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপের সুবিধা রয়েছে। এ ছাড়া রিওয়ার্ড পয়েন্টের মূল্য অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি, যার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

ক্যাশলেস লেনদেনের মাধ্যমে ক্রেতারা নগদ টাকা ব্যবহারের ঝামেলা এড়িয়ে সহজে কেনাকাটা করতে পারছেন। বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের অফারের তথ্য জানানো হয়। এ ছাড়া ব্যাংকগুলোর ওয়েবসাইট ও বিভিন্ন দোকানের ক্যাশ কাউন্টারে অফার-সংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছে, যা গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করছে। শুধু ছাড় ও অফারই নয়, লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তাও এখন গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।

ব্যাংকগুলো কার্ডনির্ভর লেনদেনকে নিরাপদ করতে আধুনিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন।

সংশ্লিষ্টদের মতে, ক্যাশলেস লেনদেনের এই প্রবণতা আগামী দিনের বাংলাদেশকে আরও আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ক র ড ব যবহ র কর গ র হকদ র ল নদ ন র র জন য

এছাড়াও পড়ুন:

নারী মহাকাশচারীর গ্রাফিক উপন্যাস সরিয়ে নিল নাসা

‘ফার্স্ট ওম্যান: নাসা’স প্রমিস টু হিউম্যানিটি’ শিরোনামের ডিজিটাল গ্রাফিক উপন্যাসটি নাসার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি চাঁদে একজন নারী ও অশ্বেতাঙ্গ মানুষকে পাঠানোর প্রতিশ্রুতির বিষয়টিও সরিয়ে ফেলা হয়েছে। 
চাঁদে মহাকাশযাত্রীদের নেতৃত্বদানকারী কমান্ডার ক্যালি রদ্রিগেজের অসামান্য গল্প ঘিরে তৈরি উপন্যাস ‘ফার্স্ট ওম্যান: নাসা’স প্রমিস টু হিউম্যানিটি’। পরবর্তী প্রজন্মের অভিযাত্রীদের আগ্রহী করে তুলতে নাসা ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রথম প্রকাশ করে ডিজিটাল এ উপন্যাস। ক্যালির বিস্ময়কর অভিযাত্রার অপ্রতিরোধ্য সব গল্প উপস্থাপন করা হয়েছিল এতে। তুলে ধরা হয়েছিল–আবেগ, নিষ্ঠা এবং অধ্যবসায়ের মাধ্যমে কীভাবে তিনি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেন। বইটি প্রকাশের দিন থেকে বিনামূল্যে বইটি ডাউনলোড করা যেত। এখন আর এটি নাসার ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। একই সঙ্গে এর সিক্যুয়াল ‘ফার্স্ট ওম্যান: এক্সপ্যান্ডিং আওয়ার ইউনিভার্স’ও নেই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে। তবে, বইটির জন্য তৈরি একটি অ্যাপ এখনও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। 
ট্রাম্প প্রশাসনের চাপে মার্কিন সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থাগুলো বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং উপকরণ (ডিইআই) বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নাসার ওয়েবসাইট থেকে গ্রাফিক উপন্যাসগুলো সরিয়ে ফেলার বিষয়টি বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে, নাসা হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ডাইভারসিটি’ বা বৈচিত্র্য অপসারণ নীতি অব্যাহত থাকায় প্রতিষ্ঠিত বিষয়গুলো বাদ দেওয়া হয়। এমনকি ‘কোডেড বা অস্পষ্ট ভাষা ব্যবহার করে এই প্রোগ্রামগুলো ছদ্মবেশে রাখার’ চেষ্টা করতে পারে এমন যেকোনো সহকর্মীর বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়। 

সম্পর্কিত নিবন্ধ