বিশ্বব্যাপী আত্মহত্যার প্রবণতা কমছে। সচেতনতা তৈরির পাশাপাশি নানা উদ্যোগের কারণে আত্মহত্যার প্রবণতা নিম্নমুখী। জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেটের এক নিবন্ধে এমন চিত্র উঠে এসেছে। ওই নিবন্ধে বাংলাদেশেও আত্মহত্যার প্রবণতা কমে আসার কথা বলা হয়েছে। তবে স্থানীয় জরিপ অনুযায়ী, কিছুটা কমলেও বাংলাদেশে আত্মহত্যার হার এখনো তুলনামূলক অনেক বেশি। দেশে প্রতিদিন ৫৬ জন মানুষ আত্মহত্যা করছেন।

১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বে আত্মহত্যার প্রবণতা বিশ্লেষণ করে গত মাসের শেষ সপ্তাহে একটি নিবন্ধ প্রকাশ করে ল্যানসেট। এতে বাংলাদেশের আত্মহত্যা–সম্পর্কিত পরিসংখ্যানও প্রকাশ করে বলা হয়েছে, প্রতি এক লাখ মানুষের মধ্যে তিনজনের বেশি আত্মহত্যা করছেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অর্থায়নে পরিচালিত জরিপ বলছে, দেশে ১ লাখ মানুষে ১২ জন আত্মহত্যা করছেন।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, বৈশ্বিক গবেষণার ক্ষেত্রে ল্যানসেট সাধারণত অনুমিত সংখ্যা ব্যবহার করে। বাংলাদেশের ক্ষেত্রেও তারা অনুমিত সংখ্যা ব্যবহার করেছে। জরিপের তথ্য না থাকলে অনুমিত সংখ্যা ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু জরিপ হয়েছে, সুতরাং জরিপের তথ্যই নির্ভরযোগ্য।

ল্যানসেটে প্রকাশিত নিবন্ধের শুরুতে বলা হয়েছে, আত্মহত্যাকে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আত্মহত্যার পেছনে সামাজিক, পরিবেশগত ও জিনগত কারণ কাজ করে। মানসিক সমস্যা আছে—এমন মানুষের আত্মহত্যার ঝুঁকি বেশি। ব্যক্তির মাধ্যমে সহিংসতার শিকার, নিজের কাছের মানুষের দ্বারা সহিংসতার শিকার, যৌন সহিংসতার শিকার বা হয়রানি বা শৈশবের কোনো তীব্র মানসিক আঘাতের কারণে মানুষ আত্মহত্যা করতে পারে।

এখনকার দিনে মানুষ নানা কারণে নিঃসঙ্গ হয়ে পড়ছে। নিঃসঙ্গতাও মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। আগ্নেয়াস্ত্র বা কীটনাশকের মতো জিনিস সহজলভ্য হওয়াটা আত্মহত্যার ঝুঁকি বাড়িয়েছে। দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গেও আত্মহত্যার সম্পর্ক আছে। এসব বিষয় এক হয়ে আত্মহত্যা একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।

বৈশ্বিক পরিস্থিতি

গবেষকেরা ২০৪টি দেশের আত্মহত্যার পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন। তাঁরা ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কে বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন যে পদ্ধতির মাধ্যমে বৈশ্বিক রোগের বোঝা পরিমাপ করে আসছে, আত্মহত্যা পরিমাপের ক্ষেত্রেও সেই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

বৈশ্বিকভাবে ১৯৯০ সালে প্রতি লাখ মানুষের মধ্যে ১৪ দশমিক ৯ জন আত্মহত্যা করতেন। ২০২১ সালে দেখা গেছে, এক লাখ মানুষের মধ্যে আত্মহত্যা করছেন নয়জন।

ভৌগোলিকভাবে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি পূর্ব উইরোপের দেশগুলোয়। প্রতি লাখ মানুষে ১৯ দশমিক ২ জন আত্মহত্যা করে থাকেন। ১৯৯০ সালে ৪৩ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি ছিল। ২০২১ সালে দেখা গেছে, আত্মহত্যার প্রবণতা ৪৭ বছর বয়সীদের মধ্যে বেশি। নারীদের ক্ষেত্রেও বয়সের এই পরিবর্তন দেখা গেছে। ১৯৯০ সালে ৪২ বছর বয়সী নারীরা বেশি ঝুঁকিতে ছিলেন, ২০২১ সালে এসে সেই ঝুঁকি দাঁড়ায় ৪৭ বছর বয়সী নারীদের ক্ষেত্রে।

ল্যানসেটের গবেষণায় বলছে, ১৯৯০ সালে বাংলাদেশে এক লাখ মানুষের মধ্যে ৮ দশমিক ১ জন আত্মহত্যার করতেন। তা কমে ২০২১ সালে ৩ দশমিক ৬৬ জনে দাঁড়ায়। ওই হিসাব বলছে, ২০২১ সালে বাংলাদেশে ৬ হাজার ৫০ জন আত্মহত্যা করেন।

জরিপ কী বলছে

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রমাত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আর্থক সহায়তায় জাতীয় জরিপ (২০২২–২৩) করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। ২০১৬ সালেও তারা জরিপ করেছিল।

জরিপ বলছে, ২০২৩ সালে বাংলাদেশে ২০ হাজার ৫০৫ জন আত্মহত্যা করেন। প্রতিদিন গড়ে ৫৬ জন দেশের কোথাও না কোথাও আত্মহত্যা করেছেন। প্রতি লাখে আত্মহত্যা করেছেন ১২ দশমিক ৪ জন। ২০১৬ সালে আত্মহত্যা করেছিলেন ২৩ হাজার ৮৬৮ জন; প্রতি লাখে ১৪ দশমিক ৭ জন।

সর্বশেষ জরিপ বলছে, দুর্ঘটনার মধ্যে সড়ক দুর্ঘটনার পর দৈনিক সবচেয়ে বেশি মানুষ মারা যান আত্মহত্যায়। ১৫ থেকে ১৭ বছর বয়সী নারীদের এবং ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। শহরের চেয়ে গ্রামে আত্মহত্যার হার বেশি। আত্মহত্যা সবচেয়ে বেশি দেখা গেছে বেকারদের মধ্যে। গলায় ফাঁস ও কীটনাশক পান—আত্মহত্যার জন্য মানুষ এই দুটি পথই বেশি বেছে নিচ্ছেন।

সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে হয়তো আত্মহত্যার প্রবণতা কমেছে। কমলেও তা খুবই সামান্য। এখনো বহু মানুষ আত্মহত্যা করছেন। ল্যানসেটে প্রকাশিত সংখ্যার চেয়ে তা কয়েক গুণ বেশি।’

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধ করতে হলে আত্মহত্যার ধরন ও প্রবণতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। বিশেষ এলাকা বা বয়স যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে সে ব্যাপারে নীতিনির্ধারকদের উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক বাজারজাত ও ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জনস ব স থ য ব যবহ র কর ২০২১ স ল ১৯৯০ স ল বছর বয়স ন বন ধ দশম ক করছ ন

এছাড়াও পড়ুন:

ঢাকাবাসী ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছেন

বায়ুদূষণে রাজধানী ঢাকা প্রায়ই বিশ্বের শীর্ষে থাকছে। বাতাসে বুকভরে শ্বাস নেওয়াই এখন কঠিন। রাজধানীতে বসবাসকারী মানুষ গত ৯ বছরে (৩ হাজার ১১৪ দিনের হিসাব) মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছেন। যা গত ছয় বছরের মধ্যে মাত্র ১ শতাংশ সময়। 

ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাওয়া ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার বায়ুমানের সূচক বা একিউআইয়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এসব তথ্য জানিয়েছে। ক্যাপস বলছে, দেশে প্রতি বছরই বায়ুদূষণ আগের চেয়ে বেড়েছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫: বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ক্যাপসের উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয়।

গবেষণার তথ্য তুলে ধরে ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার জানান, ঢাকায় গত ৯ বছরে মানুষ মাত্র ৩১ দিন (১%) নির্মল বা ভালো বায়ুতে নিঃশ্বাস নিতে পেরেছে। তবে এক্ষেত্রে ৬২৪ দিন (২০%) মাঝারি বায়ু, ৮৭৮ দিন (২৮%) সংবেদনশীল বায়ু, ৮৫৩ দিন (২৭%) অস্বাস্থ্যকর, ৬৩৫ দিন (২১%) খুব অস্বাস্থ্যকর এবং ৯৩ দিন (৩%) দুর্যোগপূর্ণ বায়ু গ্রহণ করেন। ২০২৪ সালের সবচেয়ে ভাল ও সবচেয়ে খারাপ বায়ুমানের দিনসংখ্যা হলো যথাক্রমে ২ ও ৩৫ দিন। 

বিশ্ব ব্যাংকের ২০২২ সালের এক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশে বায়ু দূষণের কারণে অন্তত ২ লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) গবেষণায় বলা হয়েছে, বায়ু দূষণের কারণে প্রতিবছর ৫ হাজার ২৫৮ শিশুসহ ১ লাখ ২ হাজার ৪৫৬ জন মানুষের অকালমৃত্যু হয়। 

গবেষণায় বলা হয়, গত ৯ বছরের মধ্যে ঢাকায় ২০২৩ এবং ২০২১ সালে খুব অস্বাস্থ্যকর বায়ুমানের দিনের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। ২০২১ সালে খুব অস্বাস্থ্যকর দিন ছিল ৮৬ এবং ২০২৩ সালে অস্বাস্থ্যকর দিন ছিল ১৩৩। কিন্তু ২০২৩ সালে ৩৬৫ দিনের মধ্যে ১৪ দিন ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ যা অন্য বছরগুলোর তুলনায় বেশি ছিল। 

আহমেদ কামরুজ্জামান বলেন, ঢাকায় ৯ বছরে সবচেয়ে বেশি দূষিত বাতাস ছিল ২০২৪ সালের জানুয়ারিতে। ওই মাসে সূচকে গড় বায়ুমান ছিল ৩০০। আর সবচেয়ে ভালো অবস্থান ছিল ২০২১ সালের জুলাইয়ে। ওই মাসে গড় বায়ুমান ছিল ৯৭। ২০২৪ সালের ৩৬৬ দিনের মধ্যে অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ দিনের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ৩৫ দিনে।

সম্প্রতি প্রকাশিত আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ একাধিক বছর বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের দেশের তালিকায় রয়েছে। ২০২১ ও ২০২৩ সালে বাংলাদেশ শীর্ষে ছিল। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। সেই সঙ্গে গত বছর দূষিত বাতাসের শহরগুলোর বৈশ্বিক তালিকায় রাজধানী ঢাকা ছিল তিন নম্বরে।

জেলাভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে দূষিত বাতাসের জেলা গাজীপুর। এ জেলার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানমাত্রার চেয়ে ১৮ গুণ বেশি। অন্যদিকে সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা সিলেট। যদিও সিলেট শহরের বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা ডব্লিউএইচওর মানমাত্রার চেয়ে ৯ দশমিক ৭ গুণ বেশি। এমনকি এটা বাংলাদেশের নির্ধারিত জাতীয় আদর্শ (বার্ষিক) মানের চেয়ে ৩ দশমিক ২৩ গুণ বেশি।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাপা ও ক্যাপসের বেশ কিছু সুপারিশ করেছে। এগুলো হলো—মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বাড়ানো। ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া। বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনা। বিদ্যমান জ্বালানি নীতিগুলোতে সংশোধন আনা। নির্মল বায়ু আইন প্রণয়ন করা। বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিঃসরণ মান নির্ধারণ এবং এর কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকাবাসী ৯ বছরে নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছে মাত্র ৩১ দিন
  • ঢাকাবাসী ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছে
  • ঢাকাবাসী ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছেন
  • নাগার পর এবার সামান্থাও বিয়ে করছেন 
  • দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
  • কীভাবে বুঝবেন আপনার ফ্যাটি লিভার
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটে জড়িত শেখ রেহানা-সালমানসহ প্রভাবশালীরা
  • নারীবিষয়ক সংস্কার কমিশনের ‘বিতর্কিত সুপারিশ’ বাদ দেওয়ার আহ্বান এবি পার্টির।
  • কারিগরি শিক্ষার্থীদের দাবি কী, পূরণে বাধা কোথায়, কী চিন্তা করছে সরকার
  • দেশ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের ধনীরা