সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল গতকাল রোববার। তবে বদলে গিয়েছিল জীবনযাত্রার চেনা ছক। সকালবেলা মুখে কিছু না তুলেই অফিস-কাছারি পথে পা বাড়িয়েছেন লোকজন। জীবন–জীবিকার দায় মেটাতে যাঁর যা কাজ তাতে নিয়োজিত হয়েছেন। এদিকে বেলা যায় তবু ক্ষুধা–তৃষ্ণার কথা মুখে নেই। পবিত্র মাহে রমজান পাল্টে দিয়েছে ব্যক্তিজীবন থেকে ঘরসংসারের গতানুগতিক কাজের ধারা।
শনিবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার ঘোষণার পর থেকেই মূলত মাহে রমজানের আবহ ছড়িয়ে পড়ে মুসলিম পরিবারগুলোয়। এশার নামাজের পর সারা দেশে মসজিদগুলোয় খতম তারাবিহর প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। রাজধানীতে মসজিদগুলোয় এশার ওয়াক্ত থেকেই নামাজিদের উপস্থিতি বেড়ে যায়। অধিকাংশ বাড়িতেই বরাবরের চেয়ে তুলনামূলক আগেই রাতের খাবার পর্ব শেষ করা হয়। গৃহিণীরা প্রস্তুতি নেন শেষরাতে সাহ্রির খাবারের আয়োজন করতে।
সকালে নাশতা তৈরি নিয়ে যে ব্যস্ততা থাকে, গতকাল তা ছিল না। বেলা গড়ানোর পর থেকে বাড়তে থাকে ইফতারের প্রস্তুতি। প্রথম রোজায় সবাই চেষ্টা করেছেন পরিবারে সবাইকে নিয়ে সাধ্যমতো উপাদেয় খাদ্য-পানীয় দিয়ে ইফতার করতে। রমজান উপলক্ষে অফিসের সময়ের পরিবর্তন হয়েছে। সে কারণে চাকরিজীবীরা হাতের কাজ শেষ করে দ্রুত বাসাবাড়িতে ফেরার পথ ধরেন। অনেকে ফেরার আগে কাঁচাবাজার, ফলের দোকান, ইফতারির দোকানগুলোয় গেছেন কেনাকাটা করতে।
গতকাল হোটেল–রেস্তোরাঁর ঝাঁপ ছিল বন্ধ। ফুটপাতের চায়ের দোকানগুলোর সামনেও পর্দা ঝুলিয়ে খানাপিনার দৃশ্যে আড়াল টানা হয়। দুপুরের পর পাড়া–মহল্লার মোড়ে, হোটেল–রেস্তোরাঁর সামনে বসে যায় ঝাল-মিষ্টি, ভাজাপোড়ার হরেক রকম উপকরণ সাজিয়ে ইফতারির পসরা।
ইফতারে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া—এগুলোই বাঙালির প্রধান ও প্রিয় খাবার। এর সঙ্গে থাকে মাংস, সবজির বিভিন্ন ধরনের পদ, পরোটা, বিরিয়ানি ও মিষ্টি। মাংসের অনেক রকমের কাবাব, ভুনা, রোস্ট এসব দিয়ে ইফতার করতে পছন্দ করেন ঢাকার বাসিন্দারা। এর পাশাপাশি হালিমও ইফতারের তালিকায় বিশেষ স্থান অধিকার করে আছে। সারা দিনের তৃষ্ণা নিবারণ ও শরীরে পানির ঘাটতি পূরণের জন্য ডাব বা লেবুর শরবতই অনেকের কাছে প্রিয়।
পুরান ঢাকার চকবাজারে চকশাহি মসজিদের সামনে পয়লা রমজান দুপুর থেকে বসে ইফতারির বাজার। বহু বছর ধরে চলছে এই বৈচিত্র্যময় ইফতারসামগ্রীর পসরা। বেইলি রোডের ইফতারিও বিখ্যাত। বিকেলে দেখা গেল ক্যাপিটাল কনফেকশনারির আয়োজনে বসেছে ইফতারির বাজার। এবার এখানে আছে ১০০ রকম পদ। জিলাপির কেজি ৪০০ টাকা। পাশেই নবাবি ভোজের ইফতারির পসরায় আছে ৫০ রকমের পদ। ব্যবস্থাপক ইমাম হোসেন জানালেন, তাঁদের কাচ্চি, মোরগ–পোলাও ৩০০ ও স্পেশাল গরুর তেহারি ৩৫০ টাকা। জ্যাগেরি রেস্টুরেন্টের ব্যবস্থাপক জানালেন তাঁদের ইফতারির তালিকায় আছে প্রায় ৬০টি পদ। গরুর হালিম ৩৫০ থেকে ১ হাজার ২০০ আর খাসির হালিম ৪০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বেইলি পিঠাঘর এখন সাজিয়েছে ৩০ রকমের ইফতারির পসরা।
সেগুনবাগিচায় রয়্যাল অ্যারোমা কারি অ্যান্ড কাবাব তাদের রেস্তোরাঁর সামনে শামিয়ানা টাঙিয়ে তার তলায় সাজিয়েছে প্রায় অর্ধশত পদের ইফতারি। ব্যবস্থাপক সবুজ মিয়া বললেন, তাঁরা দাম বাড়াননি। ইফতারিতে লাভ কম করে বেশি মানুষের হাতে উপাদেয় খাবার তুলে দেওয়ারই চেষ্টা করছেন তাঁরা।
দুপুরের পর থেকেই ইফতারির দোকানগুলোয় বেচাকেনার ব্যস্ততা শুরু হয়ে যায়। পথে যানজট ও যানবাহনেও যাত্রীদের ভিড়ও ছিল বেশি। বেলা যখন অস্তাচলে, ইফতারি সামনে নিয়ে বসেছেন রোজাদাররা। সারা দিন পানাহারে বিরত থেকে অপেক্ষা মাগরিবের আজানের ধ্বনির জন্য। ইফতারি মুখে তোলার আগে পরম করুণাময় আল্লাহর কাছে নিজেদের রোজা কবুল ও পাপ মার্জনার জন্য সবিনয়ে কাতর প্রার্থনা করেছেন। আরও প্রার্থনা করেছেন, তিনি যেন তৌফিক দেন রমজানের সংযমের শিক্ষায় আত্মশুদ্ধি করে নিতে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইফত র র প র র পসর র ইফত র র স মন রমজ ন
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় নারী প্রতারক বিথীর খপ্পড়ে পড়ে নিঃস্ব যুবক
ফতুল্লার কাশীপুরে বিথী নামের এক নারী প্রতারকের ধারাবাহিক খপ্পড়ে পড়ে সব হারিয়েছে এক যুবক। প্রেমের সম্পর্ক গড়ে তোলে একসঙ্গে বসবাস করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে ওই প্রতারক নারী ও সহযোগীরা।
প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে গত ২৫ ফেব্রুয়ারি নগদ ৬৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বিথী ও তার সহযোগী ইসমাইলসহ আরও কয়েকজন।
এর আগেও বিথীর ফাঁদে পড়ে এমন প্রতারণার শিকার হয়ে কাশীপুরের মনির হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন শাকিল আদালতের শরনাপন্ন হয়েছিলেন। ২০২৪ সালে চীফ জুডিশিয়াল আদালতের একটি সিআর (নং-৪৯৯) মামলা করে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামীম তা তদন্ত করেন। পরবর্তীতে চতুর বিথী ও তার সাঙ্গরা বিষয়টি রফাদফার শর্তে ক্ষমা চেয়ে নিষ্পত্তি করে।
প্রতারণার শিকার যুবকে শাকিলের অভিযোগ, বিথী, ইসমাঈলসহ আরো কয়েকজন মিলে একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র রয়েছে। বিথী নিরীহ যুবকদের প্রেমের ফাঁদের ফেলে কাবু করে। পরে তাদের দলের অন্য সদস্যরা মিলে ব্লাকমেইলিং করে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণ ও দামী জিনিষপত্র হাতিয়ে নেয়।
এর আগেও একবার শাকিলের সঙ্গে প্রতারণার ঘটনা ঘটে অভিযোগ করে তিনি বলেন, ওই ঘটনায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু এরমধ্যে আবার চালাকি করে বিথী আমার কাছে ফিরে আসে।
আমাকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে নতুন করে প্রতারণার জাল ফেলে। গত ২৫ ফেব্রুয়ারি আমার ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণের গয়না নিয়ে পালিয়ে গেছে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত বিথীর মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাবার পরে ফোনটি কেটে দেন।