ব্র্যাক ব্যাংকের গ্রাহকদেরকে এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ দেবে ইবনে সিনা ট্রাস্ট
Published: 2nd, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ অফার করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।
এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকরা ইবনে সিনা’র যেকোনো শাখায় বিনামূল্যে একটি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ প্যাকেজ নিতে পারবেন। গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটি ব্র্যাক ব্যাংকের একটি বিশেষ উদ্যোগ।
গত ১২ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস, আলমগীর হোসেন; হেড অব এসএমই স্ট্র্যাটেজি, মোহাম্মদ জাকিরুল ইসলাম; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন, আরমিন আহমেদ; এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাক্যুজিশন, সৈয়দ মাহিন জুবায়েদ। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাদিউল করিম খান, ইন চার্জ অব কর্পোরেট উইং বিজনেস ডেভেলপমেন্ট এবং সোহেল রানা, রিজিওনাল ইন চার্জ অব বিজনেস ডেভেলপমেন্ট।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক শুধু আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের সামগ্রিক সুস্থতা ও কল্যাণের দিকেও গুরুত্ব দেয়। ব্যাংকিং সম্পর্কের গণ্ডি পেরিয়ে স্বাস্থ্যসেবার সুবিধা যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এএ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: গ র হকদ র ব জন স হ ড অব
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত এক
কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে মো. জামশেদ আলম (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের আগানগর এলাকায় জামশেদ আলমের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামশেদ উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। জামশেদ ওই গ্যারেজের মালিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন।
আহত দুজন হলেন বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহানের ছেলে মো. মহসিন ও নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূঁইয়ার ছেলে মো. শাহ আলম।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, দোকানের মালিক জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য মেশিনে হাওয়া লোড করছিলেন। এ সময় মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটি উড়ে যায়। এতে দোকানে থাকা জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন। মহসিন ও শাহ আলম কিছুটা দূরে থাকায় প্রাণে রক্ষা পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।