‘আমরা ছয়জন মিলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে একটি মোটরসাইকেল কিনে বাড়িতে যাচ্ছিলাম। পথে রামকৃষ্ণপুর এলাকায় একটি কালভার্টের ওপর চার-পাঁচজন ডাকাত দাঁড়িয়ে ছিল। একসঙ্গে তিনটি মোটরসাইকেলে হেডলাইটের আলো দেখে পুলিশ ভেবে বোমা ফেলে পালিয়ে যায় তাঁরা।’

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কালভার্টের ওপর থেকে তিনটি হাতবোমা উদ্ধারের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন রাশেদুজ্জামান নামের এক প্রত্যক্ষদর্শী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া গ্রামীণ সড়কের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিষয়টি জানিয়ে গাংনী থানা-পুলিশকে খবর পাঠালে তারা ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। একসঙ্গে তিনটি মোটরসাইকেল দেখে তারা পুলিশ মনে করে বোমাগুলো ফেলে পালিয়ে যায়। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি হাতবোমা উদ্ধারের পর থানায় আনা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল। তিনি বলেন, ডাকাতির জন্য হাতবোমাগুলো নিয়ে কালভার্টের ওপর অপেক্ষা করছিলেন চক্রটির একাধিক সদস্য। তাঁদের অপতৎপরতা রুখতে পুলিশের অভিযান চলমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কিংবা এলাকায় ভীতি সৃষ্টি করতে বোমাগুলো ফেলা হতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএনসিসির ‘ঈদ আনন্দ উৎসব’, থাকছে ঈদের জামাত, আনন্দমিছিল, মেলা ও অনুষ্ঠান

নগরবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদুল ফিতরের দিন সকালে ঈদের জামাতসহ এ উৎসব আয়োজনে থাকছে ঈদ আনন্দমিছিল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আপ্যায়নের ব্যবস্থাও। এ আয়োজনে ঢাকা উত্তর সিটির ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি টাকা।

ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত হবে। জামাত শেষে মাঠ থেকেই শুরু হবে ঈদ আনন্দমিছিল। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত পরিসরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের জন্য থাকবে সেমাই ও মিষ্টির ব্যবস্থা।

এ ছাড়া আনন্দ উৎসবের অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ঈদ আনন্দমেলার আয়োজন করা হচ্ছে। ঈদের দিন এবং পরদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ১০০টি স্টলের পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলা ও অন্য খেলার সরঞ্জাম থাকবে।

ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৮টায় প্রথমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের জামাতে মূল ইমামতি করবেন কারি গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী।

ঈদের জামাতের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের বাইরেও নামাজ আদায়ের জন্য থাকবে কার্পেট ও নামাজের বিছানা। সব মিলিয়ে ঈদের দিন ওই মাঠে একসঙ্গে প্রায় ৫০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। প্যান্ডেলের ভেতরে দক্ষিণ পাশের একটি সারির বেশির ভাগ জায়গা বরাদ্দ রাখা হবে নারীদের নামাজের জন্য।

মাঠে প্রবেশের জন্য বিভিন্ন অংশে ছয়টি ফটক থাকবে। ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের সদস্যরা। প্যান্ডেলের দুই পাশে একসঙ্গে ১০০ জন পুরুষ ও ৫০ জন নারীর অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের বিভিন্ন জায়গায় খাওয়ার পানির ট্যাংক রাখা থাকবে। ঈদের জামাতের জন্য মোট ১২ পেয়ার সাউন্ড সিস্টেম ও ১০০টি মাইক ব্যবহার করা হবে। জামাতে অংশ নিতে যাঁরা ব্যক্তিগত যানবাহনে আসবেন, তাঁদের গাড়ি রাখা যাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে।

ঈদের জামাতের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়েছে। ২৯ মার্চ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় ঈদ জামাত শেষে আনন্দমিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান
  • দুই পরিবার একসঙ্গে ঈদ করব: মেহজাবীন
  • চিনি না, জানি না, এমন মানুষদের সঙ্গে খেয়েছি একথালায়
  • ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’
  • ডিএনসিসির ‘ঈদ আনন্দ উৎসব’, থাকছে ঈদের জামাত, আনন্দমিছিল, মেলা ও অনুষ্ঠান
  • জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত: কত দিন লাগল, খরচ কত
  • একই ম্যাচে রেফারিং করে মা–মেয়ের ইতিহাস
  • একসঙ্গে একই অনুষ্ঠানে দুই নারীকে বিয়ে করলেন তিনি
  • বাস-মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে তিন ভাইয়ের মৃত্যু 
  • মিথি ও তিথির ঈদ