মেহেরপুরে হেডলাইটের আলো দেখে ৩টি হাতবোমা ফেলে পালাল ‘ডাকাত দল’, পরে উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার একটি কালভার্ট থেকে উদ্ধার তিনটি হাতবোমা। গতকাল রাতে ওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া গ্রামীণ সড়কের রামকৃষ্ণপুর গ্রামেছবি: সংগৃহীত

‘আমরা ছয়জন মিলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে একটি মোটরসাইকেল কিনে বাড়িতে যাচ্ছিলাম। পথে রামকৃষ্ণপুর এলাকায় একটি কালভার্টের ওপর চার-পাঁচজন ডাকাত দাঁড়িয়ে ছিল। একসঙ্গে তিনটি মোটরসাইকেলে হেডলাইটের আলো দেখে পুলিশ ভেবে বোমা ফেলে পালিয়ে যায় তাঁরা।’

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কালভার্টের ওপর থেকে তিনটি হাতবোমা উদ্ধারের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন রাশেদুজ্জামান নামের এক প্রত্যক্ষদর্শী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া গ্রামীণ সড়কের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিষয়টি জানিয়ে গাংনী থানা-পুলিশকে খবর পাঠালে তারা ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। একসঙ্গে তিনটি মোটরসাইকেল দেখে তারা পুলিশ মনে করে বোমাগুলো ফেলে পালিয়ে যায়। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি হাতবোমা উদ্ধারের পর থানায় আনা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল। তিনি বলেন, ডাকাতির জন্য হাতবোমাগুলো নিয়ে কালভার্টের ওপর অপেক্ষা করছিলেন চক্রটির একাধিক সদস্য। তাঁদের অপতৎপরতা রুখতে পুলিশের অভিযান চলমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কিংবা এলাকায় ভীতি সৃষ্টি করতে বোমাগুলো ফেলা হতে পারে।