মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি। হোয়াইট হাউজে দুই নেতার বৈঠকের দিকে তাকিয়ে পুরো বিশ্ব, এমন কী গভীর পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করায় প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প কি জেলোনস্কির এই সফরে তার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন? রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষার দেওয়ার গ্যারান্টি কি ট্রাম্প দেবেন? এই দুই বড় প্রশ্নের উত্তর দুই নেতার বৈঠক থেকে আসা, না-আসার দিকে নজর রাখছে পুরো বিশ্ব।

জেলোনস্কি এমন এক সময় ওয়াশিংটন সফর করছেন, যার ঠিক আগেই দেশটিতে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের পক্ষে জোরালো আওয়াজ তোলা স্টারমারের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। তবে তারা ইউক্রেনের বিষয়ে কী সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সে বিষয়ে পরিষ্কার বার্তা পাওয়া যায়নি।

আরো পড়ুন:

তুরস্কে রুশ-মার্কিন বৈঠক, ‘গা জ্বলছে পশ্চিমা এলিটদের’

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৩, আহত ৩০

অবশ্য স্টারমার তার দেশ যুক্তরাজ্যের জন্য সুখবর নিয়ে ফিরছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর বেরিয়েছে। সেই সুখবর নতুন বাণিজ্য চুক্তি নিয়ে, ট্রাম্পের আগ্রাসী শুল্ক থেকে বেহাই পাওয়ার বার্তা সম্পর্কে। যদিও বাণিজ্য চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করেনি দুই দেশ।

স্টারমারের আগে যুক্তরাষ্ট্র সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে তারও কথা হয়েছে। তবে শেষ কথা হবে জেলোনস্কি ও ট্রাম্পের মধ্যে। যেকোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি ট্রাম্পের রয়েছে, সে বিষয়ে বৈঠক শেষে কী ঘোষণা আসছে, সেটিই দেখার বিষয়। 

বিবিসি লিখেছে, স্থানীয় সময় শুক্রবার জেলোনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন ট্রাম্প। তারপর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন তারা। যা বলার সেখানেই তারা বলবেন। 
জেলোনস্কির সফরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, বিশ্বের অন্যান্য সরার মতো ক্রিমলিনও দুই নেতার বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর পর নির্বাচন না করেই ক্ষমতায় বহাল থাকা নিয়ে জেলোনিস্ককে আক্রমণ করেছিলেন ট্রাম্প। জেলোনস্কিকে ‘স্বৈরশাসক’ হিসেবে বর্ণনা করে এই যুদ্ধে না জড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি। এ নিয়ে কথা চালাচালির মধ্যে জেলোনস্কির ওয়াশিংটন সফরের মুহূতে সুর নরম করেছেন ট্রাম্প। 

জেলোনস্কি স্বৈরশাসক কি না, বিবিসির এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “সত্যি কি সেটি বলেছিলাম, আমার বিশ্বাস হচ্ছে না।” 

স্বৈরশাসক মন্তব্য থেকে সরে এসে একই প্রশ্নের উত্তরে জেলোনস্কিকে ‘খুবই সাহসী নেতা’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। 

এসবের মধ্যে আরো একটি বড় ইস্যু রয়েছে। যুদ্ধের ক্ষতিপূরণ পুষিয়ে নিতে ইউক্রেন থেকে খনিজ সম্পদ আহোরণ করতে চায় যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। শুক্রবারের বৈঠকে এ বিষয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি নিয়ে আপত্তির জায়গাও রয়েছে জেলোনস্কির। ট্রাম্পের কাছ থেকে ইউক্রেনের সুরক্ষার নিশ্চয়তা না পেলে খনিজ চুক্তি হয় কি না, সেটিও দেখার অপেক্ষা।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র

এছাড়াও পড়ুন:

রিকশায় তুলে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের ঘটনায় মামলা

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত অটোরিকশায় তুলে পায়ের নিচে ফেলে নির্যাতন করার ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আহত ফয়সালের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান।

আরো পড়ুন: রিকশায় ছাত্রলীগ নেতাকে পায়ের নিচে ফেলে নির্যাতনের অভিযোগ

আরো পড়ুন:

অঝোরে কাঁদছেন পারভেজের মা

কুমিল্লার ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, ডিম নিক্ষেপ 

মামলায় নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

ওসি মাহবুর রহমান বলেন, “রবিবার (২০ এপ্রিল) ফয়সালকে মারধরের ঘটনায় তার বাবা আজ দুপুরে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি নজরে আসলে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” 

রবিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফয়সালের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করা হচ্ছে। এ সময় গান বাজছিল। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ