‘অশান্তির পাকিস্তানে’ এত আনন্দ কোত্থেকে আসে
Published: 28th, February 2025 GMT
এই দেশে অশান্তির হাজারটা কারণ আছে। তবু মানুষগুলোকে দেখে কেন যেন মনে হয় তারা খুব শান্তিতে আছে। জীবনে কোনো টেনশন নেই। আছে শুধু আনন্দ, ফুর্তি, খাওয়াদাওয়া। এত হাসি-আনন্দ কোথায় পায় ইসলামাবাদের মানুষ?
ক্রিকেটে মাঠে তো অবস্থা যাচ্ছেতাই। ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফি থেকে গ্রুপ পর্বেই বিদায়। তাতে এ দেশের মানুষের কোনো আক্ষেপ আছে বলে মনে হচ্ছে না। অনেকে তো বরং খুশি। যাক পাকিস্তান আর চ্যাম্পিয়নস ট্রফিতে নেই! এবার কাজেকর্মে মন দেওয়া যাবে।
সাইদ খান নামের এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় দুবাই থেকে ইসলামাবাদ আসার ফ্লাইটে। ব্রুনেইপ্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী, ব্যবসা ডালপালা মেলেছে জাপান, ফিলিপাইনেও। পাকিস্তানে তো আছেই। এখানে আসার পরও নিয়মিত আমাদের খোঁজখবর নিয়েছেন। মাঝে একদিন ডিনারের নিমন্ত্রণও দিলেন। রাতের আড্ডায় গর্ব করে বলছিলেন, ‘আমাদের হাজারটা সমস্যা থাকতে পারে; কিন্তু এ দেশে গৃহহীন মানুষ নেই। এখানে ফুটপাতে কাউকে শুয়ে থাকতে দেখবেন না। অথচ বড় বড় দেশেও আমি তা দেখেছি।’
কথাটা পুরোপুরি মানতে পারিনি। এর আগে পাকিস্তানের এসে করাচি লাহোরে ভবঘুরে দেখেছি। ইসলামাবাদের সব ছবি পাকিস্তানের অন্য শহরের সঙ্গে মেলে না। তবে এটা ঠিক পাকিস্তানের রাজধানী শহরের ক্ষেত্রে সাইদ খানের কথা পুরোপুরি সত্য। তারা রাজধানীকে অন্তত রাজধানীর মতোই রেখেছে।
পরিপাটি ছিমছাম সাজানো শহর ইসলামাবাদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম ব দ
এছাড়াও পড়ুন:
সাইকো কিলার মিষ্টি জান্নাত!
বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগতজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন। এবার এই নায়িকা জানালেন, সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন তিনি। ‘সাইকে’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে এমন চরিত্রে তাকে দেখা যাবে।
ইতোমধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। এটি নির্মাণ করছেন পরিচালক মাহফুজ রহমান রাজ।
মিষ্টি জান্নাত বলেন, “ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম। এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন। নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি, বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।”
আরো পড়ুন:
বরেণ্য অভিনেতা উত্তম মারা গেছেন
বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি একজন দন্ত চিকিৎসক।
ঢাকা/রাহাত/শান্ত