‘অশান্তির পাকিস্তানে’ এত আনন্দ কোত্থেকে আসে
Published: 28th, February 2025 GMT
এই দেশে অশান্তির হাজারটা কারণ আছে। তবু মানুষগুলোকে দেখে কেন যেন মনে হয় তারা খুব শান্তিতে আছে। জীবনে কোনো টেনশন নেই। আছে শুধু আনন্দ, ফুর্তি, খাওয়াদাওয়া। এত হাসি-আনন্দ কোথায় পায় ইসলামাবাদের মানুষ?
ক্রিকেটে মাঠে তো অবস্থা যাচ্ছেতাই। ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফি থেকে গ্রুপ পর্বেই বিদায়। তাতে এ দেশের মানুষের কোনো আক্ষেপ আছে বলে মনে হচ্ছে না। অনেকে তো বরং খুশি। যাক পাকিস্তান আর চ্যাম্পিয়নস ট্রফিতে নেই! এবার কাজেকর্মে মন দেওয়া যাবে।
সাইদ খান নামের এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় দুবাই থেকে ইসলামাবাদ আসার ফ্লাইটে। ব্রুনেইপ্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী, ব্যবসা ডালপালা মেলেছে জাপান, ফিলিপাইনেও। পাকিস্তানে তো আছেই। এখানে আসার পরও নিয়মিত আমাদের খোঁজখবর নিয়েছেন। মাঝে একদিন ডিনারের নিমন্ত্রণও দিলেন। রাতের আড্ডায় গর্ব করে বলছিলেন, ‘আমাদের হাজারটা সমস্যা থাকতে পারে; কিন্তু এ দেশে গৃহহীন মানুষ নেই। এখানে ফুটপাতে কাউকে শুয়ে থাকতে দেখবেন না। অথচ বড় বড় দেশেও আমি তা দেখেছি।’
কথাটা পুরোপুরি মানতে পারিনি। এর আগে পাকিস্তানের এসে করাচি লাহোরে ভবঘুরে দেখেছি। ইসলামাবাদের সব ছবি পাকিস্তানের অন্য শহরের সঙ্গে মেলে না। তবে এটা ঠিক পাকিস্তানের রাজধানী শহরের ক্ষেত্রে সাইদ খানের কথা পুরোপুরি সত্য। তারা রাজধানীকে অন্তত রাজধানীর মতোই রেখেছে।
পরিপাটি ছিমছাম সাজানো শহর ইসলামাবাদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম ব দ
এছাড়াও পড়ুন:
ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি নির্বাচিত হয়ছে সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনির।
সোমবার(৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর ঐতিহ্যবাহী সনমান্দী বড় মসজিদে কমিটির সর্বসম্মতিক্রমে সাংবাদিক মনিরুজ্জামান মনিরের নাম ঘোষণা করা হয়।
উলেখ্য গত ২১ মার্চ ঐতিহ্যবাহী সনমান্দী বড় মসজিদ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাষ্টার ইন্তেকাল করলে সভাপতি পদ টা শূন্য হয়।
ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।
আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা তথা ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য সর্বাত্নক সহযোগিতা,পরামর্শ ও দোয়া কামনা করি।
তিনি আরো বলেন উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি যুব ও তরুন প্রজন্মকে সাথে নিয়ে ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ্ কে একটি মডেল ঈদগাহ্ েরুপান্তর করতে চাই।