ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী
Published: 27th, February 2025 GMT
ইউক্রেনে যেকোনো যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে রক্ষাকবচ হিসেবে কাজ করার অনুরোধ জানাতে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর একমাত্র এটিই ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখবে বলে মনে করছেন তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর যুক্তরাষ্ট্র সফরের পর স্টারমার গতকাল বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান। এমন এক সময় তিনি দেশটিতে গেলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইউরোপজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপ-আলোচনা যদি সফলভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারে, তবে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপের। আর এ–সংক্রান্ত প্রস্তাবে সামনে থেকে কাজ করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিনিময়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তরফে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছে তারা। ইউরোপের উদ্বেগ, ট্রাম্প রাশিয়ার পক্ষ নিচ্ছেন এবং তিনি কয়েক দশকের ট্রান্স-আটলান্টিক জোট ভেঙে দিতে পারেন।
ওয়াশিংটনে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপে কিয়ার স্টারমার বলেন, ‘পুতিনকে আটকানোর জন্য নিরাপত্তার নিশ্চয়তা যথেষ্ট হতে হবে। যদি কোনো রক্ষাকবচ ছাড়া যুদ্ধবিরতি হয়, তবে তিনি (পুতিন) সুযোগের অপেক্ষায় থাকবেন এবং আবার ফিরে আসবেন। কারণ, ইউক্রেন নিয়ে তাঁর উচ্চাকাঙ্ক্ষা বেশ স্পষ্ট।’
ভবিষ্যতে ইউক্রেন–রাশিয়া যুদ্ধবিরতি পর্যবেক্ষণে পাঠানো সেনাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য উড়োজাহাজ, গোয়েন্দা তথ্য ও রসদ সেবা চেয়েছে ইউরোপ।
আরও পড়ুনরাশিয়া–ইউক্রেন যুদ্ধ: পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে সম্মুখসারিতে, প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ২৫ ফেব্রুয়ারি ২০২৫ওভাল অফিসের বৈঠকে শান্ত স্বভাবের লেবার নেতা কিয়ার স্টারমার ও বেপরোয়া ট্রাম্পের একেবারে বিপরীতধর্মী ব্যক্তিত্বের প্রতিচ্ছবি দেখা যেতে পারে।
স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনও করবেন। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও ইউরোপের মধ্যে নিজেকে সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করছেন তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিজ বাড়িতে মিলল অভিনেত্রীর মরদেহ
নিউইয়র্কে নিজ বাড়ি থেকে হলিউড অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গে লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার তাঁকে উদ্ধারের পর জরুরি সেবার চিকিৎসক অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। দ্য নিউইয়র্ক পোস্ট ছাড়াও একাধিক গণমাধ্যমের তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে।
এছাড়া নিউইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁর ম্যানহাটানের অ্যাপার্টমেন্টে হাজির হয়ে অভিনেত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। মিচেলের বাসায় কোনো অপরাধ তৎপরতার আলামতও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
১৯৮৫ সালের ১১ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন মিচেল। মাত্র তিন বছর বয়সেই অভিনয় শুরু করেন। শুরুতে করতেন বিজ্ঞাপন চিত্র, পরে কাজ করেন টিভিতে।
আলোচিত টিন ড্রামা ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ দিয়ে তিনি প্রথম পরিচিতি পান। আরেকটি আলোচিত সিরিজ ‘গসিপ গার্ল’-এ অভিনয় করে তাঁর পরিচিতি আরও ছড়িয়ে পড়ে।
টিভি সিরিজের পাশাপাশি ‘ইউরো ট্রিপ’, ‘মিস্ট্রেরিয়াস স্কিন’, ‘১৭ এগেইন’ ইত্যাদি সিনেমাতেও দেখা গেছে তাঁকে। গত বছর তাঁর অভিনীত সবশেষ সিনেমা ‘দ্য স্ক্রিবলার’ মুক্তি পায়।