Samakal:
2025-04-18@09:39:47 GMT

অচল আইসিইউ সচলে মনোযোগ দিন

Published: 22nd, February 2025 GMT

অচল আইসিইউ সচলে মনোযোগ দিন

মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য অপরিহার্য নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউ লইয়া দেশে যাহা চলিতেছে তাহা যথেষ্ট উদ্বেগজনক। সরকারি হাসপাতালে শক্ত তদবির ব্যতীত আইসিইউ বরাদ্দ মিলিতেছে না। কোনো কোনো ক্ষেত্রে লাগিতেছে ঘুষও। অন্যদিকে বেসরকারি হাসপাতালে এই সেবার নামে কাটা হইতেছে রোগী ও স্বজনের পকেট। উপরন্তু, সমন্বয়হীনতার কারণে সরকারের কোনো উদ্যোগই কাজে আসিতেছে না। এক কথায় আইসিইউ লইয়া দেশের চিকিৎসা খাতে এক নৈরাজ্য চলিতেছে। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন বলিতেছে, দেশে আইসিইউর শয্যা আছে সর্বমোট প্রায় বারো শত, যাহার ৭৫ শতাংশই রাজধানী ঢাকায়। উপরন্তু, ৩৪ জেলায় কোনো আইসিইউ নাই। তৈলাক্ত মস্তকে তৈল মর্দন সম্ভবত ইহাকেই বলে। ঢাকায় যেহেতু সরকারের শীর্ষ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ থাকেন, পাশাপাশি আছেন দেশের সর্বাধিক অর্থবিত্তসম্পন্ন মানুষেরা, ওই কথাটি নিশ্চয় সচেতন কাহারও নিকট অপ্রাসঙ্গিক ঠেকিবে না। অন্যদিকে ঢাকাকেন্দ্রিক অতি জরুরি চিকিৎসার এই আয়োজনের কারণে সমগ্র দেশের মানুষকে ছুটিয়া আসিতে হয় রাজধানীর দিকে, যাহার ভোগান্তি ভুক্তভোগী তো বটেই, ন্যূনতম মানবিক অনুভূতিসম্পন্ন মানুষেরও টের পাইবার কথা। অধিকতর দুর্ভাগ্যজনক হইল, ঢাকা মহানগরে ৮২৬টির মধ্যে ৩৮৪টি সরকারি হাসপাতালে, বাকি ৪৪২টি বেসরকারি হাসপাতালে। অর্থাৎ আইসিইউ লইয়া রমরমা বাণিজ্যের বিষয়টিও একেবারে স্পষ্ট। সকলেরই জানা থাকিবার কথা, সরকারি হাসপাতালে আইসিইউ শয্যার জন্য পৃথক খরচ দিতে হয় না। অন্যদিকে রাজধানীর মাঝারি মানের একটি বেসরকারি হাসপাতালের দৈনিক আইসিইউ শয্যা ভাড়া ১৫ সহস্র টাকা। চিকিৎসক ফি, ঔষধের দাম এবং পরীক্ষা-নিরীক্ষার খরচ যুক্ত হইয়া দিনে স্বাভাবিক খরচ দাঁড়ায় ৩০ হইতে ৩৫ সহস্র টাকা। রোগীর অবস্থা জটিল হইলে এই খরচ লক্ষ টাকাও ছাড়াইয়া যায়। অধিকন্তু, যেই হাসপাতাল যত নামি, তাহার আইসিইউর খরচও ততধিক, যাহা খুব কম রোগীর পরিবারই বহন করিতে পারে। মাত্রাতিরিক্ত খরচের নিচে চাপা পড়িয়া অনেকে মাঝপথে চিকিৎসা গুটাইয়া লইতে বাধ্য হইয়াছেন, এমন নজিরও কম নাই। কোনো কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কখনও কখনও রোগীর মৃত্যু ঘটিবার পরও তাহা স্বজনকে না জানাইয়া আইসিইউতে রাখিয়া ‘বিল বাণিজ্য’ করিবার অভিযোগও রহিয়াছে। 

আমরা জানি, ঢাকামুখী রোগীর চাপ কমাইতে বিশেষত বিগত করোনাকালে তৎকালীন সরকার প্রতি জেলায় ১০ শয্যার আইসিইউ তৈরির উদ্যোগ গ্রহণ করিয়াছিল। সেই প্রকল্পের অধীনে ২৭ জেলায় স্থাপনও করা হয় আইসিইউ ইউনিট। সেইগুলির মধ্যে ১৮টিই সচল করা যায় নাই। প্রকল্পের মেয়াদও শেষ হইয়াছে গত ডিসেম্বরে। এহেন জনবান্ধব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি ও খামখেয়ালিপনার কারণে প্রকল্প হইতে মুখ ফিরাইয়া লইয়াছে ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। বলা হইয়াছে, করোনার পর এই সকল ইউনিট পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল ডেপুটেশনে চলিয়া যায়। কিন্তু নূতন করিয়া জনবল সৃষ্টির কার্যক্রমও দৃশ্যমান নহে। অনস্বীকার্য, যেখানে সমগ্র চিকিৎসাব্যবস্থায় পরিকল্পনাহীনতা ও কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিফলন স্পষ্ট সেইখানে আইসিইউ স্থাপনা ও ব্যবস্থাপনা উন্নত হইবার কথা নহে। বিষয়টির সহিত বিগত কয়েক দশক যাবৎ চলমান চিকিৎসা ব্যবস্থার ঢালাও বাণিজ্যিকীকরণের সম্পর্ক আছে বলিয়া আমরা মনে করি। অন্য সকল মৌলিক অধিকারের ন্যায় বিগত সরকারসমূহের জনগণের স্বাস্থ্য অধিকার সম্পর্কে অবহেলাও এই ক্ষেত্রে দায়ী বলিয়া বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলিতেছেন, এইভাবে চলিতে থাকিলে পরিস্থিতি অচিরেই আরও জটিল রূপ লইতে পারে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত, এখনই আইসিইউর ব্যাপারে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা। অন্তত অচল আইসিইউ সচল করিবার বিষয়ে তাহারা তৎপর হইতে পারে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রশ্নটি এই ক্ষেত্রে উঠিতে পারে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগসমূহের মধ্যে যেই সমন্বয়হীনতার কারণে দেশের অচল আইসিইউ সচলের উদ্যোগ গ্রহণ করা যাইতেছে না বলিয়া প্রতিবেদনে বলা হইয়াছে, উহার প্রতি মনোযোগ দিতে তো আর অর্থের প্রয়োজন নাই। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব সরক র প রকল প হইয় ছ

এছাড়াও পড়ুন:

পূরণ হলো না স্বপ্ন, আহত রিয়ালে দুঃখী এমবাপ্পে

টিম বাসের সামনে পেছনে প্যারেড ঘোড়ার কুচকাওয়াজ। রাস্তার দুধারে সমর্থকের হাতে রাখা রংমশাল থেকে মায়াবী ধোঁয়া, যেন রাজার আগমন ঘটছে সান্তিয়াগো বার্নাব্যুর দুর্গে! ম্যাচের আগে এমবাপ্পেদের প্রবেশপথের এই দৃশ্য ফেসবুক ‘রিল’-এ ভাইরাল হয়েছিল! সেই সঙ্গে বেলিংহামের ‘প্রত্যাবর্তনের’ হুঙ্কার কিংবা সমর্থকদের ‘আর্সেনালকে দেখিয়ে দেওয়ার’ বিভিন্ন পোস্ট– সোশ্যাল মিডিয়ায় যতটা গর্জে ছিল রিয়াল মাদ্রিদ, বাস্তবের ম্যাচে বর্ষেনি ততটা! 

বরং ঘরের উঠোনে ৮০ হাজার দর্শকের সামনে আর্সেনালের কাছে ১-২ গোলে কঠিনভাবে আহত হয়েছে লা ব্ল্যাঙ্কোসরা। পনেরোবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্প্যানিশ ক্লাবটি এবার আটকে গেল কোয়ার্টারেই। সেখানে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ইংলিশ ক্লাব আর্সেনাল ১৬ বছর পর সেমিতে। যেখানে তাদের মোকাবিলা এখন প্যারিসের দল পিএসজির সঙ্গে।

অথচ এই পিএসজি ছেড়েই ইউরোপের কিং হতে মাদ্রিদে এসেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে গেলেই শুধুই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইচ্ছাপূরণ হবে– এমন অন্ধ আকাঙ্ক্ষা তাড়া করেছিল তাঁকে। এই মুহূর্তে আহত রিয়ালে তাই সবচেয়ে দুঃখী এই মানুষটিই। বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে অফসাইডের একটি গোলের মিথ্যা হুল্লোড় ছাড়া কিছুই করতে পারেননি তিনি। 

ব্রাজিলিয়ান যে তারকাকে নিয়ে ব্যালন ডি’অরের পুরস্কার বয়কট করেছিল রিয়াল, সেই ভিনিসিয়ুস জুনিয়রই বা কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। ৬৭ মিনিটে যে গোলটি তিনি করেছেন, সেটাতেও আর্সেনালের ডিফেন্ডারের স্পষ্ট ভুল ছিল। এমবাপ্পেকে ফাউল করার কারণে যে পেনাল্টি ভিএআর করে দিয়েছে বলে মাদ্রিদ সমর্থকরা অভিমান করেছেন, এর বাইরে আর ক’টা সুযোগই বা তারা তৈরি করতে পেরেছে। 

পুরো ম্যাচে ৬০ শতাংশ বল পজিশনে রেখেও গোলমুখে ‘শটস অন টার্গেট’ মাত্র চারটি। যেখানে তিন গোলের বোঝা কাঁধে নিয়ে ম্যাচে নামা ফরোয়ার্ডদের ডিবক্সের কাছাকাছি এসেই আক্রমণ শানানোর কথা, সেখানে কিনা বেলিংহাম, ভিনিরা ব্যক্তিগত নৈপুণ্যের চেষ্টা করে গেছেন। মিডফিল্ডে ভালভার্দে আর চুয়েমেনিকে এমন স্নায়ুক্ষয়ী ম্যাচের জন্য অনেকটাই অপ্রস্তুত মনে হয়েছে। 

তবে গোলরক্ষক কতুর্য়া বার্নাব্যুর দুর্গ সামলানোর চেষ্টা করে গেছেন সবটুকু নিংড়ে দিয়ে। ম্যাচের ১৩ মিনিটে আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড বুকাও সাকার দুর্বল পেনাল্টি রুখে দেন কর্তুয়া। কিন্তু সেই সাকারেরই চিপ শটে গোল রিয়ালের এদিন প্রথম গোল হজম করতে হয়। সাকা বক্সে ঢোকার সময় একই লাইনে দাঁড়িয়ে ছিলেন রিয়ালের চার ডিফেন্ডার! ম্যাচের অতিরিক্ত সময়ে হাল ছেড়ে দেওয়া রিয়ালের জালে দ্বিতীয় গোলটি করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি।

এদিন ম্যাচের পর সবার শেষে মাঠ ছাড়েন কর্তুয়া। বেলজিয়ামের এই গোলরক্ষক সাত বছর ধরে আছেন দলটির সঙ্গে। তাই এদিনের হারের কারণ হিসেবে তাঁর চোখে ধরা পড়েছে রিয়াল মাদ্রিদের গভীর এক শূন্যতা। ‘আমাদের আত্মসমালোচনা করা উচিত। এবং সবকিছু বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমরা কেন একটি দল হয়ে খেলতে পারছি না, সেই প্রশ্নের উত্তর খোঁজা উচিত। আপনি যদি শুধু ভিনি আর এমবাপ্পের ওপরই নির্ভর করে থাকেন, তাহলে তা মাঝে মাঝে কাজে দেবে, কিন্তু সবসময় দেবে না।’ 

কর্তুয়ার ইঙ্গিতটা পরিষ্কার, যে রিয়াল সব অসম্ভবকে সম্ভব করতে পারে বলে ম্যাচের আগে তাদের ভিডিও দেখানো হয়েছিল লকার রুমে, সেই মাদ্রিদ অন্তত এটা না। প্রত্যাবর্তন করার প্রত্যাশার প্রচণ্ড চাপ, মিডফিল্ডের দুর্বলতা এবং আক্রমণ ভাগে তারকাদের স্বার্থপরতা– রিয়ালের মুকুট হরণে আপাতত এই তিনটি কারণ খুঁজে পেয়েছে স্প্যানিশ দৈনিকগুলো। যেখানে মার্কা শিরোনাম করেছে– ‘নো মিরাকল’।

প্রথম লেগের ম্যাচেই আর্সেনালের ডেকলান রাইস গতবারের চ্যাম্পিয়নদের বাস্তবতা বুঝিয়ে দিয়েছিলেন, দ্বিতীয় লেগে এসেও তিনি ম্যাচসেরার পুরস্কার হাতে বার্নাব্যুতে সেলফি তুললেন। ম্যাচের ২৮ মিনিটে ডিবক্সের মধ্যে রাইসের বাধায় পড়ে যান এমবাপ্পে। রেফারি রাইসকে হলুদ কার্ড পেনাল্টি দিলেও রাইস জোরালো যুক্তি দেন এই বলে যে তিনি পেছন থেকে এমবাপ্পেকে হাত বাড়িয়ে ধরে রাখলেও তা মাটিতে পড়ে যাওয়ার মতো জোরালো ছিল না। ভিএআর রাইসের এই যুক্তি মেনে নিয়ে তা বাতিল করে দেয়। ঠিক এখানেই মাদ্রিদের যত অসহায় আফসোস জমাট বাঁধে।

সম্পর্কিত নিবন্ধ