Prothomalo:
2025-03-26@06:01:35 GMT

প্রথম প্রেম কেন ভোলা যায় না

Published: 22nd, February 2025 GMT

পূর্ণতা না পেলেও প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা অধিকাংশ মানুষের স্মৃতিতেই রয়ে যায় অম্লান। প্রথমবারের মতো পৃথিবীতে সব প্রিয় মানুষের চেয়েও ‘আলাদা’ মনে হয়েছিল যে মানুষটিকে, তাঁকে কি আর ভোলা যায়, বলুন? জীবনে প্রথমবারের মতো বিশেষ এক অনুভূতির অভিজ্ঞতা। প্রথম ভালোবাসার শিহরণ তো অনন্য।

পছন্দের মানুষটিকে একপলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা, ভালো লাগার কথা প্রকাশ করার সাহস সঞ্চয়, তাঁর মিষ্টি হাসি কিংবা রাগত দৃষ্টি—প্রত্যেকের প্রথম প্রেমই আলাদা একেকটা গল্প। জীবনের বহু বাঁক পেরিয়ে গেলেও সেই গল্প আর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই চরিত্রকে ভোলা কঠিন। প্রায় অসম্ভবই বলা যেতে পারে; কিন্তু কেন?

সুখের হরমোন

অধিকাংশ মানুষ প্রথম প্রেমে পড়েন কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় দেহে হরমোনের প্রভাব থাকে প্রবল। একজন মানুষের প্রতি ভিন্ন রকম আকর্ষণের প্রথম অনুভূতিটা তাই হয় তীব্র। ভালো লাগার মুহূর্তগুলোতে সুখের হরমোন নিঃসৃত হয়। পছন্দের মানুষের সান্নিধ্যে এসব হরমোনের নিঃসরণ হয়; আর তাতে একজন মানুষ দারুণ সুখ অনুভব করেন। ভালো লাগার অনুভূতির সঙ্গে সেই মানুষটি যে জড়িয়ে আছেন, এ বিষয়টা তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। প্রথম প্রেমকে তাই ভোলা মুশকিলই বটে!

প্রথম প্রেমের স্মৃতি মনে জাগিয়ে রেখেই জীবনের পথে এগিয়ে যেতে পারেন আপনি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম প র ম হরম ন

এছাড়াও পড়ুন:

মেসি–নেইমার নেই ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে, নায়ক হবেন কে

২০ বছর পর লিওনেল মেসি ও নেইমারের কোনো একজনকে ছাড়া মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলের দুই সেরা তারকা না থাকলেও এই ম্যাচ নিয়ে আগ্রহের একটুও কমতি নেই। এর মধ্যে রাফিনিয়ার আর্জেন্টিনাকে গোল করে হারানোর ঘোষণা পরিস্থিতিকে আরও জমজমাট করে তুলেছে।

আলোচনা চলছে মেসি-নেইমারের অনুপস্থিতিতে এই ম্যাচে কে নায়ক হতে পারেন, সেটা নিয়েও। সম্ভাব্য নায়কদের মধ্যে ব্রাজিলের হয়ে আলোচনায় আছেন ভিনিসিয়ুস, রাফিনিয়া ও ওয়েসলি। আর আর্জেন্টিনার হয়ে এই ম্যাচে নায়ক হয়ে উঠতে পারেন থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্তিনেজদের কেউ একজন।

ভিনিসিয়ুস জুনিয়র

এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলারদের একজন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ড জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। চলতি মৌসুমেও ভিনি আছেন দারুণ ছন্দে। ৩৯ ম্যাচে ১৮ গোলের সঙ্গে আছে ১১ অ্যাসিস্ট। তবে রিয়ালের হয়ে ভিনিসিয়ুস যতটা উজ্জ্বল, ব্রাজিলের হয়ে ততটাই নিষ্প্রভ।

ভিনিসিয়ুস কি আজ নায়ক হতে পারবেন

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রাবন্তীর শরীরে আপত্তিকর স্পর্শ, তেড়ে গেলেন নায়িকা
  • দিনে ব্যাংকে চাকরি, রাতে ইজিবাইক চালান খসরু
  • সন্‌জীদা খাতুনের এক জীবন
  • বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের শাস্তির আইন সংশোধনের দাবি
  • মেসি–নেইমার নেই ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে, নায়ক হবেন কে
  • ফুটপাতে এককাতারে ধনী-গরিবের ইফতার
  • আথিয়া-রাহুল প্রথমবার মা-বাবা হলেন
  • প্রথমবার মা-বাবা হলেন আথিয়া-রাহুল
  • নববর্ষের শোভাযাত্রায় থাকবে ২০ ফুট দীর্ঘ শহীদ আবু সাঈদের ভাস্কর্য
  • নাটকীয় ম্যাচে ইতালিকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে জার্মানি