ময়মনসিংহ নগরী ও তারাকান্দায় পৃথক স্থানে দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর দুর্গাবাড়ি রোডে দেয়াল ধসে লক্ষ্মী রানী বসাক (৭০), তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের লোনহালা গ্রামের জুয়েল ফকিরের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫) ও অপর জন মোটরসাইকেল আরোহী শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মো.

জমর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৬)।

জানা গেছে, ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডে দেয়াল ধসে লক্ষ্মী রানী বসাক (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পরিত্যক্ত দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “দেয়াল ধসে বৃদ্ধা মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” 

এদিকে, দুপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ড্রাম ট্রাক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মোছা. তাসলিমা খাতুন রাস্তার মধ্যে পড়ে যান। বালু ভর্তির ড্রাম ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চরে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তারাকান্দা থানাধীন মাসকান্দা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

অপর দিকে, মোটরসাইকেল আরোহী মো. রফিকুল ইসলামহ আরো দুজন ময়মনসিংহ থেকে শ্রীবরদী নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তারাকান্দার জামান ফিলিং স্টেশন সংলগ্ন বটতলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা একটি বাস এবং ট্রাকের ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনায় আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। বাকী দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও মোটরসাইকেলে থাকা আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/মিলন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ য় ল ধস দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন 

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এছাড়াও বিভিন্ন দল-মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বর্ষবরণ সফল করতে বিভাগীয় নগরী ময়মনসিংহে সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কামরুল হাসান মিলন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মাহবুবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

র‍্যালি শেষে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বেলুন উড়িয়ে শুভ নববর্ষের ঘোষণা করেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভিড় জমান। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে উপস্থিত ক্লাব সদস্যদেরকে বিনামূল্যে পুরস্কার প্রদান করা হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে রাজস্ব তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ
  • সারা দেশে পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহে বাবা-ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি এক দিনের রিমান্ডে
  • ময়মনসিংহে বাবা-ছেলেকে হত্যার পর মাজার ও বাড়ি ভাঙচুর, নেপথ্যে কী
  • পলিটেকনিকের শিক্ষার্থীদের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি
  • ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটির ৮ সদস্যের অনাস্থা
  • ফুলবাড়িয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তা‌র ৩
  • ময়মনসিংহে সালিসে না যাওয়ায় বাবা-ছেলেকে হত্যার ঘটনায় ৮৭ জনের নামে মামলা
  • ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন