বিসিএসে নন–ক্যাডার নিয়োগপদ্ধতি সহজ করছে পিএসসি
Published: 19th, February 2025 GMT
বিসিএসে পাস করার পর যাঁদের ক্যাডার দেওয়া যায় না, এমন অপেক্ষমাণ তালিকা থেকে দেওয়া হয় নন–ক্যাডার নিয়োগ। এই নিয়োগপদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে পিএসসি। পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে, নন–ক্যাডার নিয়োগপদ্ধতি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে।
আরও পড়ুনতিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি১৭ ফেব্রুয়ারি ২০২৫আগে বিসিএসের বিজ্ঞপ্তির সঙ্গে নন–ক্যাডার পদ উল্লেখ থাকত। নতুন পদ্ধতিতে এখন বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে আর নন–ক্যাডারের পদ উল্লেখ থাকবে না। নতুন এ পদ্ধতিতে চাকরিপ্রত্যাশীদের বেশি পদে নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হবে। কারণ, বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিয়োগ পর্যন্ত দীর্ঘ সময় লাগে। এই সময়ের মধ্যে অনেক মন্ত্রণালয় থেকে নন–ক্যাডারে নিয়োগে চাহিদা পিএসসিতে চলে আসে। কিন্তু আগের পদ্ধতিতে নন–ক্যাডার পদের উল্লেখ থাকায় নিয়োগের সময় ও পদ আর বাড়ে না। এখনকার এ পদ্ধতিতে বিজ্ঞপ্তির পর নিয়োগের আগে পদসংখ্যা নির্ধারিত হবে। তাই চাকরিপ্রত্যাশীরা বেশি পদে নিয়োগ পাবেন।
আরও পড়ুনমাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৫জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেন, ‘নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করা হবে। এতে প্রয়োজনীয় সংশোধন এনে একে প্রার্থীবান্ধব করা হবে। আমরা চাই, যত বেশি সম্ভব নন-ক্যাডারে এনে উপযুক্ত প্রার্থীদের চাকরির পথ প্রশস্ত করতে। পিএসসির সব ক্ষেত্রেই সংস্কার আনা হবে। গত চার মাসে পিএসসি যত সংস্কার এনেছে, তা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আগে কখনো হয়নি।’
আরও পড়ুনবিসিএসসহ সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিধিমালা চূড়ান্ত পিএসসির১৮ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নন ক য ড র ব স এস এসস র প এসস
এছাড়াও পড়ুন:
তরুণীকে মারধর মামলায় কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজ’-এ এক তরুণীকে মারধরের মামলায় দুই কর্মচারীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন-আপন কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মহসিন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।
রামপুরা থানার (নারী-শিশু) আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী ওই তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।
এ ঘটনায় গতকাল সোমবার তাদের আটক করে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ও ৩২৩ ধারায় মামলা দেয় রামপুরা থানা পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, আপন কফি হাউজে গত ১১ এপ্রিল বিকাল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক তরুণীর সাথে অসৌজন্যমূলক আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়।
ঢাকা/মামুন/এনএইচ