বিসিএসে নন–ক্যাডার নিয়োগপদ্ধতি সহজ করছে পিএসসি
বিসিএসে পাস করার পর যাঁদের ক্যাডার দেওয়া যায় না, এমন অপেক্ষমাণ তালিকা থেকে দেওয়া হয় নন–ক্যাডার নিয়োগ। এই নিয়োগপদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে পিএসসি। পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে, নন–ক্যাডার নিয়োগপদ্ধতি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে।
আগে বিসিএসের বিজ্ঞপ্তির সঙ্গে নন–ক্যাডার পদ উল্লেখ থাকত। নতুন পদ্ধতিতে এখন বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে আর নন–ক্যাডারের পদ উল্লেখ থাকবে না। নতুন এ পদ্ধতিতে চাকরিপ্রত্যাশীদের বেশি পদে নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হবে। কারণ, বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিয়োগ পর্যন্ত দীর্ঘ সময় লাগে। এই সময়ের মধ্যে অনেক মন্ত্রণালয় থেকে নন–ক্যাডারে নিয়োগে চাহিদা পিএসসিতে চলে আসে। কিন্তু আগের পদ্ধতিতে নন–ক্যাডার পদের উল্লেখ থাকায় নিয়োগের সময় ও পদ আর বাড়ে না। এখনকার এ পদ্ধতিতে বিজ্ঞপ্তির পর নিয়োগের আগে পদসংখ্যা নির্ধারিত হবে। তাই চাকরিপ্রত্যাশীরা বেশি পদে নিয়োগ পাবেন।
জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেন, ‘নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করা হবে। এতে প্রয়োজনীয় সংশোধন এনে একে প্রার্থীবান্ধব করা হবে। আমরা চাই, যত বেশি সম্ভব নন-ক্যাডারে এনে উপযুক্ত প্রার্থীদের চাকরির পথ প্রশস্ত করতে। পিএসসির সব ক্ষেত্রেই সংস্কার আনা হবে। গত চার মাসে পিএসসি যত সংস্কার এনেছে, তা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আগে কখনো হয়নি।’