ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা গ্রামে বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ নিষিদ্ধ করে দেয়ালে দেয়ালে সাঁটানো সব নোটিশ সরিয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই গ্রাম পরির্দশনে যান। এর পর সেখান থেকে নোটিশগুলো সরিয়ে ফেলা হয়। পরে নোটিশে সই করা ব্যক্তিদের মধ্যে কয়েকজন ইউএনওর কার্যালয়ে গিয়ে ভুল স্বীকার করেন।

শড়াতলা গ্রামের কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে গ্রামের কিছু যুবক উচ্চ স্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠান করছিল। পাশেই অসুস্থ এক বৃদ্ধ এতে অস্বস্তি বোধ করছিলেন। তাই গ্রামের কয়েকজন ওই যুবকদের বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনার পর আলোচনা করে সমাজপতিরা সিদ্ধান্ত নেন, গ্রামে বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ প্রবেশ করতে দেওয়া যাবে না। 

শড়াতলা মসজিদ কমিটির সভাপতি এনামুল হকের নেতৃত্বে গ্রামের মসজিদে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২৫ দিন আগে গ্রামের অন্তত ১০টি দোকানে ও কয়েকটি বাড়ির দেয়ালে ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের ফটোকপি সাঁটানো হয়।

নোটিশের শেষ অংশে ‘গ্রামবাসীর পক্ষে’ ১৮ জন সই করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মী। নোটিশে সইয়ের অংশের প্রথমে হাতে লিখে ইউএনওর সরকারি নম্বরও দেওয়া হয়। 

সই করা ১৮ জনের মধ্যে রয়েছেন– শড়াতলা পশ্চিম পাড়া মসজিদ কমিটির সভাপতি ও জামায়াতে ইসলামীর কর্মী এনামুল হক, শড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশিউর রহমান, স্থানীয় দোকানি সাজেদুল, শিক্ষক আবু সালেহ, হরিণাকুণ্ডু কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি লিয়াকত আলী, ফলসী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা (পদ নেই) তৌহিদুর রহমান টুটুল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাব্বত আলী, বলরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতা (পদ নেই) ইন্তাজুল হক, ফলসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, তাঁর ভাই ব্যবসায়ী নজরুল মোল্লা, ওয়ার্ড বিএনপির কর্মী ও দলিল লেখক আজিম উদ্দিন, শড়াতলা জামে মসজিদের সাবেক সভাপতি ও জামায়াত কর্মী সুলতান, আওয়ামী লীগ সমর্থক ও দোকানি মশিউর, আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ী গোলাম মোস্তফা, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ফাত্তাহ (রুমি)।

বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে গতকাল সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয়ে ওঠে প্রশাসন। বেলা সাড়ে ১১টার দিকে শড়াতলা গ্রামে যান ইউএনও বি এম তারিক-উজ-জামান। সেখানে তিনি নোটিশে সই করা ব্যক্তিদের খোঁজ করেন। তাদের কাউকে না পেয়ে কার্যালয়ে ফিরে হরিণাকুণ্ডু থানা পুলিশকে একটি চিঠি দেন। চিঠিতে বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ প্রবেশ নিষিদ্ধ করে সাঁটানো নোটিশে সই করা ব্যক্তিদের ইউএনও কার্যালয়ে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর পর সই করা ১৮ জনের মধ্যে চারজন বিকেল ৩টার দিকে সেখানে যান। তাদের সঙ্গে গ্রামের আরও চারজন ছিলেন। 

জানা গেছে, নোটিশে সই করা চারজন ইউএনওর কাছে ভুল স্বীকার করেন। ইউএনও তাদের নির্দেশ দেন, বুধবার সকাল ১০টার মধ্যে ১৮ জনকেই হাজির হতে হবে এবং এ ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে হবে। এর পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।

ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় ১ নম্বর ওয়ার্ডের মেম্বার তৌহিদুর রহমান বলেন, ‘আমি চাপে আছি’। সেখানে থাকা মসজিদ কমিটির সভাপতি এনামুল হক বলেন, ‘আমরা অনেকেই এই ঘটনার সময় বৈঠকে ছিলাম। তবে এটা করা আমাদের ভুল হয়েছে।’

শড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশিউর রহমান বলেন, ‘বিধিবহির্ভূত কাজের সঙ্গে থাকা আমার ঠিক হয়নি।’

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, উপজেলা প্রশাসন তদন্ত করে সত্যতা পেলে জড়িত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ বলেন, আমরা এ ধরনের ঘটনা সমর্থন করি না। সমর্থক-কর্মীদেরও বলে দিয়েছি, এ ধরনের কাজ করা যাবে না। ইউএনও কার্যালয়ে যাওয়ার আগে কয়েকজন আমাদেরও তাদের সঙ্গে যেতে বলে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, এ ধরনের আইনবিরোধী কাজে সহযোগিতা করতে পারব না।

হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেনের দাবি, শড়াতলার ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পৃক্ততা নেই।

ইউএনও তারিক-উজ-জামান বলেন, শড়াতলা গ্রামের ঘটনাটি জানার পর থেকেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরাও কাজ করছি। এরই মধ্যে সব নোটিশ সরিয়ে ফেলা হয়েছে। নোটিশে আমার যে নম্বর দেওয়া হয়েছে, সে ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব দ যযন ত র র রহম ন ব যবস থ হক র ও সরক র উপজ ল ব এনপ আওয় ম ঘটন র

এছাড়াও পড়ুন:

মালয়েশিয়ায় যাত্রার স্বপ্ন ভঙ্গ, মিয়ানমারের জেলে

দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল নারায়ণগঞ্জ আড়াইহাজারের এক কিশোর। কিন্তু ধরা পড়ে মিয়ানমার পুলিশের হাতে। ২২ মাস জেল খেটে অবশেষে সে ফিরেছে মায়ের বুকে।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী খোঁজপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাজ্জাদ মিয়া। অর্থ উপার্জনের আশায় ঝুঁকি নিয়ে মাত্র ১৪ বছর বয়সে দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার উদ্দেশে বাড়ি ছাড়ে সাজ্জাদ। ২০২৩ সালের জুন মাসেই সে ধরা পড়ে মিয়ানমার পুলিশের হাতে। সেই দেশের আদালত তাকে দুই বছরের সাজা দিয়ে মালাইবানের কেলিকং জেলে আটকে রাখে। তবে মিয়ানমার সরকার এ কিশোরকে পাঁচ মাস জেল খাটার পর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু বিপত্তি দেখা দেয় কাগজপত্রে। পরে কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনা শেষে তাকে সেই দেশের জেল থেকে মুক্ত করে মঙ্গলবার সমুদ্র পথে আনা হয় চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও থানার ওসির উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

গতকাল বুধবার বিকেলে আড়াইহাজারের ইউএনও সাজ্জাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সাজ্জাদের বাবা আব্দুল হান্নান জানান, তাঁর তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে সাজ্জাদ। দালালের খপ্পরে পড়ে তাঁর ছেলে মালয়েশিয়া যেতে চেয়েছিল। তাদের কিছু না বলেই সে চলে গিয়েছিল। তাকে অনেক দিন খুঁজে না পাওয়ায় যোগাযোগ করে দেখেন সাজ্জাদের মতো হোয়াইকং ও আশপাশের উখিয়া, টেকনাফ, কক্সবাজারের অনেক ছেলে দালালের খপ্পরে পড়ে দেশত্যাগ করেছে।

মিয়ানমারে সাজ্জাদের আটক থাকার খবর প্রসঙ্গে হান্নান জানান, বাড়ি থেকে চলে যাওয়ার মাসখানেক পর তিনি জানতে পারেন সাজ্জাদ মালাইবানের কেলিকং জেলে আছে। এরপর অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) সাথে যোগাযোগ করেন। ওকাপ সাজ্জাদকে মিয়ানমার থেকে দেশে আনতে সার্বিক সহযোগিতা করে। তার পরিবারকে ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ, ইউএনও অফিস, ডিসি অফিস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যায়। তাদের সহযোগিতায় সাজ্জাদকে ফেরত পান। সাজ্জাদকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আনন্দ অশ্রুতে সিক্ত হন তার মা আনু বেগম। 

সাজ্জাদ মিয়া বলে, ‘প্রথমে অন্যদের সঙ্গে আমাকে একটা গুদামে রেখেছে ওরা। সেখানে চার দিন থাকার পর মিয়ানমারের বোটে তুলে দেওয়া হয়। মিয়ানমারের শামিলা নামের একটা জায়গা আছে, সেখানে নিয়ে আমাকে মারার হুমকি দিচ্ছিল, গালাগাল করছিল। পরে মিয়ানমারের মিলিটারির কাছে ধরা খাই।’

ওকাপের ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী জানান, সাজ্জাদের বয়স বিবেচনায় তাকে আটকের পাঁচ মাস পর খালাস দেওয়া হয়। কিন্তু কাগজপত্রে সমস্যা থাকায় তাকে দেশে ফেরত আনতে দেরি হয়।

ইউএনও সাজ্জাত হোসেন জানান, মানব পাচারকারীদের শনাক্তকরণের কাজ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। গ্রামের নিরীহ ও সহজসরল কিশোর-যুবকদের স্বপ্ন দেখিয়ে অবৈধভাবে যারা বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি না জেনে বুঝে কেউ যাতে পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নাটোরে জালে আটকা বিপন্নপ্রায় গন্ধগোকুল
  • মালয়েশিয়ায় যাত্রার স্বপ্ন ভঙ্গ, মিয়ানমারের জেলে
  • সীতাকুণ্ডে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
  • ‌‘জুলাই ২৪’ শহীদ সাদের নামে ধামরাইয়ে রাস্তার কাজ উদ্বোধন
  • যাদুকাটা নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে বাঁশের বেড়া
  • নেত্রকোণায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
  • অনৈতিক সম্পর্কের অভিযোগ, গ্রাম পুলিশকে জুতার মালা পরাল জনতা 
  • ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ
  • ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
  • পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের কাছে মোবাইল, কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার