চকলেট চুরির অভিযোগে ১৩ বছরের গৃহকর্মীকে হত্যা
Published: 18th, February 2025 GMT
বাড়ির ১৩ বছরের গৃহকর্মী ইকরা। সারা গায়ে আঘাতের চিহ্ন। এসব আঘাত নিয়ে হাসপাতালে গত বুধবার মারা যায় শিশুটি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, শিশুটি চকলেট চুরি করেছিল অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। এরই মধ্যে এই গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে পুলিশ আটক করেছে।
ঘটনাটি পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের রাওয়ালপিন্ডিতে। এ ঘটনায় শিশুশ্রম এবং গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এরই মধ্যে # জাস্টিসফরইকরা হ্যাশট্যাগ তৈরি করে পোস্ট দেওয়া হয়েছে। এসব পোস্ট এরই মধ্যে হাজার হাজার মানুষ দেখেছে।
ইকরার বাবা সানা উল্লাহ বিবিসিকে বলেন, মেয়ের মৃত্যুতে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। তিনি জানান, গত বুধবার তিনি পুলিশের কাছ থেকে কল পেয়ে হাসপাতালে ছুটে আসেন। এসে দেখেন মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। এর কয়েক মিনিট পরেই সে মারা যায়।
আট বছর বয়স থেকে ইকরা অন্যের বাড়িতে কাজ করে। তার বাবা ৪৫ বছর বয়সী একজন কৃষক। ঋণের জালে জর্জরিত এই বাবা সংসারের ভার টানতে না পেরে মেয়েকে কাজে দেন।
বেশ কয়েকজনের বাড়িতে কাজ করার পর এই দম্পতির বাড়িতে কাজে যায় দুই বছর আগে। এখানে ইকরা কাজ করে মাসে প্রায় আট হাজার পাকিস্তানি রুপি (প্রায় সাড়ে তিন হাজার টাকা) বেতন পেত। এই দম্পতির আট সন্তান রয়েছে।
পুলিশ জানায়, ইকরার বিরুদ্ধে অভিযোগ, সে ঘর থেকে চকলেট চুরি করেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে ইকরাকে নির্যাতন করা হয়েছে। প্রায়ই তাকে নির্যাতন করা হতো, এর প্রমাণও পুলিশ পেয়েছে।
বিবিসি তাদের হাতে আসা কিছু ছবি ও ভিডিওতে দেখতে পেয়েছে শিশুটির পা ও হাতের বিভিন্ন জায়গা ভেঙে গেছে, এমনকি তার মাথায়ও গুরুতর আঘাত আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিবিসিকে জানায়, তারা চূড়ান্ত মেডিকেল প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।
এ ঘটনার বিষয়ে অধিকারকর্মী শেহর বানু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয়ে রক্তের অশ্রু ঝরছে। আর কত .
পাকিস্তানের আরেকজন লিখেছেন, চকলেটের জন্য তাকে মেরে ফেলল? আরেকজন লিখেছেন, ‘এটি শুধু অপরাধ নয়, এটি একটি ব্যবস্থার প্রতিফলন, যে ধনীরা গরিবদের যেমন খুশি তেমনভাবে ব্যবহার করতে পারে।’
ইকরা যে বাসায় কাজ করত সেই গৃহকর্তা রশিদ শাফিক ও তাঁর স্ত্রী সানা আট সন্তানের মা–বাবা। পুলিশ এই দম্পতির পাশাপাশি ওই পরিবারের শিশুদের পারিবারিক ধর্মীয় শিক্ষককেও আটক করা হয়েছে। ওই শিক্ষকই ইকরাকে হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতাল স্টাফকে বলেন শিশুটির বাবা নেই ও মা–ও কাছে থাকে না। এরপর তিনি হাসপাতাল থেকে চলে যান।
এ ধরনের ঘটনায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হলেও বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় আদালতের বাইরে বাদী-বিবাদীর মধ্যে বিষয়টি ফয়সালা হয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে বিচার হওয়ার ঘটনা খুবই বিরল।
২০১৮ সালে ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায়ে এক বিচারক ও তাঁর স্ত্রীর তিন বছর করে কারাদণ্ড হয়। সে সময় এ ঘটনা বেশ আলোচিত ছিল। কিন্তু পরে দেখা যায় তাদের শাস্তি কমে এক বছর হয়।
পাকিস্তানি আইন অনুযায়ী বেশ কিছু গুরুতর অপরাধের ঘটনায় ভুক্তভোগী বা তাঁর পরিবারের সদস্যদের অভিযুক্তদের ক্ষমা করে দেওয়ার অধিকার রয়েছে। এর জন্য তাদের আদালতে হাজির হয়ে বলতে হয় ‘ আল্লাহর নামে’ তারা আসামিদের ক্ষমা করলেন।
আইনি পর্যবেক্ষকেরা বলেন, বাস্তবতা হলো, এই ‘ক্ষমাশীলতার’পেছনের প্রাথমিক কারণ থাকে আর্থিক। আর ভুক্তভোগীকে অর্থ দেওয়া অবৈধ নয়।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিলের (ইউনিসেফ) তথ্যমতে, পাকিস্তানে প্রায় ৩৩ লাখ শিশু শিশুশ্রমে যুক্ত। আর আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) অনুসারে, পাকিস্তানের ৮৫ লাখ গৃহকর্মীর বেশির ভাগই নারী ও কম বয়সী মেয়েরা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ হকর ম ক জ কর চকল ট
এছাড়াও পড়ুন:
হাত জোড় করছি, ফিরিয়ে দিন সন্তানদের
‘কোনো মায়ের বুক যেন খালি না হয়। দোষ থাকলে, অন্যায় করলে উপযুক্ত শাস্তি দিন। তবু সন্তান হারানোর বেদনা যেন কারও বুকে না লাগে। আমি হাত জোড় করছি, আমাদের সন্তানদের ফিরিয়ে দিন।’
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন আকুতিই জানান অপহৃত দিব্যি চাকমার মা ভারতী দেওয়ান। বিজু উৎসব শেষে খাগড়াছড়ির কুকিছড়া থেকে ফেরার পথে গত বুধবার ভোর ৬টার দিকে পাহাড়ি পাঁচ শিক্ষার্থী অপহৃত হন। এ অপহরণের জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃতদের উদ্ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
পিসিপির কেন্দ্রীয় শাখার সভাপতি নিপন ত্রিপুরা বৃহস্পতিবার সমকালকে বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, ইউপিডিএফ অপহৃতদের অভিভাবকদের একটি স্থানে ডেকেছে। বিকেলে অভিভাবকরা সেখানকার উদ্দেশে রওনা হন। পরে আর তাদের সঙ্গে যোগাযোগ হয়নি।’ তিনি অবিলম্বে অপহৃতদের সুস্থ শরীরে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা বলেন, অপহরণকারীরা সকালে একটি স্থানের নাম বলেছিল অভিভাবকদের। পরে পরিবর্তন করে আরেকটি স্থানে ডাকে। বিকেল থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
অপহৃতরা হলেন– চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পিসিপির চবি শাখার সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। তাদের মধ্যে রিশন চাকমার বাড়ি রাঙামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নের জামেরছড়িতে। লংঙি ম্রোর বাড়ি বান্দরবানের আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে; একই জেলায় বাড় অলড্রিন ত্রিপুরার; রাঙামাটির বরকল সদরের চাইল্যাতুলিতে দিব্যি চাকমা ও একই জেলার বাঘাইছড়ির বটতলায় মৈত্রীময় চাকমার।
এর আগে অপহৃত পাঁচ শিক্ষার্থী বিজু উৎসব উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে যান। উৎসব শেষে গত মঙ্গলবার তারা চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে আসেন। সেখানে বাসের টিকিট না পাওয়ায় খাগড়াছড়ি শহর থেকে কিছুদূরে পানছড়ি সড়কের কুকিছড়ায় এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। গত বুধবার ভোরে কুকিছড়া থেকে অটোরিকশায় খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল নামক জায়গায় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ১৮৩ আদিবাসী শিক্ষার্থী যৌথ বিবৃতি দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী ভুবন চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপহৃত পাঁচ শিক্ষার্থী বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে অপহরণের শিকার হলেও তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণের ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে মানবাধিকারবিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থি। অপহৃতদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
ইতোমধ্যে অপহৃতদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তাদের অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, বিভিন্নভাবে জানার চেষ্টা করা হচ্ছে আসলে ঘটনাটি কী, কাদের হেফাজতে তারা রয়েছে। যৌথ অভিযানে উদ্ধারের চেষ্টা চলছে।