সাহিত্যের ম্যাপিংয়ে বাংলা সাহিত্যের অবস্থান দৃশ্যত তৈরি হয়নি
Published: 18th, February 2025 GMT
মোজাফ্ফর হোসেন কথাসাহিত্য চর্চা করেন। প্রথম উপন্যাস ‘তিমিরযাত্রা’র জন্য তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়াও ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য পান এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার, ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ বইয়ের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার এবং ‘নো ওম্যান’স ল্যান্ড’ গল্পগ্রন্থের জন্য চ্যানেল আই-আনন্দ আলো সাহিত্য পুরস্কার। এরই মধ্যে তার গল্প ইংরেজিসহ হিন্দি, গুজরাটি, নেপালি, ইতালি, জার্মানি, আরবি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। চলতি বইলেমায় মোজাফ্ফর হোসেনের একাধিক নতুন বই প্রকাশ হয়েছে। নতুন বইয়ের প্রেক্ষাপটসহ নানা বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন এই লেখক। সাক্ষাৎকারটি গ্রহণে স্বরলিপি।
রাইজিংবিডি : আমরা জানি যে আপনার সদ্য প্রকাশিত ‘Between Two Lives’- বইতে এগারোটি ছোটগল্পের ইংরেজি অনুবাদ রয়েছে। যে গল্পগুলো আগে বাংলা ভাষায় প্রকাশিত। এবার ইংরেজিতে প্রকাশের কথা কেন ভাবলেন?
মোজাফ্ফর হোসেন: বাংলা ভাষায় বিশ্বসাহিত্যের অনুবাদ নতুন ঘটনা না। মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের কাছে দারুণভাবে ঋণী। এরপর অনুবাদ সাহিত্যের মাধ্যমে আমাদের সাহিত্য সমৃদ্ধ হয়েছে। কিন্তু বিশ্বভাষায় বাংলা সাহিত্যের অনুবাদ খুব কম হয়েছে। ভাষাভাষীর বিচারে বাংলা ভাষা বিশ্বের ৭ম ভাষা হলেও এই কারণে সাহিত্যের ম্যাপিংয়ে বাংলা সাহিত্যের অবস্থান দৃশ্যত তৈরি হয়নি। আমার মনে হয়, আমাদের এখন বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদে জোর দেওয়া উচিত। আমার গল্পের ইংরেজি অনুবাদগ্রন্থ Between Two Lives প্রকাশ করেছে পাঞ্জেরী। এর আগে আমার আরেকটি ইংরেজি অনুবাদগ্রন্থ Meet Human Meat ইন্ডিয়ার অ্যান্টোনিম থেকে প্রকাশিত হয়েছে। এ বছর সেটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হলো। এনিওয়ে, Between Two Lives গ্রন্থটি প্রকাশিত হয়েছে অধ্যাপক হারুনুজ্জামানের একক অনুবাদে। এটি অনুবাদকের গ্রন্থ বটে। হারুনুজ্জামান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন। তিনি এরইমধ্যে বাংলা ভাষার বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক্সট অনুবাদ করেছেন। নিজেও সৃজনশীল লেখক, কবি। তিনিই অনুবাদ করে পাণ্ডুলিপি পাঞ্জেরীতে জমা দেন। আমি মনে করি এই ধরনের উদ্যোগ আমাদের অগ্রজ লেখকদের সাহিত্য নিয়ে আরো বেশি করে গ্রহণ করা উচিত।
রাইজিংবিডি: এক্ষেত্রে, মানে বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ কি হতে পারে বলে মনে করেন?
মোজাফ্ফর হোসেন: অনেক কিছু করার আছে। তবে একটা উদ্যোগের কথা যদি বলতে হয়, তাহলে বলব বাংলা ভাষা জানা বিদেশি, বিশেষত ইউরোপীয় ও আমেরিকান অনুবাদকদের আমাদের সাহিত্যের ইংরেজি অনুবাদকর্মে আগ্রহী করে তুলতে হবে। সম্প্রতি কোরীয় লেখক হান কাংয়ের সাহিত্যে নোবেলজয়ের ঘটনাটি আমাদের জন্য ভালো একটি দৃষ্টান্ত হতে পারে। তার বই স্বদেশি কোনো অনুবাদক ইংরেজিতে অনুবাদ করেননি, স্বদেশ থেকেও প্রকাশিত হয়নি। কাংয়ের অনুবাদক ডেবোরাহ স্মিথ ব্রিটিশ অনুবাদক। বইটি প্রথমে ইংল্যান্ড, পরে আমেরিকা থেকে প্রকাশিত হয়। সে—বছরই (২০১৬) দি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতে নেয়। এর মাত্র আট বছর পর তিনি পেয়ে গেলেন সাহিত্যের সর্বোচ্চ স্বীকৃতি, নোবেল পুরস্কার। অনুবাদের মাধ্যমেই সেটি সম্ভব হয়েছে। দক্ষিণ কোরিয়ার হান কাং পারলে কেন বাংলাদেশের কোনো লেখক নন? এই প্রশ্নটা আমাদের করতে হবে। প্রশ্নটা সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন নিয়ে নয়, প্রশ্নটা আন্তর্জাতিক মার্কেটে পৌঁছানো নিয়ে। বাংলা ভাষায়ও উৎকৃষ্ট মানের সাহিত্য সব সময় রচিত হয়ে আসছে, বিশ্বসাহিত্যের পাঠকদের জন্য সম্পূর্ণ ‘আনএক্সপ্লোর্ড’ থেকে গেছে সেটা। এই কারণেও আমাদের সাহিত্যের সম্ভাবনাও বেশি। যা কিছু নতুন তার প্রতি পাঠক সব সময় আকৃষ্ট হন।
আরো পড়ুন:
কবি গালিব রিমান্ডে, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি চান বিশিষ্টজনেরা
বইমেলায় আবু আককাসের দুই বই
রাইজিংবিডি: আপনিতো বাংলা একাডেমির অনুবাদ বিভাগে কর্মরত।অনুবাদ সাহিত্য সম্প্রসারণে সম্প্রতি কি ধরণের উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠান?
মোজাফ্ফর হোসেন: একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকেই যে দুটি বিভাগ সৃষ্টি হয়েছিল তার একটি ছিল অনুবাদ। ১৯৫৫ সালে তৎকালীন পূর্ব বাংলা সরকার বাংলা একাডেমি প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে বলা হয়েছিল: The Academy will in course of time not only grow into a centre for translation and publication of philosophical, technical, scientific and literary works from other languages, but will also be a centre for research and discussions among scholars of the Bengali Language.
রাইজিংবিডি: বিশ্বসাহিত্যের অনেক বই বাংলায় অনুবাদ করা হচ্ছে। দেখা যায় যে একই লেখকের বই একাধিক প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে। অনুবাদ সাহিত্য প্রকাশের সঠিক প্রক্রিয়াটা আসলে কী?
মোজাফ্ফর হোসেন: আপনি যথার্থ বলেছেন। আমি এ বছর লক্ষ করলাম, হানং কাংয়ের ‘ভেজিটেরিয়ান’ উপন্যাসের প্রথম বাংলা অনুবাদ ২০২০ সালে প্রকাশিত হয়। নোবেল পাওয়ার চার মাসের মধ্যে সেই উপন্যাসের আরো ৩টি অনুবাদ প্রকাশিত হয়েছে এ বছর মেলায়। এ-মেলায় হান কাংয়ের ‘দ্য হোয়াইট বুক’ উপন্যাসের অনুবাদ বের হয়েছে ৫টি। ‘হিউম্যান অ্যাক্টস’-এর ২টি। অর্থাৎ এক বইমেলাতেই হান কাংয়ের ৩টি উপন্যাসের ১১টি অনুবাদ পাওয়া যাচ্ছে। খুব ভালো কথা। কিন্তু প্রশ্ন হলো, পাঠক কোনটা পড়বেন? একজন পাঠকের জন্য তো বিরাট সমস্যা! আমার জানা মতে, এর কোনোটিই কপিরাইট নিয়ে অনুবাদ করা না। কেউ একটি উপন্যাসের কপিরাইট নিয়ে অনুবাদ করলে কিন্তু সেটার দ্বিতীয় অনুবাদ বের হতো না।
রাইজিংবিডি: কপিরাইট নিতে অসুবিধা কোথায়?
মোজাফ্ফর হোসেন: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কপিরাইট নেওয়া সহজ ব্যাপার না। অনেক বাধা আছে। প্রথমত, সময় সাপেক্ষ। কপিরাইট নিয়ে অনুবাদ করতে গেলে নোবেল পাওয়ার দু মাসের মধ্যে কোনো লেখকের বই অনুবাদ করে প্রকাশ করা সম্ভব না। দ্বিতীয়ত, ব্যয় সাপেক্ষ। কপিরাইট কিনতে অনেক অর্থ ব্যয় হলে সেটা বইয়ের মূল্য বাড়িয়ে দেয়। তৃতীয়ত, অনেক সময় তারপরও কপিরাইট পাওয়া যায় না। আমি নিজে আবেদন করে প্রত্যাখ্যাত হয়ে প্রিয় একটি উপন্যাস আর অনুবাদ করতে পারিনি। এই সমস্যাগুলো বলার পরও বলতে হচ্ছে, সমস্যা এড়াতে হলে আমাদের কপিরাইট নিয়ে অনুবাদ করতে হবে। অনূদিত বইয়ের মূল্য তাতে বাড়বে, বাড়ুক। এক্ষেত্রে প্রকাশকদের এগিয়ে আসতে হবে। কপিরাইটের জন্য আবেদন করা, তার অর্থ পরিশোধ করা প্রকাশকের কাজ কিন্তু। কপিরাইট গ্রহণ করার কথা বললে অনেক সময় অনুবাদকেরা বিরক্ত হন। আসলে কাজটি কিন্তু তাদের না। আমি কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানকে চিনি, এর মধ্যে তরুণ প্রকাশকও আছেন, যারা কপিরাইট গ্রহণ না করে কোনো বইয়ের অনুবাদ ছাপেন না। তার মানে, আমরা চেষ্টা করতে তো পারি। চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া উচিত না।
রাইজিংবিডি: বাংলা সাহিত্য সম্প্রসারণে ‘বাংলা ট্রান্সেলেশন ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন। এই ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে চাই।
মোজাফ্ফর: এই যে কপিরাইট নিয়ে কথা হচ্ছিল, এই বিষয়েও বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন কাজ করবে। প্রকাশকদের সহযোগিতা করবে। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন অনুবাদক আনিসুজ্জামান ও গদ্যলেখক শাহাব আহমেদ। দুজনেই প্রবাসে থাকেন। তাদের স্বপ্ন বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতায় এবং অনুবাদকদের সাংগঠনিক ও টেকনিক্যাল কাজে সাপোর্ট দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। আমিও প্রতিষ্ঠাকাল থেকে তাঁদের এই মহান উদ্যোগের সুঙ্গী হই। ফাউন্ডেশনটি এরই মধ্যে অনুবাদপত্রিকা প্রকাশ করছে, অনুবাদ সাহিত্যে পুরস্কার দিচ্ছে। বিদেশি দুটি অনুবাদ সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে। দেশে পাঞ্জেরী পাবলিকেশনস-এর সঙ্গে যৌথভাবে অনেকগুলো কাজ করছে। এবার সেই চুক্তির আওতায় পাঞ্জেরী থেকে প্রায় দশটি অনূদিত বই প্রকাশিত হবে।
রাইজিংবিডি: সামাজের কঠিন ও নৃশংস রূপ প্রকাশে জাদুবাস্তবতা এবং পরাবাস্তবতাকেই কি সবচেয়ে উপযুক্ত মনে করেন? কেন?
মোজাফ্ফর হোসেন: এটা প্রথমত আমি ন্যাচারালি পেয়েছি। আমার কাছে মনে হয়েছে, এভাবে গল্প বলতে আমি আনন্দ পাচ্ছি। একজন মৃত মানুষ উঠে আসছে কবর থেকে তারপর কিছু অদ্ভূত ঘটনা ঘটছে, এর মধ্যে মজা আছে। কিংবা কারো মাথা নেই, মাথাবিহীন হেঁটে বেড়াচ্ছে একটা দেশের মানুষ, এই বলার মধ্যে উদ্দীপনা আছে। কিন্তু পরে মনে হলো, শুধু আনন্দই না, এভাবে গল্প বলা এক ধরনের রাজনৈতিক কৌশলও হতে পারে। আমি জাদুবাস্তব বা পরাবাস্তব এভাবে ভাবি না। আমি চাই অস্বভাবী চরিত্র কিংবা অবাস্তব ঘটনার মধ্যে দিয়ে আমাদের দৈনন্দিন বাস্তবতাকে দেখতে। রাজনৈতিক ঢাল বললাম এই কারণে যে, এতে বিপদ এড়ানো যায়। আমি নিজে একাধিকবার রক্ষা পেয়েছি। তাছাড়া, আমাদের নৃশংসতার একটা মিথিক ভার্সন তৈরি করতে পারলে সেটার একটা স্থায়ী ছাপ সাহিত্যের মাধ্যমে থেকে যেতে পারি। আপনি অ্যানিমাল ফার্ম কিংবা গ্যালিভার্স ট্রাভেলস উপন্যাসের কথা ভাবেন! মহৎ আর্ট আসলে সাধারণ বাস্তবতাকে অতিক্রম করে নানা সম্ভাবনা ও বহুকৌণিক এলিগরি হয়ে ওঠে। আমি নিশ্চিত করেই ততবড়ো আর্টিস্ট নই, কিন্তু আদর্শ হিসেবে এটা সামনে থাকে।
রাইজিংবিডি: আপনার আরেকটি বই ‘কল মি লাইকা’ সম্পর্কে জানতে চাই।
মোজাফ্ফর: এটা আমার দ্বিতীয় উপন্যাস। আগেরটা ছিল ‘তিমিরযাত্রা’। এই উপন্যাসের প্রটাগনিস্ট প্রকৃতি-অন্তপ্রাণ আলেক; সব সময় নিজের চিন্তাজগতে বসবাস করা এক কিশোর। কিন্তু একটা ‘বিশেষ’ কারণে সমাজে তার আশ্রয় হচ্ছে না। বাধ্য হয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা-মা। পরিত্যক্ত আলেকের আশ্রয়হীন নিঃসঙ্গ জীবন, ওর বেঁচে থাকার স্বপ্ন এটা নিয়েই এগিয়ে যায় গল্পটা। লোকায়ত প্রেক্ষাপট, অকৃত্রিম ভাষা ও ঘরোয়া শব্দে আত্মকথনের ঢঙে বলা ‘অস্পৃশ্য’, অনাশ্রিত জীবনের এই গল্প পাঠকদের নানাভাবে পীড়িত করবে, প্রশ্নবিদ্ধও করবে। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। বইটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা।
রাইজিংবিডি: আর কোনো বই প্রকাশিত হয়েছে?
মোজাফ্ফর: একটা প্রবন্ধের বই, ‘ব্রাহ্মসমাজে ইসলাম, সাহিত্যে সক্রিয়তাবাদ ও অন্যান্য’ শিরোনামে। প্রকাশ করছে বিদ্যাপ্রকাশ। বইটির একটা অংশজুড়ে আছে উনবিংশ শতকের মাঝামাঝি থেকে বাংলা গদ্যে ইসলামধর্ম চর্চার প্রসঙ্গ। তখনো বাংলা গদ্যে ইসলামচর্চা শুরু হয়নি, প্রকাশিত হয়নি কোরানশরিফের পূর্ণাঙ্গ অনুবাদ। খ্রিষ্টধর্ম প্রচারে নিয়োজিত খ্রিষ্টান মিশনারির উদ্যোগে হজরত মোহাম্মদ (সা)-এর জীবনী বিকৃতরূপে প্রকাশ করে ইসলাম সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে। সেই সময় হিন্দুসমাজ থেকে কয়েকজন পণ্ডিত ব্রাহ্মসমাজের আদর্শে দীক্ষিত হয়ে আধুনিক বাংলা গদ্যে নবীজীবনী ও ইসলাম-সম্পর্কিত রচনায় হাত দিলেন। গ্রন্থাকারে প্রকাশিত হলো বাংলা ভাষায় কোরানের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ, মহানবীসহ গুরুত্বপূর্ণ চার নবী ও খলিফাদের প্রথম জীবনী, হাদিসগ্রন্থের অনুবাদ। এসব গ্রন্থ রচনার পেছনে ব্রাহ্মসমাজের ভূমিকা কেমন ছিল, নন-মুসলিম হয়েও তাঁদের ইসলামধর্ম-চর্চার উদ্দেশ্যই-বা কী ছিল, তা নিয়ে আলোচনার পাশাপাশি এই গ্রন্থে ইসলাম ও হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ও মুসলমান প্রজাদের সঙ্গে তাঁর সম্পর্কের চিত্রটা উঠে এসেছে সবিস্তারে। গ্রন্থে সাম্প্রতিক সময়ে চর্চিত বেশ কিছু বিতর্কের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। সমাজ বদলে সাহিত্যের ভূমিকা কী হতে পারে, লেখক কোন্ মানুষের জন্য লিখবেন, কার কথা লিখবেন, শিল্পের নন্দনতত্ত্বের সঙ্গে লেখকের সামাজিক অ্যাক্টিভিজমের কোনো দ্বন্দ্ব আছে কি না প্রভৃতি প্রসঙ্গ উঠে এসেছে অপরাপর প্রবন্ধে। বাংলা সাহিত্যের আন্তর্জাতিকীকরণে প্রতিবন্ধকতা ও সাহিত্যের রাজনীতি নিয়েও আলোচনা করা হয়েছে। আমরা শুরুতে যে অনুবাদ সাহিত্যের প্রসঙ্গে কথা বলছিলাম, সে প্রসঙ্গে এবং বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা প্রসঙ্গেও আমি আমার চিন্তা ও অভিজ্ঞতা প্রকাশ করার চেষ্ঠা করেছি।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ব দ স হ ত য অন ব দ ব ভ গ উপন য স র র অন ব দ ফর হ স ন এক ড ম র প রসঙ গ ব স তবত আম দ র র জন য বইয় র ইসল ম র একট প রথম
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।