যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগির তাঁর দেখা হতে পারে। ট্রাম্পের বিশ্বাস, পুতিন সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় সৌদি আরবের রিয়াদে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এক সাক্ষাৎকারে এ বৈঠক নিয়ে প্রত্যাশার কথা কম করেই ব্যক্ত করেছেন। সিবিএসকে রুবিও সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প সাংবাদিকদের কাছে পুতিনের সঙ্গে দ্রুত দেখা হওয়ার আশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, দিন-তারিখ ঠিক হয়নি, তবে খুব শিগগির এটা হতে পারে।

এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফসহ তাঁর প্রতিনিধিরা আন্তরিকভাবে আলোচনা করছেন। উইটকফ সম্প্রতি প্রায় তিন ঘণ্টা পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে উল্লেখ করেন তিনি।

পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি লড়াই বন্ধ করতে চান।’

পুতিন পুরো ইউক্রেনের দখল নিতে চান বলে ট্রাম্প মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা তাঁর কাছে আমারও প্রশ্ন। তিনি যদি এমনটা করেন, তবে আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাব। আমি মনে করি, তিনি এর অবসান চান এবং তাঁরা দ্রুতই এটা শেষ করতে চান। তাঁরা দুজনই এটা চান।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে গতকাল বলেন, রাশিয়া দুর্বল ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। এ অবস্থায় ন্যাটোকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

অবশ্য ট্রাম্প বলেন, ইউক্রেনীয় নেতার বার্তা সম্পর্কে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘শান্তিপ্রক্রিয়ার বিষয়টি এক বৈঠকেই হয়ে যাওয়ার মতো কিছু নয়।’

রিয়াদে উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন রুবিও। তবে সেখানে ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রুবিও বলেছেন, মস্কো কাদের পাঠাচ্ছে, সে ব্যাপারেও তিনি নিশ্চিত নন।

কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেছেন রুবিও।

স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ—দুজনই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

গত বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোনালাপ হয়েছে। সেখানে তাঁরা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হলে, তা মেনে নেবেন না।

গত শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে রুবিওর কথা হয়েছে। রুবিও বলেন, ‘একটি ফোনালাপ শান্তি প্রতিষ্ঠা করে না।’

গতকাল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন সারাক্ষণ মিথ্যা কথা বলেন। আলোচনার শরিক হিসেবে তাঁকে বিশ্বাস করা যায় না।

রুবিও বলেন, তিনি মনে করেন, ভূরাজনীতির ক্ষেত্রে কারওরই কাউকে বিশ্বাস করা উচিত নয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ম প বল ন ইউক র ন র

এছাড়াও পড়ুন:

‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি

বাংলা একাডেমি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।’

বাংলা একাডেমি থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদকার্ডেও ব্যবহার করা হয়েছে ‘ঈদ মোবারক’। ঈদকার্ডটি বৃহস্পতিবার বাংলা একাডেমির ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে। যাতে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সই রয়েছে। 

এ বিষয়ে ড. মোহাম্মদ আজম জানান, ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত কিছু শব্দের পরিবর্তন নিয়ে কাজ করছে বাংলা একাডেমি। একটি কমিটি এরই মধ্যে কাজ করছে, সেটি রিফর্ম করে ঈদের পর আরেকটি কমিটি করা হবে। এরপর কমিটির সুপারিশে বাংলা একাডেমির অভিধানে নতুন সংস্করণে এসব পরিবর্তন আনা হবে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে বাংলা একাডেমি ‘ঈদ’ শব্দকে ‘ইদ’ বানানে লেখার প্রস্তাব করে। সে সময় থেকে প্রতি ঈদেই এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সম্পর্কিত নিবন্ধ